শিশু মেলা শ্যামলী সাপ্তাহিক বন্ধ | সময়সূচী | টিকেট মূল্য, ইত্যাদি।

বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম বিনোদন কেন্দ্র হচ্ছে শিশু মেলা শ্যামলী।শ্যামলীতে অবস্থিত এই শিশু পার্কটি মূলত বেসরকারিভাবে নির্মিত একটি পার্ক।

জনপ্রিয় এই পার্কে পরিবার পরিজন,বন্ধু -বান্ধব ও বাচ্চাদের নিয়ে আনন্দের সময় কাটানো যায়।তবে অনেকেই শ্যামলী শিশু মেলা সম্পর্কে বিস্তারিত জানেনা না এমনকি কোন দিন বন্ধ বা খোলা থাকে এই নিয়ে অনেক অসুবিধায় পড়তে হয়।

তাদের জন্য আমাদের আজকের আর্টিকেল থাকছে শিশু মেলা শ্যামলী সাপ্তাহিক বন্ধ,শিশু মেলা শ্যামলীতে কি কি রয়েছে,শিশু মেলা শ্যামলীর প্রধান আকর্ষণ, অবস্থান, কিভাবে যাবেন,প্রবেশ টিকিট মূল্য, রাইড সম্পর্কিত তথ্য ও টিকিট মূল্য,সতর্কতা ইত্যাদি সম্পর্কে অনেক অজানা তথ্য।

shishu mela shyamoli off day

শিশু মেলা শ্যামলী সাপ্তাহিক বন্ধ

শিশু মেলা শ্যামলী সাপ্তাহিক বন্ধ নেই সপ্তাহের প্রতিটি দিনই শিশু মেলা শ্যামলী খোলা থাকে।তাই আপনি চাইলে সপ্তাহের যেকোন দিন শিশু মেলা শ্যামলীতে যেতে পারেন।সাধারণত সকলা ১০ টা থেকে রাত ১০ শিশু মেলা খোলা থাকে।

আরও দেখুন: ড্রিম হলিডে পার্ক সাপ্তাহিক বন্ধের দিন

গুরুত্বপূর্ণ তথ্য

গ্রীষ্মকালীন সময়সূচি :সাধারনত ১ লা  মার্চ থেকে ৩১ অক্টোবর অব্দি সকাল ১০ টা থেকে রাত ১০ টা অব্দি খোলা থাকে।

শীতকালীন সময়সূচি :১লা নভেম্বর থেকে ফেব্রুয়ারী শেষ অব্দি সকাল ১০ টা থেকে রাত ৯ টা অব্দি খোলা থাকে।

অনিবার্য কারনবশত বন্ধ :ভাড়ায় পরিচালিত শিশু মেলা ২০০২ সালের পর আর কোনো ভাড়া এমনকি বিদ্যুৎ বিল পরিশোধ না  করায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের  প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম ২০১ ৬সালের নভেম্বর মাসে সিলগালা করে দেয় মেলাটি। 

শিশু মেলার মালিক মেসার্স ভায়া লিমিটেড সমস্ত বিল পরিশোধ করলে ২০১৭ সালের ফ্রেরুয়ারীতে আবার  খুলে দেওয়া হয়।

শিশু মেলা শ্যামলীতে কি কি রয়েছে

শিশু মেলা শ্যামলী শিশুদের বিনোদনের জন্য অন্যতম একটা জায়গা।এখানের শিশুদের জন্য রয়েছে:

*বিভিন্ন রাইড যেমন ফেরিস হুইল

  •  কার রাইড
  • বাম্পার কার
  • গেম জোন
  • জাদুঘর এবং আর্ট গ্যালারি
  • খাবারের দোকান
  • বিশেষ প্রদর্শনী এবং অনুষ্ঠান

শিশু মেলা শ্যামলীর প্রধান আকর্ষণ 

শিশু মেলা শ্যামলীতে রয়েছে বিশেষ আকর্ষণীয় রাইডিং ব্যাবস্থা যেমন :

*চুক চুক ট্রেন

*নাগদোলা

*ড্রাগন রোলার

*ওয়ান্ডার হুইল

*ব্যাটারি চালিত কার

*প্যারাটরুপার 

*প্লেন

*হেলিকপ্টার 

*বাম্পার কার

*ঘোড়ার রাইডস

*হানি সুইং 

*ট্রেন

*ভিডিও গেমস

অবস্থান 

শিশু মেলা শ্যামলীর অবস্থান  রাজধানী ঢাকার শ্যামলী এলাকায়। শ্যামলী বাস স্টান্ডের একটু সামনে গেলেই পেয়ে যাবেন শিশু মেলা।

shishu mela shyamoli location

কিভাবে যাবেন

ঢাকা শহরের বিভিন্ন স্থান তেকে বৈশাখী পরিবহন,সুপার বাস,তেতুলিয়া পরিবহন, বাহন পরিবহন,পল্লবী পরিবহন, লেগুনা,সিএনজি ও নিজস্ব গাড়িতে করে শ্যামলী শিশু মেলায় আসা যায়।

প্রবেশ টিকিট মূল্য

বয়স মূল্য
০-২ বছর ফ্রী 
২ বছরের উর্ধ্বে  ১০০ টাকা

 

আরও জানুন:সোনারগাঁও লোকশিল্প জাদুঘর সাপ্তাহিক বন্ধ

রাইড সম্পর্কিত তথ্য ও টিকিট মূল্য 

রাইড ব্যাবহার করার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়।বিভিন্ন প্রকার রাইডের জন্য টিকিটের মূল্য আলাদা।তবে সব ধরনের রাইডের মূল্য ৫০-১০০ টাকার মধ্যে।

সতর্কতা 

*নির্দিষ্ট বয়স সীমা মেনে রাইড ব্যাবহার করা।

*বিভিন্ন উৎসবে ভিড় বেশি থাকে। তাই বাচ্চাদের খেয়াল রাখা।

*নিজ দায়িত্বে জিনিস পত্রের হেফাজত।

শিশু মেলা শ্যামলী সাপ্তাহিক বন্ধ সম্পর্কি প্রশ্ন ও উত্তর – H2

প্রশ্ন:শিশু মেলা শ্যামলী সাপ্তাহিক বন্ধ কবে?

উত্তর :শিশু মেলা শ্যামলী সাপ্তাহিক কোন বন্ধ নেই।

প্রশ্ন:শ্যামলী শিশু মেলার বর্তমান নাম কি?

উত্তর :ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড। 

প্রশ্ন:শিশু মেলা শ্যামলী কখন খোলা থাকে?

উত্তর : সকাল ১০ টা থেকে রাত ১০ টা।

শেষকথা 

শিশু মেলা শ্যামলী  অন্যতম একটি  বিনোদন কেন্দ্র যেখানে শিশু, পরিবার ও পরিজন নিয়ে যাওয়া যায়। এটি  শিশুদের শিক্ষামূলক ও বিনোদনমূলক অভিজ্ঞতা প্রদান করে।তাই সময় পেলেই ঘুরে আসা উচিত শিশু মেলা শ্যামলী। 

আর তাই আপনাদের সুবিধার জন্য তুলে ধরা হয়েছে যাবতীয় সব তথ্য।আমাদের সবোর্চ্চ প্রচেষ্টা ছিল আজকের আর্টিকেলে সঠিক তথ্য সঠিক ভাবে আপনাদের কাছে পৌছে দেওয়া।

এরপরও শিশু মেলা শ্যামলী  সাপ্তাহিক বন্ধ নিয়ে আপনাদের কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।আমরা সাধ্যমতো সঠিক তথ্য দিয়ে আপনাদের সহায়তা করবো।ধন্যবাদ শিশু মেলা শ্যামলী সাপ্তাহিক বন্ধ নিয়ে আর্টিকেল টি পড়ার জন্য।

আরও জানুনঃ

Leave a Comment