বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স (মোবাইল দোকান, কোথায় অবস্থিত, ভাড়া, ম্যাপ)

বসুন্ধরা সিটি  বাংলাদেশের অন্যতম বৃহত্তম শপিং মল। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই শপিং মলে ২৩২৫ টি দোকান রয়েছে।এসব দোকানে ক্রেতা তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন রকম পন্য পাবে।

২০০৪ সালে বসুন্ধরা গ্রুপ এই শপিং মল উদ্বোধন করেন।সেই থেকে ক্রেতারা বসুন্ধরা সিটিতে শপিং করে স্বাচ্ছন্দ্য বোধ করে আসছেন।তবে যারা এখনো বসুন্ধরা সিটি শপিং মল সম্পর্কে বিস্তারিত জানেনা

তাদের সুবিধার্থে আমাদের আজকের আর্টিকেলে বসুন্ধরা সিটি সাপ্তাহিক বন্ধ, বসুন্ধরা সিটির অবস্থান, বসুন্ধরা সিটিতে  কি কি রয়েছে,কিভাবে যাবেন,বসুন্ধরা সিটির সুবিধা ও অসুবিধা, যোগাযোগ ইত্যাদি বিষয় সম্পর্কে জানবো। আশা করি আপনাদের উপকারে আসবে।

bashundhara city shopping complex

বসুন্ধরা সিটির বিস্তারিত বর্ননা

বসুন্ধরা সিটি হল  ২১ তলা বিশিষ্ট  কমপ্লেক্স যার ১৯১২০০ বর্গফুট এলাকা জুড়ে রয়েছে ৮টি তলা বিশিষ্ট  বিপণী বিতান,  8 তলা বিশিষ্ট পডিয়াম সমন্বিত রিটেল স্পেস, মেগা স্টোর, থিম পার্ক, সিনেমা এবং ফুড কোর্ট।

বসুন্ধরা সিটির ১৯ তলা টাওয়ার অংশ, ৭ তলা ব্র্যান্ড শপ,১১তলায় রয়েছে  থিম পার্ক সহ আধুনিক গেমিং জোন।

আরও জানুন: বসুন্ধরা শপিং মল বন্ধের দিন

বসুন্ধরা সিটি মোবাইল মার্কেট

বসুন্ধরা সিটি বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল হিসেবে পরিচিত। এই মলে মোবাইল ফোন কেনাকাটা করার জন্য একটি বিশেষ জায়গা বরাদ্দ রয়েছে, যা মোবাইল মার্কেট নামে পরিচিত। বসুন্ধরা সিটি মোবাইল মার্কেট নিয়ে কিছু বেপার শেয়ার করা হল।

  • বিভিন্ন ব্র্যান্ড: স্যামসাং, অ্যাপল, ওয়ানপ্লাস, শাওমি, রিয়েলমি সহ প্রায় সকল জনপ্রিয় মোবাইল ব্র্যান্ডের ফোনই এখানে পাওয়া যায়।
  • নতুন মডেল: নতুন মডেলের ফোন সবচেয়ে আগে এখানে আসে।
  • অফিসিয়াল ডিলার: অধিকাংশ দোকানই কোম্পানির অফিসিয়াল ডিলার হওয়ায় পণ্যের গ্যারান্টি থাকে।
  • তুলনা করার সুযোগ: একই জায়গায় বিভিন্ন মডেলের ফোন একসাথে দেখে তুলনা করার সুবিধা।
  • এক্সেসরিজ: মোবাইল ফোনের জন্য প্রয়োজনীয় সকল ধরনের এক্সেসরিজও এখানে পাওয়া যায়।
  • মেরামত সুবিধা: অনেক দোকানেই মোবাইল মেরামতের সুবিধা রয়েছে।

বসুন্ধরা সিটি সাপ্তাহিক বন্ধ

রাজধানী ঢাকার প্রতিটি মার্কেটই পালাক্রমে সপ্তাহের যেকোন একদিন বন্ধ রাখা হয়।সাধারণত  ব্যস্ত নগরী ঢাকার যানজট এড়াতে মালিক সমিতি এই পদ্ধতি অবলম্বন করেন।যাতে ক্রেতাগন স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন।

বসুন্ধরা সিটি সাপ্তাহিক বন্ধ রাখা হয় মঙ্গলবার ও বুধবার।তবে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ হলেও বুধবার অর্ধ দিবস বন্ধ রাখা হয় । বন্ধের দিন কোন ক্রেতা মার্কেটে গেলে তাকে হতাশ হয়ে ফিরে আসতে হবে।

তাই ছুটির দিন ব্যতীত অন্য যেকোন দিন আপনি বসুন্ধরা সিটিতে গেলে শপিং সহ সব ধরনের সুযোগ সুবিধা পাবেন।

বসুন্ধরা সিটি গুরুত্বপূর্ণ তথ্য

বসুন্ধরা সিটি চলাকালীন  সময়: বসুন্ধরা  সিটি সাপ্তাহিক বন্ধ ব্যতীত সকাল ১০টা থেকে রাত ৮ টা অব্দি খোলা থাকে।তবে বিভিন্ন উৎসব যেমন ঈদ,কুরবানি ও পূজার  সময় সূচির পরিবর্তন হয়।

বুধবারে  বসুন্ধরা সিটির কর্মদিবস: বুধবারে  বসুন্ধরা সিটি অর্ধকর্মদিবস বন্ধ থাকে বাকি সময় ক্রেতারা কেনা কাটা,গেমিং,সিনেমা দেখা সহ সব ধরনের কাজ  করতে পারে।

অনাকাঙ্ক্ষিত ঘটনা: অনেক সময় কোন দূর্ঘটনা জনিত কারনে বসুন্ধরা  সিটি বন্ধ ঘোষনা করা হয়।

২০০৯ সালের ১৩ই মার্চ বসুন্ধরা সিটি ভবনে  ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ তলা ভবনের ১৩ থেকে ১৮ তলা পুড়ে যায় ও ব্যাপক ক্ষয়ক্ষতি  হয়। এতে  ৭ জন নিহত হয় এবং প্রায়  অর্ধশতাধিক লোক আহত হয়।

ধর্মীয় অনুষ্ঠান: ঈদ,কুরবানি ও পূজার সময় অনেক সময় বসুন্ধরা সিটি বন্ধ থাকে।তবে তা অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়।

বসুন্ধরা সিটি কোথায় অবস্থিত

বাংলাদেশের রাজধানী ঢাকার পান্থপথে কাওরান বাজারের নিকটে বসুন্ধরা সিটি অবস্থিত।

bashundhara city shopping complex off day Map

বসুন্ধরা সিটিতে দোকান ভাড়া

বসুন্ধরা সিটিতে দোকান ভাড়ার বিষয়টি অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে যেমন দোকানের অবস্থান, সাইজ, এবং সেন্টারের বিভিন্ন নীতিমালা। সাধারণত, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ঢাকার একটি প্রখ্যাত শপিং মল, এবং এখানে দোকান ভাড়ার দাম তুলনামূলকভাবে বেশি হতে পারে।

আপনি যদি বসুন্ধরা সিটিতে দোকান ভাড়া নিতে আগ্রহী হন, তাহলে সরাসরি বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সবচেয়ে ভালো। তারা আপনাকে বর্তমান ভাড়ার হার, শর্তাবলী, এবং অন্যান্য বিস্তারিত তথ্য প্রদান করতে পারবে।

অনলাইনে বসুন্ধরা সিটির অফিসিয়াল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেজেও এ সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে। এছাড়া, আপনি স্থানীয় রিয়েল এস্টেট এজেন্টদের সাথেও যোগাযোগ করতে পারেন, যারা এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য দিতে সক্ষম হতে পারেন।

বসুন্ধরা সিটিতে দোকান ভাড়ার কিছু সাধারণ তথ্য:

স্টোরের অবস্থান:

    • গ্রাউন্ড ফ্লোর: সাধারণত বেশি ভাড়া হয় কারণ এখানে অধিক ট্রাফিক থাকে।
    • মিডল ফ্লোর: তুলনামূলকভাবে মধ্যম ভাড়া।
    • টপ ফ্লোর: সাধারনত কম ভাড়া হতে পারে।

দোকানের আকার:

    • ছোট দোকান (৫০০-১০০০ বর্গফুট): ভাড়া তুলনামূলকভাবে কম।
    • মাঝারি আকারের দোকান (১০০০-২০০০ বর্গফুট): মধ্যম ভাড়া।
    • বড় দোকান (২০০০+ বর্গফুট): বেশি ভাড়া।

অতিরিক্ত সুবিধা:

    • পার্কিং স্পেস, সার্ভিস চার্জ, নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদির জন্য অতিরিক্ত খরচ হতে পারে।

সাধারণ ভাড়া পরিসীমা:

  • গ্রাউন্ড ফ্লোর: প্রতি বর্গফুট ২০০০-৩০০০ টাকা (শুধুমাত্র ধারণা, সঠিক তথ্যের জন্য নিশ্চিত করতে হবে)
  • মিডল ফ্লোর: প্রতি বর্গফুট ১৫০০-২৫০০ টাকা
  • টপ ফ্লোর: প্রতি বর্গফুট ১০০০-২০০০ টাকা

এটি একটি সাধারণ ধারণা এবং সঠিক ভাড়া জানতে আপনাকে বসুন্ধরা সিটির ম্যানেজমেন্ট বা রিয়েল এস্টেট এজেন্টের সাথে যোগাযোগ করতে হবে।

বসুন্ধরা সিটিতে কিভাবে যাবেন

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসলেই আপনি বসুন্ধরা সিটিতে পৌছাতে পারবেন। ঢাকা এসে আপনি রিকশা, বাস, সিএনজি বা ব্যক্তিগত গাড়ি করে কাওরান বাজার আসলেই বহুতল বিশিষ্ট বসুন্ধরা সিটি দেখতে পাবেন।

বসুন্ধরা সিটিতে কি কি পাওয়া যায়

বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল বসুন্ধরা সিটিতে আপনি প্রায় সবকিছুই পাবেন। খাবার, পোশাক, ইলেক্ট্রনিক্স, বই, জুতা, সৌন্দর্য সামগ্রী, এবং এমনকি বিনোদনের জন্যও আছে নানা সুযোগ। নিচে টেবিল এ উল্লেখ করা হল বসুন্ধরা সিটিতে কি কি পাওয়া যায়

পন্য  বর্ননা
পোশাক  বসুন্ধরা সিটিতে ক্রেতারা ব্রান্ড ও ননব্রান্ড সব ধরনের পোশাক পাবেন।
জুয়েলারি  হিরা,স্বর্ন,রূপা,মেটাল,এনটিক,মাটি সহ সব ধরনের গহনা পাওয়া যায়
ইলেকট্রনিকস  কম্পিউটার, মোবাইল থেকে শুরু করে টিভি,ফ্রিজ,এসি সহ সকল ধরনের ইলেকট্রনিকস এর জিনিসপত্র পাওয়া যায়। 
আসবাবপত্র  ঘর সাজানোর বিভিন্ন আসবাব পত্র  যেমন সোফা,ক্যান্ডেল লাইট,শোবিজ সহ আরও অনেক পন্যের দোকান আছে বসুন্ধরা সিটিতে। 
কসমেটিকস  ছেলে ও মেয়ে উভয়ের সকল ধরনের কসমেটিকস পাওয়া যায়।
গৃহস্থালি জিনিসপত্র  গৃহস্থালি জিনিস যেমন সিরামিক, কাচ,স্টিল, স্টেইনলেস স্টিলের জিনিস পত্র পছন্দ মত পাওয়া যায়।
বাচ্চাদের খেলনা বসুন্ধরা সিটিতে রয়েছে টয় শপ যেখানে বাচ্চাদের সব রকমের খেলনা পাওয়া যায়।

 

বসুন্ধরা সিটির সুবিধা অসুবিধা 

বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল হিসেবে বসুন্ধরা সিটির জনপ্রিয়তা অপরিসীম। তবে, যেকোনো বড় প্রতিষ্ঠানের মতো এখানেও কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক:

বসুন্ধরা কমপ্লেক্স সুবিধা :

  • গাড়ি পার্কিং 
  • গেমিং জোন
  • রেস্টুরেন্ট
  • সিনেমা হল
  • পার্লার

বসুন্ধরা কমপ্লেক্স অসুবিধা :

  • উৎসবের সময় অত্যধিক ভিড়
  • এক্সট্রা ভ্যাট

বসুন্ধরা কমপ্লেক্স যোগাযোগ 

ফোন :+880-2-9141541-50

ইমেইল: [email protected]

ওয়েবসাইট: www.bashundharacity.com

বসুন্ধরা সিটি সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: বসুন্ধরা সিটি সাপ্তাহিক বন্ধ কবে?

উত্তর:মঙ্গলবার  পূর্নদিবস,বুধবার অর্ধদিবস বন্ধ থাকে।

প্রশ্ন: বসুন্ধরা সিটি কে ডিজাইন করেন?

উত্তর:মোহাম্মদ ফয়েস উল্লাহ এবং ভিস্তারার মোস্তফা খালিদ পলাশ।

প্রশ্ন: বসুন্ধরা সিটি কত তলা?

উত্তর: ২১ তলা।

প্রশ্ন: বসুন্ধরা সিটির মালিক কে?

উত্তর:বসুন্ধরা গ্রুপ। 

প্রশ্ন: বসুন্ধরা সিটিতে গাড়ি পার্কিং ব্যাবস্থা আছে কি?

উত্তর:হ্যা।

শেষকথা

এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শপিংমল হচ্ছে বসুন্ধরা সিটি। এখানে রয়েছে শপিং সুবিধার পাশাপাশি সিনেমা হল,সুপার শপ,গেমিং জোন,বাচ্চাদের বিনোদনের সুব্যবস্থা।

তাই একবারে সব ধরনের জিনিসপত্র কেনা কাটা করতে চাইলে আপনি চলে আসতে পারেন বসুন্ধরা সিটিতে। কিন্তু বসুন্ধরা সিটি সাপ্তাহিক বন্ধ যেদিন সেদিন আসলে ফিরে যেতে হবে।

তাইতো আপনাদের সুবিধার জন্য তুলে ধরা হয়েছে যাবতীয় সব তথ্য।আমাদের সবোর্চ্চ প্রচেষ্টা ছিল আজকের আর্টিকেলে সঠিক তথ্য সঠিক ভাবে আপনাদের কাছে পৌছে দেওয়া।

এরপরও যদি বসুন্ধরা সিটি  সাপ্তাহিক বন্ধ নিয়ে আপনাদের কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।আমরা সাধ্যমতো সঠিক তথ্য দিয়ে আপনাদের সহায়তা করবো।ধন্যবাদ বসুন্ধরা সিটি  সাপ্তাহিক বন্ধ নিয়ে আর্টিকেল টি পড়ার জন্য।

আরও জানুনঃ

DISCLAIMER

এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।

 Facebook Group এ আমাদের কে ফলো করুন  Follow Us
 Facebook Page এ লাইক দিয়ে ‍যুক্ত হন  Follow Us
 Twitter এ আমাদের কে ফলো করুন  Follow Us
 WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন  Follow Us
 Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন  Follow Us
 YouTube Channel এ আমাদের কে ফলো করুন  Follow Us 
 Quora তে আমাদের কে ফলো করুন-  Follow Us
 Pinterest এ আমাদের কে ফলো করুন-  Follow Us
 Instagram এ আমাদের কে ফলো করুন  Follow Us
 Web Stories এ আমাদের কে ফলো করুন  Follow Us
 TikTok চ্যানেল ফলো করে রাখুন  Follow Us
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন
 Follow Us

 

Leave a Comment