বর্তমানে ঢাকায় যেসকল বিখ্যাত মার্কেট রয়েছে তার মধ্যে অন্যতম একটি মার্কেট হলো মৌচাক মার্কেট। সকল ধরনের মালামাল এখানে পাইকারি ও খুচরা দামে ক্রয় বিক্রয় করা হয়।ফলে মৌচাক মার্কেটে সর্বদা ক্রেতাদের ভিড় লেগেই থাকে।
বছরের পর বছর ধরে মৌচাক মার্কেট নিজের স্বকীয়তা ধরে রেখেছে। পাঁচতলা ভবনের মৌচাক মার্কেটের উপরে মসজিদ ও একটি রেস্টুরেন্ট রয়েছে। বাকি চার তলায় রয়েছে বিভিন্ন রকম পন্যের সমাহার। কিন্তু অনেক ক্রেতা মৌচাক মার্কেট কবে বন্ধ থাকে তা না জেনেই চলে আসেন। ফলে হতাশাজনক হয়ে আবার ফিরে যান।
তাই অনেক অনলাইনে মৌচাক মার্কেট কবে বন্ধ থাকে তা খোঁজাখুঁজি করে থাকেন। কিন্তু সঠিক তথ্য সময়মতো খুঁজে পাওয়া যায় না। তাই আপনি আমাদের পোস্টটি সম্পূর্ণ পড়লে মৌচাক মার্কেট কবে বন্ধ থাকে, মৌচাক মার্কেটের অবস্থান, মৌচাক মার্কেটে কি কি পাবেন, কিভাবে যাবেন, যোগাযোগ ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। আশাকরি পোস্টটি আপনাদের উপকারে আসবে এবং মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।
মৌচাক মার্কেট কবে বন্ধ থাকে
মৌচাক মার্কেট ঢাকার ব্যস্ততম মার্কেট গুলোর মধ্যে অন্যতম। অন্যান্য মার্কেট গুলোর মত বাংলাদেশ সরকারের নিয়ম মেনে মৌচাক মার্কেট সাপ্তাহিক বন্ধ রাখা হয়। সাধারণত শুক্রবার মৌচাক মার্কেট সাপ্তাহিক বন্ধ থাকে।বন্ধের দিন ছাড়া সপ্তাহের বাকি দিন গুলো সকাল ১০ টা থেকে রাত ৮ টা অব্দি খোলা থাকে।
মৌচাক মার্কেট বন্ধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
উৎসব: বিভিন্ন উৎসবের সময় মৌচাক মার্কেট সকাল ৯ টা থেকে অনেক রাত অব্দি খোলা থাকে।
রেস্তোরাঁ: মৌচাক মার্কেটে “Euro garden” নামক একটি রেস্তোরাঁ আছে যেখানে ফাস্ট ফুড আইটেম থেকে শুরু করে প্রায় সকল খাবার পাওয়া যায়।কিন্তু মৌচাক মার্কেট সাপ্তাহিক বন্ধের দিন রেস্তোরাঁ বন্ধ থাকে।
মসজিদ: মৌচাক মার্কেটের পঞ্চম তলায় ক্রেতা ও বিক্রেতাদের ব্যবহারের জন্য একটি মসজিদ রয়েছে। কিন্তু সাপ্তাহিক ছুটির দিনে মসজিদে ভিড় থাকেনা।
মৌচাক মার্কেটের অবস্থান
মৌচাক মার্কেট ঢাকার মালিবাগ ও মগবাজারের মাঝামাঝি অবস্থিত। সিদ্ধেশ্বরী স্কুল থেকে একটু সামনে দক্ষিন দিকে আগালেই মৌচাক নামক স্থানে এই সুবিশাল ৫ তলা মার্কেটটি লক্ষ করা যাবে।
মৌচাক মার্কেটে কি কি পাবেন
মৌচাক মার্কেট বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায় বলে সব সময় কেনাকাটা করার জন্য ক্রেতারা ভিড় জমায়।নিচে মৌচাক মার্কেটে কি কি পাওয়া যায় তা দেয়া হলো:
পন্য | বর্ননা |
পোশাক | মৌচাক মার্কেটে শাড়ি, থ্রিপিচ,পাঞ্জাবিসহ বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যায়। |
জুয়েলারি | সব প্রকার জুয়েলারি কালেকশন পাওয়া যায় এখানে। |
ইলেকট্রনিক্স | সকল প্রকার ইলেকট্রনিকস পন্য যেমন মোবাইল ফোন,টিভি,ফ্রিজ পাওয়া যায়। |
প্লাস্টিক | মৌচাক মার্কেটের তৃতীয় তলায় নানা রকম প্লাস্টিক সামগ্রী পাওয়া যায়। |
প্রসাধনী | সকল প্রকার প্রসাধনী সামগ্রী পাওয়া যায়। |
মৌচাক মার্কেট কিভাবে যাবেন
মৌচাক মার্কেটে যেতে চাইলে ঢাকার যেকোনো স্থান থেকে বাস, রিকশা, সিএনজি এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা যায়। মৌচাক মার্কেটের পূর্ব পাশে মালিবাগ রেলগেট অবস্থিত। তাই সড়ক ও রেলপথ উভয় ভাবেই এই মার্কেটে আসা যাবে।
মৌচাক মার্কেটে যোগাযোগ
ফোন: 01833-133552
ইমেইল : [email protected]
ফেইসবুক পাতা: https://www.facebook.com/mouchak.market?mibextid=kFxxJD
মৌচাক মার্কেট সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: মৌচাক মার্কেট কবে বন্ধ থাকে?
উত্তর : শুক্রবার।
প্রশ্ন: মৌচাক মার্কেট কখন খোলা থাকে?
উত্তর : সকাল ১০ টা থেকে রাত ৮ টা।
প্রশ্ন: মৌচাক মার্কেটে গাড়ি পার্কিং ব্যবস্থা আছে কি?
উত্তর : হ্যা।
প্রশ্ন: মৌচাক মার্কেটে কি কি পাওয়া যায়?
উত্তর : পোশাক, জুয়েলারি, প্রসাধনী, মোবাইল ইত্যাদি।
শেষ কথা
বাংলাদেশের রাজধানী ঢাকার কোলঘেষে মাথা উঁচু করে দাড়িয়ে আছে মৌচাক মার্কেট। ঢাকার স্থানীয় ও বহিরাগত উভয়ের কাছে অন্যতম জনপ্রিয় একটি মার্কেট এটি। তাই সুযোগ পেলে সকলেই এখানে কেনা কাটা করতে চলে আসেন। কিন্তু অনেকে আবার মৌচাক মার্কেট সম্পর্কে বিস্তারিত না জেনেই চলে আসেন। ফলে হতাশার স্বীকার হয়। দেখা যায় বন্ধ থাকে বা তার প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়না।
তাইতো আপনাদের জন্য তুলে ধরা হয়েছে যাবতীয় সব তথ্য। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল আজকের আর্টিকেলে সঠিক তথ্য সঠিক ভাবে আপনাদের কাছে পৌছে দেওয়া।
এরপরও যদি মৌচাক মার্কেট কবে বন্ধ থাকে এই নিয়ে আপনাদের কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সাধ্যমতো সঠিক তথ্য দিয়ে আপনাদের সহায়তা করবো। ধন্যবাদ মৌচাক মার্কেট কবে বন্ধ থাকে এই বিষয়ে আর্টিকেল টি পড়ার জন্য।
আরও জানুনঃ
- যমুনা ফিউচার পার্ক বন্ধের দিন
- বসুন্ধরা শপিং মল বন্ধের দিন
- মোতালেব প্লাজা সাপ্তাহিক বন্ধ
- লালবাগ কেল্লা সাপ্তাহিক বন্ধ
- আজিজ সুপার মার্কেট সাপ্তাহিক বন্ধ
- চকবাজার সাপ্তাহিক বন্ধ
- নীলক্ষেত বই মার্কেট সাপ্তাহিক বন্ধ
- বায়তুল মোকাররম মার্কেট সাপ্তাহিক বন্ধ
- সাভার নিউ মার্কেট সাপ্তাহিক বন্ধ
- টঙ্গী বাজার সাপ্তাহিক বন্ধ
- পলওয়েল মার্কেট সাপ্তাহিক বন্ধ
- মাল্টিপ্লান সেন্টার সাপ্তাহিক বন্ধ
- আড়ং সাপ্তাহিক বন্ধ
- মোতালেব প্লাজা মোবাইল সার্ভিসিং
DISCLAIMER
এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।
Facebook Group এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Facebook Page এ লাইক দিয়ে যুক্ত হন | Follow Us |
Twitter এ আমাদের কে ফলো করুন | Follow Us |
WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
YouTube Channel এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Quora তে আমাদের কে ফলো করুন- | Follow Us |
Pinterest এ আমাদের কে ফলো করুন- | Follow Us |
Instagram এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Web Stories এ আমাদের কে ফলো করুন | Follow Us |
TikTok চ্যানেল ফলো করে রাখুন | Follow Us |
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |