আজিজ সুপার মার্কেট সাপ্তাহিক বন্ধ | খোলা এবং বন্ধ হবার সময়সূচি 

আজিজ সুপার মার্কেট! বেশ জনপ্রিয় একটি মার্কেট বাংলাদেশীদের জন্য। বিশেষ করে যারা বড় বড় মার্কেটে ঘুরে ঘুরে শপিং করতে চায় তাদের জন্যে এই আজিজ সুপার মার্কেট হতে পারে বেস্ট অপশন। তবে নতুন যারা এই মার্কেট থেকে শপিং করার কথা ভাবছেন তাদের দরকার একটি পরিপূর্ণ গাইডলাইন। 

যেখানে আজিজ সুপার মার্কেট থেকে শপিং করার জন্য প্রয়োজনীয় সকল তথ্য দেওয়া হবে। সে কথা মাথায় রেখে সাজানো হয়েছে আমাদের আজকের এই লেখাটি।

যেখানে থাকছে আজিজ সুপার মার্কেট সাপ্তাহিক বন্ধ, আজিজ সুপার মার্কেট লোকেশন, আজিজ সুপার মার্কেট কখন খোলা থাকে ইত্যাদি নিয়ে বিরাট তথ্য ভান্ডার। সুতরাং সাথেই থাকুন৷ 

aziz super market off day

আজিজ সুপার মার্কেট সাপ্তাহিক বন্ধ

এবার আসি আজকের এই লেখাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থ্যাৎ আজিজ সুপার মার্কেট সাপ্তাহিক বন্ধের ব্যাপারে। যেহেতু ঢাকা শহরে বেশ কর্ম ব্যস্ত একটি শহর৷ তাই কতৃপক্ষ প্রায় প্রতিটি মার্কেটকেই সপ্তাহে ১ দিন করে বন্ধ রাখার ব্যবস্থা করেছে। 

আজিজ সুপার মার্কেটের ক্ষেত্রেও তার ব্যাতিক্রম ঘটেনি। মূলত আজিজ সুপার মার্কেট সাপ্তাহিক বন্ধ এর সংখ্যা হলো ১ দিন অর্থ্যাৎ মঙ্গলবার।

অর্থ্যাৎ প্রতি মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি যেকোনো দিন আপনি আজিজ সুপার মার্কেটে গেলে নিশ্চিন্তে পছন্দ অনুযায়ী কেনাকাটা সেরে নিতে পারবেন। 

আজিজ সুপার মার্কেট সাপ্তাহিক বন্ধ হল মঙ্গলবার

আজিজ সুপার মার্কেট কবে বন্ধ থাকে? 

আজিজ সুপার মার্কেট মূলত প্রতি সপ্তাহে ১ দিন করে বন্ধ থাকে। আপনি যদি আজিজ সুপার মার্কেট প্রতি সপ্তাহের মঙ্গলবার দিন বন্ধ থাকে। সপ্তাহের বাকি ৬ দিন আপনি এই আজিজ সুপার মার্কেট খোলা পাবেন।

অন্যদিকে ২ ঈদের আগের দিন পর্যন্ত মার্কেটটিতে জমজমাট কেনা-বেচা হলেও প্রতি ঈদের ২ দিন করে মার্কেটটি জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়। 

বলে রাখা ভালো প্রতি ঈদেই এই মার্কেটটি বিভিন্ন এক্সক্লুসিভ ঈদ কালেকশনের ব্যবস্থা রাখে। আপনিও চাইলে বিভিন্ন সময়ে দেওয়া বিভিন্ন অফার আইটেম কিনতে পারেন শর্ট বাজেটে।

এক্ষেত্রে অবশ্যই আজিজ সুপার মার্কেট সাপ্তাহিক বন্ধ কোনদিন সেটি মাথায় রেখে তবেই মার্কেটে যাওয়ার সিদ্ধান্ত নেবেন।

আরও জানুন: চকবাজার সাপ্তাহিক বন্ধ

আজিজ সুপার মার্কেট পরিচিতি ও ইতিহাস

শুরুতে আমরা জানবো আজিজ সুপার মার্কেট পরিচিতি ও ইতিহাস সম্পর্কে। মূলত এই জনপ্রিয় মার্কেটটি বই ও পোশাকের বড়সড় মার্কেট হিসাবে সারা ঢাকাশহরে বেশ জনপ্রিয়।

এই মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এখানে প্রায়ই সাহিত্যপ্রেমী ও তরুণ কবি-লেখকদের মিলনমেলা লক্ষ্য করা যায়। কারণ বইয়ের অনেক দোকান এই মার্কেটে ইতিমধ্যেই বেশ নামডাক কুড়িয়েছে। 

মূলত আজিজ সুপার মার্কেট জনপ্রিয়তা প্রায় দ্বিগুণ হয়ে উঠেছে দেশি-বিদেশি বইয়ের দোকানগুলোকে কেন্দ্র করে৷ জানা যায় এই মার্কেট যিনি তৈরি করেছিলেন সেই ভদ্রলোকের নাম আজিজুল ইসলাম। 

আজিজুল ইসলাম মূলত বায়নাসূত্রে মালিকানা নিয়ে এই শপিং কমপ্লেক্সটি তৈরি করেন। আরো জানা যায় ১৯৮১ সালে ৫ বিঘা জমির উপর তৈরি করা হয় এই মার্কেটটি। হিসাব করলে দেখা যায় নব্বইয়ের দশকের শুরুতে তৈরি হয়েছে এই জনপ্রিয় আজিজ সুপার মার্কেট। 

বর্তমানে ৬০টির অধিক বইয়ের দোকানসহ আজিজ সুপার মার্কেট বিশাল এড়িয়ে জুড়ে তাদের মার্কেটিংয়ের কাজ করছে, কেনাবেচা করছে, পূরণ করছে গ্রাহকদের চাহিদা। নিচের তলায় বেশিরভাগ বইয়ের দোকান লক্ষ্য করা গেলেও টি-শার্টের দোকান, কিংবা ফ্যাশন হাউসও পেয়ে যাবে মার্কেটটির উপরের তলায়।

যারা এখনই প্ল্যান করা সেরে ফেলেছেন তারা আজিজ সুপার মার্কেট সাপ্তাহিক বন্ধ সম্পর্কিত তথ্য জানতে আমাদের সাথে থাকুন। 

আজিজ সুপার মার্কেট কিভাবে যাবো? 

আজিজ সুপার মার্কেটের লোকেশন হলো ঢাকা শাহবাগ। সুতরাং ঢাকা জেলার শাহবাগ থানায় গেলে আজিজ সুপার মার্কেটগামী বিভিন্ন সিএনজি এবং রিকশা পাওয়া যাবে। আর যারা বাংলাদেশের অন্যান্য জেলা থেকে আজিজ সুপার মার্কেটে যেতে চান তাদের শুরুতে ঢাকা জেলায় পৌঁছাতে হবে। 

এক্ষেত্রে বাস, ট্রেন কিংবা প্ল্যানের ব্যবস্থাও রয়েছে। যেকোনো একটি বাছাই করে ঢাকা এবং ঢাকা থেকে শাহবাগে পৌঁছাতে পারলেই দেখা মিলবে জনপ্রিয় এবং বিশাল এই আজিজ সুপার মার্কেট। 

আজিজ সুপার মার্কেট খোলা ও বন্ধ হবার সময়সূচি 

ঢাকা শহর এমনকি বাংলাদেশের কোনো মার্কেটিই কিন্তু ২৪ ঘন্টায় ২৪ ঘন্টাই খোলা থাকে না। প্রতিটি মার্কেটেরই নির্দিষ্ট সময়সূচি রয়েছে। যা না জেনে মার্কেটে গেলে হয়তো আপনাকে ফেরতও আসতে হতে পারে।

এমন ঝামেলা থেকে বাঁচতে চলুন তবে এক নজরে জেনে নিই আজিজ সুপার মার্কেট খোলা ও বন্ধ হবার সময়সূচি: 

  • সোমবার: ৮:৩০AM–৯:০০PM
  • মঙ্গলবার: বন্ধ / Off Day 
  • বুধবার: ৮:৩০AM–৯:০০PM
  • বৃহস্পতিবার: ৮:৩০AM–৯:০০PM
  • শুক্রবার: ৮:৩০AM–৯:০০PM
  • শনিবার: ৮:৩০AM–৯:০০PM
  • রবিবার: ৮:৩০AM–৯:০০P

দেখে নিন: নীলক্ষেত বই মার্কেট সাপ্তাহিক বন্ধ কবে

আজিজ সুপার মার্কেটে কোথায় কি পাওয়া যায়? 

আজিজ সুপার মার্কেট সাপ্তাহিক বন্ধ সম্পর্কে তো জানলেন এবার চলুন জেনে নিই আজিজ সুপার মার্কেটে কোথায় কি পাওয়া যায় সে ব্যাপারে।

মূলত আজিজ সুপার মার্কেট সবচেয়ে বেশি জনপ্রিয় বইয়ের দোকানের জন্যে৷ সুতরাং এখানকার সিগনেচার প্রোডাক্ট হলো বইয়ের দোকান। বইয়ের পাশাপাশি আপনারা

এখানে পেয়ে যাবেন বড়দের ও ছোটদের রকমারি পোশাক যেমন পাঞ্জাবি, টি-শার্ট, মেয়েদো সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, আনস্টিচ ও ছোটদের ফতুয়া, পাঞ্জাবি, ফ্রকসহ বিভিন্ন টি শার্ট। 

বর্তমানে যেহেতু আজিজ সুপার মার্কেট অনলাইন শপিংয়ের ব্যবস্থা রেখেছে সেহেতু আপনি চাইলে এসব প্রোডাক্ট ঘরে বসেই অর্ডার করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্রও মাঝেমধ্যে পাওয়া যায় এই মার্কেটটিতে। 

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

১. আজিজ সুপার মার্কেট সাপ্তাহিক বন্ধ কোনদিন? 

আজিজ সুপার মার্কেট সাপ্তাহিক বন্ধ হরো সপ্তাহের ১ দিন অর্থ্যাৎ মঙ্গলবার। 

২. শহবাগে মঙ্গলবার কোন কোন মার্কেট বন্ধ থাকে? 

শহবাগে মঙ্গলবার বিভিন্ন  মার্কেট বন্ধ থাকে। এর মধ্যে আজিজ সুপার মার্কেটও অন্যতম। 

৩. আজিজ সুপার মার্কেট লোকেশন কোথায়?

আজিজ সুপার মার্কেট লোকেশন হলো শাহবাগ, ঢাকা। 

৪. আজিজ সুপার মার্কেট বই কিভাবে? 

আজিজ সুপার মার্কেট বই কিনতে সরাসরি মার্কেটে গিয়ে যোগাযোগ করুন কিংবা অনলাইন তাদের অফিসিয়াল পেইজ বা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করুন। 

৫. আজিজ সুপার মার্কেট থেকে কি ঘরে বসে কেনাকাটা করা যাবে? 

আজিজ সুপার মার্কেটের বিভিন্ন দোকান বর্তমানে অনলাইন সেলিং সার্ভিস দিচ্ছে। সুতরাং তাদের অফিসিয়াল পেইজ বা সাইট খুঁজে আপনিও অর্ডার দিতে পারেন।

ইতি কথা

আজিজ সুপার মার্কেট সাপ্তাহিক বন্ধ এবং পরিচিতিসহ যাবতীয় সকল তথ্য নিয়ে ছিলো আমাদের আজকের এই আলোচনা। আশা করি ভালো লেগেছে।

আজিজ সুপার মার্কেট শুরুতে বইপত্র কেনাবেচার জন্যে বেশ বিখ্যাত হলেও বর্তমানে বইয়ের পাশাপাশি এখানে অন্যান্য ভালো ভালো প্রোডাক্টও পাওয়া যাচ্ছে। যা আপনিও লিমিটেড বাজেটে কিনে নিতে পারেন৷ 

আরও জানুনঃ

Leave a Comment