কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা ও কুড়িগ্রাম জেলার মধ্যে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন। ২০২০ সালের ১৬ই অক্টোবর ট্রেনটি উদ্বোধন করা হয়।কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথে নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও রংপুর জেলাকে সংযুক্ত করেছে। ঢাকা থেকে কুড়িগ্রাম যেতে বাস ভাড়া ট্রেন ভাড়ার দ্বিগুন। তাই এই রুটে চলাচলকারী যাত্রীগন বাসের থেকে ট্রেনে চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
আপনারা যারা ঢাকা টু কুড়িগ্রাম বা কুড়িগ্রাম টু ঢাকা রুটে যাত্রা করতে চান কিন্তুু জানেননা কবে কুড়িগ্রাম এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ থাকে তাদের জন্য থাকছে আমাদের আজকের আর্টিকেল।আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।
আমাদের আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ,কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির সময়সূচি,সুযোগ সুবিধা, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে যোগাযোগ ইত্যাদি।
কুড়িগ্রাম এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কোন সমস্যা ব্যাতীত সপ্তাহের ছয়দিন ঢাকা কুড়িগ্রাম রুটে চলাচল করে। কুড়িগ্রাম এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ বুধবার।এদিন ব্যতীত সপ্তাহের অনান্য দিন ট্রেনটি ঢাকা কুড়িগ্রাম রুটে চলাচল করে। বিরূপ আবহাওয়া,দূর্ঘটনা ও হরতাল জনিত কারনে অনেক সময় ট্রেন চলাচল বন্ধ থাকে।
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী দেওয়া হলো:
ট্রেনের নাম্বার | উৎস | প্রস্থান | গন্তব্য |
৭৯৭ | ঢাকা কমলাপুর | ২০:৪৫ | কুড়িগ্রাম |
৭৯৮ | কুড়িগ্রাম | ০৭:১৫ | ঢাকা কমলাপুর |
কুড়িগ্রাম এক্সপ্রেস ভাড়ার তালিকা
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে সিটের ধরন অনুযায়ী ভাড়া নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নিচে সিট অনুযায়ী ভাড়ার তালিকা দেওয়া হলো:
সিটের ধরন | টিকিট মূল্য |
এসি বার্থ | ১৫৭৫ টাকা |
প্রথম শ্রেণীর সিট | ১০১৫ টাকা |
শোভন চেয়ার | ৫১০ টাকা |
এসি সিট | ১০১০ টাকা |
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির সময়সূচি
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন ঢাকা – কুড়িগ্রাম রুটে যাওয়া ও আসার সময় মোট ৮ জায়গায় নির্দিষ্ট সময়ে বিরতি দেয়। নিচে বিরতীর সময়সূচী দেওয়া হলো:
ঢাকা থেকে কুড়িগ্রাম রুট এর বিরতি স্থান ও সময়সূচী
স্টেশনের নাম | বিরতির সময় |
বিমানবন্দর | ২১:১৩ |
মাধবনগর | ০১:৩৪ |
সান্তাহার | ০২:২০ |
জয়পুরহাট | ০২:৫৭ |
পার্বতীপুর | ০৪:১৫ |
বদরগঞ্জ | ০৪:৩৫ |
রংপুর | ০৫:০৬ |
কাউনিয়া | ০৫:৩০ |
কুড়িগ্রাম থেকে ঢাকা রুট এর বিরতি স্থান ও সময়সূচী:
স্টেশনের নাম | বিরতির সময় |
কাউনিয়া | ০৮:০০ |
রংপুর | ০৮:৩০ |
বদরগঞ্জ | ০৯:০০ |
পার্বতীপুর | ০৯:৪৫ |
জয়পুরহাট | ১০:৪৬ |
সান্তাহার | ১১:২৫ |
মাধবনগর | ১২:০৩ |
নাটোর | ১২:২০ |
সুযোগ সুবিধা
**সুনির্দিষ্ট আসন বিন্যাস
**ঘুমানোর ব্যবস্থা
**খাবারের সুব্যবস্থা
**জিনিসপত্র রাখার জন্য ওভারহেড র্যাক
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে যোগাযোগ
ফোন:029335522
মোবাইল নম্বর :01730-060152
ওয়েবসাইট: www.railway ticket bd
কুড়িগ্রাম এক্সপ্রেস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন:কুড়িগ্রাম এক্সপ্রেস কমলাপুর থেকে কখন ছাড়ে?
উত্তর: রাত ৮টা ৪৫ মিনিটে।
প্রশ্ন: কুড়িগ্রাম এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ কবে?
উত্তর: বুধবার।
শেষকথা
আমাদের অনেকের নিজেদের প্রয়োজনে ঢাকা টু কুড়িগ্রাম এবং কুড়িগ্রাম টু ঢাকা ট্রেনে যাতায়াত করতে করতে হয়। কিন্তু আমরা অনেকেই জানিনা ঢাকা – কুড়িগ্রাম রুটে চলাচলকারী ট্রেন ৭৯৭ ও ৭৯৮ সাপ্তাহের কোন দিন বন্ধ থাকে। এতে অনেক অসুবিধায় পড়তে হয়।
এই অসুবিধা দূর করতেই আমাদের আজকের আর্টিকেল।আমাদের আজকের আর্টিকেলে তুলে ধরা হয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সম্পর্কে যাবতীয় সব তথ্য। আমাদের সবোর্চ্চ প্রচেষ্টা ছিল সঠিক তথ্য সঠিক ভাবে আপনাদের কাছে পৌছে দেওয়া।
এরপরও যদি কুড়িগ্রাম এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ নিয়ে আপনাদের কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সাধ্যমতো সঠিক তথ্য দিয়ে আপনাদের সহায়তা করবো। ধন্যবাদ।
আরও জানুনঃ
- সুবর্ণ এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধের দিন
- মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ
- হাওর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ
- বৃহস্পতিবার ঢাকার কোন কোন মার্কেট বন্ধ থাকে
- শুক্রবার কোন কোন মার্কেট বন্ধ থাকে
- যমুনা ফিউচার পার্ক বন্ধের দিন
- বসুন্ধরা শপিং মল বন্ধের দিন
- লালবাগ কেল্লা সাপ্তাহিক বন্ধ
DISCLAIMER
এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।
Facebook Group এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Facebook Page এ লাইক দিয়ে যুক্ত হন | Follow Us |
Twitter এ আমাদের কে ফলো করুন | Follow Us |
WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
YouTube Channel এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Quora তে আমাদের কে ফলো করুন- | Follow Us |
Pinterest এ আমাদের কে ফলো করুন- | Follow Us |
Instagram এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Web Stories এ আমাদের কে ফলো করুন | Follow Us |
TikTok চ্যানেল ফলো করে রাখুন | Follow Us |
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |