বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়। ঢাকা থেকে মোহনগঞ্জ অব্দি ট্রেনটির ১৩০ মাইল বা ২১০ কিলোমিটার পথ পাড়ি দিতে মাত্র ৬ ঘন্টা সময় লাগে।মোহনগঞ্জল এক্সপ্রেস ট্রেন নং ৭৮৯ ও ৭৯০ ঢাকা টু মোহনগঞ্জ রুটে চলাচল করে।
আপনারা যারা ঢাকা টু মোহনগঞ্জ বা মোহনগঞ্জ টু ঢাকা রুটে যাত্রা করতে চান কিন্তুু জানেননা কবে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকে তাদের জন্য থাকছে আমাদের আজকের আর্টিকেল।
আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির সময়সূচি, সুযোগ সুবিধা ,মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে যোগাযোগ ইত্যাদি।
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সপ্তাহে ছয় দিন মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মোহনগঞ্জ থেকে সপ্তাহের ছয় দিন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে।
মোহনগঞ্জ এক্সপ্রেস ৭৮৯ ও ৭৯০ নামক দুটি ট্রেন এখানে চলাচল করে।কিন্তু মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ শুক্রবার। এদিন ট্রেন চলাচলা পুরোপুরি বন্ধ থাকে।
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন নং ৭৮৯ ও ৭৯০ নামে পরিচিত। ট্রেনটি শুক্রবার ব্যাতীত সপ্তাহে ছয় দিন ঢাকা টু মোহনগঞ্জ রুটে চলাচল করে। ট্রেনটি ঢাকা থেকে দুপুর ১টা ১৫ মিনিটে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় এবং মোহনগঞ্জ পৌঁছায় সন্ধ্যা ৭টায়।
একই দিনে মোহনগঞ্জ থেকে রাত ১১ টায় ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং ঢাকা পৌছায় ভোর ৫টায়।নিচে সংক্ষিপ্ত আকারে সময়সূচি তুলে ধরা হলো :
ট্রেনের নাম্বার | উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ |
৭৯০ | মোহনগঞ্জ | রাত ১১ টা | ঢাকা কমলাপুর | সকাল পাঁচ টা |
৭৮৯ | ঢাকা কমলাপুর | দুপুর ১ টা ১৫ মিনিট | মোহনগঞ্জ | সন্ধ্যা সাত টা |
ভাড়ার তালিকা
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভাড়া ১৫% ভ্যাট সহকারে কার্যকর করা হয়েছে।নিচে সিট অনুযায়ী ভাড়ার তালিকা দেওয়া হলো:
সিটের ধরন | টিকিট মূল্য |
এসি বার্থ | ৪৯০ |
প্রথম শ্রেণীর সিট | ৪২৬ |
শোভন চেয়ার | ২২০ |
শোভন | ১৮৫ |
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির সময়সূচি
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন যাত্রাপথে ৮ জায়গায় বিরতি দেয়।নিচে কোন স্টেশনে কখন বিরতি দেয় তার একটি তালিকা দেওয়া হলো :
স্টেশনের নাম | ঢাকা থেকে (৭৮৯) | মোহনগঞ্জ থেকে (৭৯০) |
---|---|---|
বিমানবন্দর | ১৩ঃ৩৮ | ৪ঃ২০ |
গফরগাঁও | ১৪ঃ৫৫ | ২ঃ৫২ |
ময়মনসিংহ | ১৫ঃ৩৮ | ১ঃ৪৫ |
গৌরীপুর | ১৬ঃ২৩ | ০০ঃ৩২ |
শ্যামগঞ্জ | ১৬ঃ৩৮ | ১২ঃ১৫ |
নেত্রকোনা | ১৭ঃ০২ | ২৩ঃ৫০ |
ঠাকুরগাঁও | ১৭ঃ২১ | ২৩ঃ২৭ |
বারহাট্টা | ১৭ঃ২৫ | ২৩ঃ১৬ |
সুযোগ সুবিধা
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের কিছু উল্লেখযোগ্য সুযোগ সুবিধা রয়েছে।নিচে সুযোগ সুবিধাগুলো দেওয়া হলো:
**অনলাইন টিকিট
**আসন বিন্যাস
**ঘুমানোর ব্যবস্থা
**খাদ্য সুবিধা
**মালপত্রের সুবিধা
** নামাজের সুব্যস্থা
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে যোগাযোগ
ফোন:01930-433484
ওয়েবসাইট: mohangonjexpress.bd.com
শেষ কথা
আমাদের অনেকের নিজেদের প্রয়োজনে ঢাকা টু মোহনগঞ্জ এবং মোহনগঞ্জ টু ঢাকা ট্রেনে যাতায়াত করতে করতে হয়।কিন্তু আমরা অনেকেই জানিনা ঢাকা – মোহনগঞ্জ রুটে চলাচলকারী ট্রেন ৭৮৯ ও ৭৯০ সাপ্তাহের কোন দিন বন্ধ থাকে।এতে অনেক অসুবিধায় পড়তে হয়।
এই অসুবিধা দূর করতেই আমাদের আজকের আর্টিকেল।আমাদের আজকের আর্টিকেলে তুলে ধরা হয়েছে যাবতীয় সব তথ্য।আমাদের সবোর্চ্চ প্রচেষ্টা ছিল সঠিক তথ্য সঠিক ভাবে আপনাদের কাছে পৌছে দেওয়া।
এরপরও যদি মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ নিয়ে আপনাদের কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।আমরা সাধ্যমতো সঠিক তথ্য দিয়ে আপনাদের সহায়তা করবো।ধন্যবাদ।
আরও জানুনঃ
- সোমবার ঢাকার কোন মার্কেট বন্ধ থাকে
- বুধবার ঢাকার কোন কোন মার্কেট বন্ধ থাকে
- রবিবার ঢাকার কোন কোন মার্কেট বন্ধ থাকে
- বৃহস্পতিবার ঢাকার কোন কোন মার্কেট বন্ধ থাকে
- শুক্রবার কোন কোন মার্কেট বন্ধ থাকে
- যমুনা ফিউচার পার্ক বন্ধের দিন
- বসুন্ধরা শপিং মল বন্ধের দিন
- লালবাগ কেল্লা সাপ্তাহিক বন্ধ
DISCLAIMER
এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।
Facebook Group এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Facebook Page এ লাইক দিয়ে যুক্ত হন | Follow Us |
Twitter এ আমাদের কে ফলো করুন | Follow Us |
WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
YouTube Channel এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Quora তে আমাদের কে ফলো করুন- | Follow Us |
Pinterest এ আমাদের কে ফলো করুন- | Follow Us |
Instagram এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Web Stories এ আমাদের কে ফলো করুন | Follow Us |
TikTok চ্যানেল ফলো করে রাখুন | Follow Us |
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |