বাংলাদেশের রাজধানী ঢাকার ভিতরে সবচেয়ে বড় ও জমজমাট মার্কেট ঢাকা নিউ মার্কেট । ঢাকায় বসবাসকারী সকলেই নিউ মার্কেটে যাওয়া আসা করেন।কারন এমন কোন জিনিস নেই যা নিউমার্কেটে পাওয়া যায়না।
সবচেয়ে বড় কথা হলো নিউমার্কেটে জিনিসপত্রের দাম ঢাকার অন্যান্য মার্কেটের থেকে তুলনামূলক কম।তাই সবাই এখানে মার্কেট করে সাচ্ছন্দ্য বোধ করে।কিন্তুু অনেকেই ঢাকা নিউ মার্কেট সাপ্তাহিক বন্ধ কবে তা জানেননা।
তাই অনেক প্রায়শই অনলাইনের মাধ্যমে ঢাকা নিউ মার্কেট সাপ্তাহিক বন্ধ কবে থাকে এই তথ্য খোঁজা খুঁজি করে থাকেন। কিন্তু সঠিক তথ্য অনেক সময় খুঁজে পাওয়া যায় না।
তাই আপনি যদি আমাদের পোস্টটি সম্পূর্ণ পড়লে ঢাকা নিউ মার্কেট সাপ্তাহিক বন্ধ ঢাকা নিউ, মার্কেটের অবস্থান, ঢাকা নিউ মার্কেট বন্ধের দিন, ঢাকা নিউ মার্কেটে কি কি রয়েছে,কিভাবে যাবেন ,ঢাকা নিউমার্কেটে যোগাযোগ,ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে।আশাকরি পোস্টটি আপনাদের উপকারে আসবে।
ঢাকা নিউ মার্কেট সাপ্তাহিক বন্ধ
ঢাকার প্রতিটি মার্কেটই পালাক্রমে সপ্তাহের যেকোন একদিন বন্ধ রাখা হয়। সাধারণত ঘানজট এড়াতে মালিক সমিতি এই পদ্ধতি অবলম্বন করেন।ফলে ক্রেতাগন স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন।ঢাকা নিউ মার্কেট সাপ্তাহিক বন্ধ রাখা হয় মঙ্গলবার ও বুধবার। মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ হলেও বুধবার অর্ধ দিবস বন্ধ রাখা হয় ঢাকা নিউ মার্কেট। বন্ধের দিন কোন ক্রেতা মার্কেটে গেলে তাকে হতাশ হয়ে ফিরে আসতে হবে।
আরও জানুনঃ বসুন্ধরা শপিং মল বন্ধের দিন
গুরুত্বপূর্ণ তথ্য
মার্কেট চলাকালীন সময় :ঢাকা নিউ মার্কেট সাপ্তাহিক বন্ধ ব্যাতীত সকাল ৯ টা থেকে রাত ৯ টা অব্দি খোলা থাকে। তবে বিভিন্ন উৎসব যেমন ইদ,কুরবানি ও পূজার সময় নিউমার্কেটের সময় সূচির পরিবর্তন হয়।
বুধবার ঢাকা নিউমার্কেটের কর্মদিবস: বুধবার ঢাকা নিউমার্কেটে অর্ধকর্মদিবস বন্ধ থাকে বাকি সময় ক্রেতারা কেনা কাটা করতে পারে।
অনাকাঙ্ক্ষিত ঘটনা :অনেক সময় কোন দূর্ঘটনা জনিত কারনে নিউ মার্কেট বন্ধ ঘোষনা করা হয়।
ঢাকা নিউ মার্কেট খোলার সময়
সাধারণত নিউ মার্কেট সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। তবে, বিশেষ কোনো দিন বা অনুষ্ঠানের কারণে খোলার সময় কিছুটা পরিবর্তিত হতে পারে।
নতুন আর্টিকেল –যমুনা ফিউচার পার্ক বন্ধের দিন
ঢাকা নিউমার্কেটের অবস্থান
ঢাকা নিউমার্কেট মূলত ঢাকার মধ্যস্থলে অবস্থিত। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে, আজিমপুর ও নীলক্ষেতের সংযোগস্থলে অবস্থিত। বিস্তারিত বললে নিউমার্কেট এলাকাটি ১ নম্বর রিং রোডের সাথে সন্নিকটে এবং মিরপুর রোডের কাছাকাছি অবস্থিত। এটি ঢাকা শহরের অন্যতম প্রাচীন, জনপ্রিয় ও জমজমাট বাজার, যেখানে হাতের নাগালে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়।
ঢাকা নিউ মার্কেটে কি কি রয়েছে
ঢাকা নিউ মার্কেট হলো বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় বাজার। এখানে প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যায়। পোশাক, জুতা, ব্যাগ, ঘড়ি, ইলেকট্রনিক্স, সৌন্দর্য সামগ্রী, খাবার, এবং আরো অনেক কিছু।
দ্রব্য | বিবরণ |
পোশাক | নিউ মার্কেটে গেলে স্বল্প দাম থেকে শুরু করে চড়া দামের সব রকমের ড্রেস পাবেন। |
জুয়েলারি | এখানে স্বর্ন,রূপা,এন্টিক,মেটাল,এমিটি স্বর্ন থেকে শুরু করে পোড়া মাটির জুয়েলারি পাওয়া যায়। |
বই | ঢাকা নীলখেতের পর যদি কোথাও সব ধরনের বই পাওয়া যায় সেটা হলো নিউমার্কেট। |
ইলেকট্রনিকস | টিভি,ফ্রিজ,ওভেন, তার সহ সব ধরনের ইলেকট্রনিকসের জিনিসপত্র পাওয়া যায়। |
গৃহস্থালি পন্য | ঘর সাজানোর হরেক রকম জিনিসপত্র থেকে শুরু করে আসবাবপত্র ও ক্রোকারিজ সহ সব ধরনের আইটেম পাওয়া যায়। |
খাবার দাবার | আপনি মার্কেটে গেলে ক্ষুধা লাগলে নিউ মার্কেটে সব ধরনের খাবারের দোকান পেয়ে যাবেন। |
বিউটি প্রোডাক্ট | নিউ মার্কেটে সকল ধরনের বিউটি প্রোডাক্ট পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। |
আরও পড়ুনঃ চকবাজার সাপ্তাহিক বন্ধ
কিভাবে যাবেন
বিভিন্ন উপায়ে নিউমার্কেট আসা যায়।আপনি রিকশা, বাস, সিএনজি বা ব্যক্তিগত গাড়ি করে ঢাকার যেকোন জায়গা থেকে নিউমার্কেট আসতে পারেন।তাছাড়া গাবতলী থেকে আসা বাসগুলো নিউ মার্কেটের সামনে দিয়ে যায়।তাই কেউ চাইলে গাবতলি থেকে সরাসরি নিউমার্কেট আসতে পারেন।
ঢাকা নিউমার্কেটে যোগাযোগ
ফোন: ০১৮১৩৬৯১৮৫০(এই নাম্বারে যোগাযোগ করলে নিউ মার্কেট সম্পর্কিত যেকোন তথ্য জানা যাবে)
ফেইসবুক পাতা:নিউ মার্কেটে থাকা বিভিন্ন দোকানের ফেইসবুক পেইজ আছে।কেউ চাইলে সেখান থেকেও পছন্দসই জিনিসপত্র কিনতে পারে।
ঢাকা নিউ মার্কেট সম্পর্কিত কিছু প্রশ্ন ও তার উত্তর
প্রশ্ন:ঢাকা নিউমার্কেট সাপ্তাহিক বন্ধ কবে?
উত্তর: মঙ্গলবার পূর্নদিবস,বুধবার অর্ধদিবস বন্ধ থাকে।
প্রশ্ন:নিউ মার্কেটে কি পার্কিং করা যায়?
উত্তর:নিউ মার্কেটের নিজস্ব পার্কিং ব্যবস্থা রয়েছে।
প্রশ্ন:নিউ মার্কেটে খাবারের দোকান রয়েছে?
উত্তর:হ্যাঁ, নিউ মার্কেটে বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে।
প্রশ্ন:নিউ মার্কেট কখন খোলা থাকে?
উত্তর:সকাল ৯ টা থেকে রাত ৯ টা।
আরও দেখুৃনঃ মাল্টিপ্লান সেন্টার সাপ্তাহিক বন্ধ
শেষ কথা
ঢাকা নিউমার্কেটে গেলে হাতের নাগালে প্রয়োজনীয় সব জিনিস পাওয়া যায়। আপনারা যারা ঢাকা নিউ মার্কেট থেকে কোন কিছু কিনতে চান বা কিনবেন বলে ভাবছেন তাদের জন্যই আমাদের আজকের আর্টিকেল। তাইতো আপনাদের জন্য তুলে ধরা হয়েছে যাবতীয় সব তথ্য।আমাদের সবোর্চ্চ প্রচেষ্টা ছিল আজকের আর্টিকেলে সঠিক তথ্য সঠিক ভাবে আপনাদের কাছে পৌছে দেওয়া।
এরপরও যদি ঢাকা নিউমার্কেট মার্কেট সাপ্তাহিক বন্ধ নিয়ে আপনাদের কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।আমরা সাধ্যমতো সঠিক তথ্য দিয়ে আপনাদের সহায়তা করবো।ধন্যবাদ ঢাকা নিউমার্কেট সাপ্তাহিক বন্ধ নিয়ে আর্টিকেল টি পড়ার জন্য।
আরও জানুনঃ
- ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল সাপ্তাহিক বন্ধ কবে?
- ড্রিম হলিডে পার্ক সাপ্তাহিক বন্ধের দিন
- ঢাকা মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ কবে।
- যমুনা ফিউচার পার্ক বন্ধের দিন
- রমনা পার্ক বন্ধের দিন
- মোতালেব প্লাজা সাপ্তাহিক বন্ধ
- লালবাগ কেল্লা সাপ্তাহিক বন্ধ
- মহেরা জমিদার বাড়ি সাপ্তাহিক বন্ধ
- আজিজ সুপার মার্কেট সাপ্তাহিক বন্ধ
- নীলক্ষেত বই মার্কেট সাপ্তাহিক বন্ধ
- বায়তুল মোকাররম মার্কেট সাপ্তাহিক বন্ধ
- সাভার নিউ মার্কেট সাপ্তাহিক বন্ধ
- পাসপোর্ট অফিস সাপ্তাহিক বন্ধ
- মিরপুর চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ
DISCLAIMER
এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।
Facebook Group এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Facebook Page এ লাইক দিয়ে যুক্ত হন | Follow Us |
Twitter এ আমাদের কে ফলো করুন | Follow Us |
WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
YouTube Channel এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Quora তে আমাদের কে ফলো করুন- | Follow Us |
Pinterest এ আমাদের কে ফলো করুন- | Follow Us |
Instagram এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Web Stories এ আমাদের কে ফলো করুন | Follow Us |
TikTok চ্যানেল ফলো করে রাখুন | Follow Us |
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |