রবিবার ঢাকার কোন কোন মার্কেট বন্ধ? (তালিকা)

আমাদের নিজেদের প্রয়োজনের তাগিদে মার্কেট যেতে হয়। এলকার দোকানপাটে জিনিসপত্র থাকে সীমিত কিন্তুু মার্কেট গেলে আমরা হাতের লাগালে নিজেদের প্রয়োজনীয় সব পন্য পেয়ে যাই।

তাই প্রয়োজন ও সময়বেধে নিজেদের  দরকারী জিনিসপত্র কিনতে আমরা সাধারনত মার্কেট যাই।কিন্তুু মাঝে মধ্যে আমরা হুট করে  মার্কেটে  গিয়ে দেখি মার্কেট বন্ধ।কারন আমরা জানিনা কোন মার্কেট কবে সাপ্তাহিক বন্ধ থাকে।ফলে বন্ধের দিনে মার্কেট গিয়ে বন্ধ পেয়ে আবার অন্য মার্কেট যেতে হয়।এতে আমাদের মূল্যবান সময় নষ্ট হয় এবং নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

তাই অনেকে নির্দিষ্ট দিনে কোন কোন মার্কেট বন্ধ থাকে তা জানতে চেয়ে অনলাইনে সার্চ করেন।তাদের জন্য থাকছে আমাদের আজকের আর্টিকেলে।এখানে আমরা জানবো  রবিবার কোন কোন মার্কেট বন্ধ থাকে এ বিষয়ে।

sunday weekly market closed in dhaka city

রবিবার ঢাকার কোন কোন মার্কেট বন্ধ

সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে কোন না কোন মার্কেট বন্ধ রাখা হয়।বাংলাদেশ সরকারের আদেশেই এটি করা হয়েছে।আবার কোন মার্কেট সপ্তাহের নির্দিষ্ট দিনে অর্ধদিবস বন্ধ রাখা হয়।অনান্য শহরে মূলত  কর্মকর্তা ও কর্মচারীদের  রেস্ট নেওয়ার ব্যাপারটি বিবেচনা করে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও ঢাকায় সাধারণত তীব্র যানজট এড়াতে সপ্তাহে একদিন মার্কেট বন্ধ রাখা হয়। রাজধানী ঢাকায় রবিবার কোন কোন মার্কেট বন্ধ থাকে তার তালিকা দেওয়া হলো:

মার্কেটের নাম  বন্ধের দিন সময় 
বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি)  রবিবার পূর্নদিবস
পল্লবী সুপার মার্কেট রবিবার পূর্নদিবস
মিরপুর বেনারসি পল্লী  রবিবার পূর্নদিবস
ইব্রাহীমপুর বাজার রবিবার পূর্নদিবস
রজনীগন্ধা মার্কেট রবিবার পূর্নদিবস
ইউএই মৈত্রী কমপ্লেক্স  রবিবার পূর্নদিবস
বনানী সুপার মার্কেট  রবিবার পূর্নদিবস
ডিসিসি মার্কেট গুলশান-১ রবিবার পূর্নদিবস
মার্কেট গুলশান- ২ রবিবার পূর্নদিবস
মোল্লা টাওয়ার রবিবার পূর্নদিবস
আল-আমিন সুপার মার্কেট রবিবার পূর্নদিবস
রামপুরা সুপার মার্কেট  রবিবার পূর্নদিবস
মালিবাগ সুপার মার্কেট রবিবার পূর্নদিবস
তালতলা সিটি করপোরেশন মার্কেট রবিবার পূর্নদিবস
কমলাপুর স্টেডিয়াম মার্কেট মিরপুর বেনারসি পল্লী পূর্নদিবস
গোরান বাজার  মিরপুর বেনারসি পল্লী পূর্নদিবস
আবেদিন টাওয়ার মিরপুর বেনারসি পল্লী পূর্নদিবস
ঢাকা শপিং সেন্টার মিরপুর বেনারসি পল্লী পূর্নদিবস
আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স মিরপুর বেনারসি পল্লী পূর্নদিবস
মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট মিরপুর বেনারসি পল্লী পূর্নদিবস

রবিবার ঢাকার কোন কোন মার্কেট অর্ধদিবস বন্ধ

ঢাকার বাংলাদেশের অন্যতম ব্যস্ত একটি নগরী।এখানকার মার্কেট গুলোতে পাইকারী ও খুচরা দামে জিনিসপত্র কেনাবেচা হয়। ঢাকার কিছু কিছু এলাকার মার্কেট অর্ধদিবস খোলা থাকে।

অর্ধদিবস মানে হল সাধারনত দুপুর ২ টা থেকে রাত ৯ টা বা সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা।নিচে রবিবার ঢাকার কোন কোন মার্কেট অর্ধদিবস বন্ধ থাকে তার তালিকা দেওয়া হলো:

মার্কেটের নাম  বন্ধের দিন সময়
নিউ মার্কেট  রবিবার অর্ধদিবস
গাউছিয়া মার্কেট রবিবার অর্ধদিবস
রাজধানী সুপার মার্কেট রবিবার অর্ধদিবস
চাঁদনী চক মার্কেট রবিবার অর্ধদিবস

রবিবার ঢাকার যেসব এলাকার দোকানপাট বন্ধ

খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড় ,আগারগাঁও, তালতলা, শেরে বাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, ১১, ১২,১৩ ও ১৪; ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী

শেষ কথা

আমাদের খাবার দাবার থেকে শুরু করে, পোশাক, জুতা,ব্যাগ,প্রসাদনী,খাদ্যদ্রব্য সব কিছুর সমাহার হলো মার্কেট। তাই আমাদের নিত্য প্রয়োজনে প্রায়শই মার্কেটে যাতায়াত করতে হয়।কিন্তু আমারা যদি সপ্তাহের নির্দিষ্ট দিনে মার্কেটগুলো বন্ধ থাকে নাকি খোলা থাকে সেটা জানা জরুরি। 

আজকের আর্টিকেল আমরা জানিয়েছি রবিবার ঢাকার কোন কোন মার্কেট বন্ধ থাকে।যাতে রবিবার মার্কেট গিয়ে ফিরে আসতে না হয়। 

আশাকরি আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। আমরা সর্বদা চেষ্টা করি সঠিক তথ্য দিয়ে আপনাদের উপকৃত করতে।তাই আশা করি  বৃহস্পতিবার ঢাকার কোন কোন মার্কেট বন্ধ বিষয়ক আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। ধন্যবাদ।

আরও জানুনঃ

DISCLAIMER

এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।

 Facebook Group এ আমাদের কে ফলো করুন  Follow Us
 Facebook Page এ লাইক দিয়ে ‍যুক্ত হন  Follow Us
 Twitter এ আমাদের কে ফলো করুন  Follow Us
 WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন  Follow Us
 Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন  Follow Us
 YouTube Channel এ আমাদের কে ফলো করুন  Follow Us 
 Quora তে আমাদের কে ফলো করুন-  Follow Us
 Pinterest এ আমাদের কে ফলো করুন-  Follow Us
 Instagram এ আমাদের কে ফলো করুন  Follow Us
 Web Stories এ আমাদের কে ফলো করুন  Follow Us
 TikTok চ্যানেল ফলো করে রাখুন  Follow Us
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন
 Follow Us

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Share via
Copy link