সোনার বাংলা ট্রেনের সাপ্তাহিক বন্ধ (ট্রেনের সময়সূচী)

সোনার বাংলা এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন। ২০১৬ সালের ২৫শে জুন এই ট্রেনটি উদ্বোধন করা হয়।বিরতিহীন ট্রেন হওয়ার সোনার বাংলা ট্রেনের মাধ্যমে কম সময়ে ঢাকা টু চট্রগ্রাম যাতায়াত করা যায়। 

আপনারা যারা ঢাকা টু চট্রগ্রাম  বা চট্রগ্রাম  টু ঢাকা রুটে যাত্রা করতে চান কিন্তুু জানেননা কবে  সোনার বাংলা ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকে তাদের জন্য থাকছে আমাদের আজকের আর্টিকেল।

আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় হচ্ছে সোনার বাংলা ট্রেনের সাপ্তাহিক বন্ধ,

সোনার বাংলা ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা, সোনার বাংলা ট্রেনের যাত্রা বিরতির সময়সূচি, সোনার বাংলা ট্রেনের টিকিট কাটার পদ্ধতি, সুযোগ সুবিধা, সোনার বাংলা  ট্রেনে যোগাযোগ ইত্যাদি।

sonar-bangla-express-weekly-off-day

 

সোনার বাংলা ট্রেনের সাপ্তাহিক বন্ধ

সোনার বাংলা ট্রেনের সাপ্তাহিক বন্ধ বুধবার। পূর্বে সোনার বাংলা ট্রেনের সাপ্তাহিক ছুটি ছিলো মঙ্গলবার ও বুধবার। পরবর্তীতে মঙ্গলবারের ছুটি বাতিল করা হয়।

ছুটির দিন ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন এই ট্রেন ঢাকা-চট্টগ্রাম রুটে নিয়মিত চলাচল করে। অনেক সময় দূর্ঘটনাটা জনিত কারনে ও বৈরি আবহাওয়ার কারনে সোনার বাংলা ট্রেন বন্ধ থাকে।

তবে ট্রেন চলাচল না করলে তা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়।

সোনার বাংলা ট্রেনের সময়সূচী

বাংলাদেশ রেলওয়ের সময়সূচি অনুযায়ী সোনার বাংলা ট্রেন নির্দিষ্ট সময় প্রস্থান করে তার গন্তব্যে পৌছায়। মাঝে মাঝে হয়তো কোন কারন বশত দেরি হতে পারে।

সোনার বাংলা যেহেতু বিরতিহীন ট্রেন তাই অতি দ্রুতই এটি তার গন্তব্যে পৌছাতে সক্ষম হয়।নিচে ঢাকা- চট্টগ্রাম রুটে চলাচলকারী সোনার বাংলা ট্রেনের সময়সূচি দেওয়া হলো:

ট্রেনের নাম্বার উৎস প্রস্থান  গন্তব্য প্রবেশ
৭৮৭ চট্রগ্রাম  ১৭:০০ ঢাকা কমলাপুর  ২২:১০
৭৮৮ ঢাকা কমলাপুর  ০৭:০০ চট্টগ্রাম  ১২:১৫

সোনার বাংলা ভাড়ার তালিকা

বাংলাদেশ রেলওয়ে ১৫% ভ্যাট সহকারে সোনার বাংলা ট্রেনের টিকিট মূল্য নির্ধারণ করে দিয়েছেন যা নিম্নরূপ:

সিটের ধরন টিকিট মূল্য
এসি  সিট ১১০০ টাকা
শোভন চেয়ার ৬০০ টাকা
স্নিগ্ধা ১০০০ টাকা

সোনার বাংলা ট্রেনের যাত্রা বিরতির সময়সূচি 

সোনার বাংলা ট্রেন বিরতিহীন ট্রেন হলেও এটি কেবলমাত্র ঢাকা বিমানবন্দর স্টেশনে বিরতি দেয়। নিচে বিরতির সময় দেওয়া হলো:

স্টেশনের নাম চট্টগ্রাম থেকে(৭৮৭) ঢাকা থেকে(৭৮৮)
বিমানবন্দর  ২১:৪০ ০৭:২২

সোনার বাংলা ট্রেনের টিকিট কাটার পদ্ধতি 

সোনার বাংলা ট্রেনের টিকিট অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতে কাটা যায়।নিচে তার বর্ননা দেওয়া হলো:

অনলাইন: অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে ডুকে নিজের পছন্দসই সিটের জন্য টিকিট কাটা যায়।

অফলাইন: চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ও ঢাকা কমলাপুর রেলস্টেশ থেকে সরাসরি টিকিট কাটা যায়।

সুযোগ সুবিধা 

সোনার বাংলা ট্রেনে যাত্রীদের জন্য রয়েছে কিছু সুযোগ সুবিধা যা নিম্নরূপ:

***খাবার সুব্যবস্থা 

*** নামাজের স্থান 

***ওয়াসরুম

*** ভাল সুরক্ষা ব্যবস্থা

সোনার বাংলা ট্রেনে যোগাযোগ 

ফোন:+880-2-9335522

ওয়েবসাইট: railapp.railway.gov.bd

শেষ কথা

আমাদের অনেকের নিজেদের প্রয়োজনে ঢাকা টু চট্রগ্রাম এবং চট্রগ্রাম  টু ঢাকা ট্রেনে যাতায়াত করতে করতে হয়। কিন্তু আমরা অনেকেই জানিনা ঢাকা – চট্টগ্রাম  রুটে চলাচলকারী ট্রেন নং ৭৮৭ ও ৭৮৮ সাপ্তাহের কোন দিন বন্ধ থাকে।

এতে অনেক অসুবিধায় পড়তে হয়। এই অসুবিধা দূর করতে আমাদের আজকের আর্টিকেল।

আমাদের আজকের আর্টিকেলে তুলে ধরা হয়েছে সোনার বাংল ট্রেন ৷ সম্পর্কিত যাবতীয় সব তথ্য।আমাদের সবোর্চ্চ প্রচেষ্টা ছিল সঠিক তথ্য সঠিক ভাবে আপনাদের কাছে পৌছে দেওয়া।

এরপরও যদি সোনার বাংলা ট্রেনের সাপ্তাহিক বন্ধ নিয়ে আপনাদের কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সাধ্যমতো সঠিক তথ্য দিয়ে আপনাদের সহায়তা করবো। ধন্যবাদ। 

আরও জানুনঃ

DISCLAIMER

এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।

 Facebook Group এ আমাদের কে ফলো করুন  Follow Us
 Facebook Page এ লাইক দিয়ে ‍যুক্ত হন  Follow Us
 Twitter এ আমাদের কে ফলো করুন  Follow Us
 WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন  Follow Us
 Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন  Follow Us
 YouTube Channel এ আমাদের কে ফলো করুন  Follow Us 
 Quora তে আমাদের কে ফলো করুন-  Follow Us
 Pinterest এ আমাদের কে ফলো করুন-  Follow Us
 Instagram এ আমাদের কে ফলো করুন  Follow Us
 Web Stories এ আমাদের কে ফলো করুন  Follow Us
 TikTok চ্যানেল ফলো করে রাখুন  Follow Us
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন
 Follow Us

Leave a Comment