বিভিন্ন কারণে বিকাশ নাম্বার পরিবর্তন করার প্রয়োজন হয়। তবে অনেকের বিকাশ নাম্বার পরিবর্তন করার সঠিক নিয়ম ও শর্ত জানা না থাকার কারণে সমস্যায় পড়ে।
তাই এই আর্টিকেলে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। জানুন কীভাবে সহজেই বিকাশ একাউন্ট অন্য সিমে ট্রান্সফার করতে পারবেন।
বিকাশ নাম্বার পরিবর্তন
বাংলাদেশি কোন মোবাইল নাম্বার থেকে অন্য কোন বাংলাদেশী নাম্বারে বিকাশ নাম্বার পরিবর্তন করতে পারবেন না।
তবে আপনি যদি নতুন কোন নাম্বারে বিকাশ একাউন্ট চান তাহলে আগের অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে হবে।
বিকাশ অ্যাপ এর মাধ্যমে বিকাশ নাম্বার পরিবর্তন করতে পারবেন। শুধুমাত্র দুইটি ক্ষেত্রে
১.বিদেশি বিকাশ নাম্বার থেকে বাংলাদেশি বিকাশ নাম্বারে পরিবর্তন
২.বাংলাদেশি বিকাশ নাম্বার থেকে বিদেশি বিকাশ নাম্বারে পরিবর্তন
বিকাশ নাম্বার পরিবর্তন করার নিয়ম
যেকোনো বিদেশি নাম্বারের বিকাশ একাউন্টকে বাংলাদেশী নাম্বারের বিকাশ একাউন্টে পরিবর্তন অথবা বাংলাদেশি নাম্বারের বিকাশ একাউন্টকে বিদেশি নাম্বারের বিকাশ একাউন্টে পরিবর্তন করার জন্য নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন।
- বিকাশ অ্যাপ ওপেন করুন
- বিকাশ নাম্বার পরিবর্তন নামক অপশনে ক্লিক করুন
- এগিয়ে যান অপশনে ক্লিক করুন
- যে দেশ থেকে বিকাশ একাউন্টটি খুলেছিলেন সে দেশের কোড সিলেক্ট করুন
- বর্তমান বিকাশ নাম্বার লিখুন
- পরবর্তী লেখা অপশনটিতে ক্লিক করুন
- যে দেশের নাম্বারে বিকাশ একাউন্ট স্থানান্তর করতে চাচ্ছেন সেই দেশের কোড সিলেক্ট করুন
- নতুন যে নাম্বারটিতে বিকাশ একাউন্ট করতে চাচ্ছেন সেটা টাইপ করুন
- পরবর্তী লেখা অপশনে ক্লিক করুন
- আপনার ফোনে SMS এ OTP কোড আসবে সেটি ফাঁকা ঘরে বসিয়ে দিন
- নিশ্চিত করুন লেখা অপশনে ক্লিক করুন
- পাসপোর্টের এন্ট্রি এবং এক্সজিট পাতার ছবি আপলোড করুন
- পরবর্তী লেখা অপশনে ক্লিক করুন
- এরপর আপনার NID কার্ডের সামনের দিক স্ক্যান করুন
- Submit এ ক্লিক করুন
- এখন আপনার NID কার্ডের পিছনের সাইট স্ক্যান করুন এরপর Submit এ ক্লিক করুন
আর ও জানুনঃ ড্রাইভিং লাইসেন্স ভুল সংশোধন করার নিয়ম
- আপনার সেলফি তুলে নিন
- এরপর Submit এ ক্লিক করুন
- আপনার তথ্য যাচাই করুন
- পরবর্তী লেখা অপশনে ক্লিক করুন
- এরপর নিশ্চিত করুন লেখা অপশনে ক্লিক করুন
- এরপরে আপনার মোবাইলে ভেরিফিকেশন SMS আসবে
- ভেরিফিকেশন পিন লিখুন
- নতুন পিন সেট করুন নামক অপশনে ক্লিক করুন
- নতুন পিন সেটআপ করুন
- এরপর নিশ্চিত করুন লেখা অপশনে ক্লিক করুন
- আপনার বিকাশ নাম্বার পরিবর্তন কাজ সম্পুর্ন হয়েছে।
বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম
বিকাশ একাউন্ট বন্ধ করতে হলে প্রথমে আপনাকে আপনার একাউন্টে সকল ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে। যথা-
- শূন্য টাকা ব্যালেন্স: আপনার বিকাশ একাউন্ট থেকে সব টাকা উঠিয়ে নিন । যাতে একাউন্টে কোন টাকা না থাকে।
- লোন পরিষদ: বিকাশ একাউন্টে যদি কোন লোন থেকে থাকলে অবশ্যই তা পরিশোধ করার পরই একাউন্ট বন্ধ করতে হবে।
- সেভিং বাতিল: কোন ধরনের সেভিং স্কিম বা সাবস্ক্রিপশন থাকলে সেগুলো বাতিল করে দিন।
আর একাউন্ট বন্ধ করে দেওয়ার পর আপনাকে নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে হবে।
বিকাশ কাস্টমার কেয়ারে আপনার ছবি এবং আইডি কার্ড নিয়ে আপনাকে সশরীরে হাজির হতে হবে। আপনার বিকাশ একাউন্ট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেলে আপনি আবার আগের আইডি কার্ডটি ব্যবহার করে নতুন নাম্বারে একাউন্ট খুলে নিতে পারেন।
আপনার এলাকায় বিকাশ কাস্টমার কেয়ার অর্থাৎ নিকটস্থ বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র খুঁজতে নিম্নোক্ত লিংকটিতে ক্লিক করুন এবং সেখানে আপনার জেলা ও উপজেলা নির্ধারণ করে দেন। তাহলে ঠিকানা পেয়ে যাবেন।
নিকটস্থ বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র
শেষ কথা
উপরোক্ত পদ্ধতি ধাপে ধাপে অনুসরণ করলে খুব সহজে বিকাশ নাম্বার পরিবর্তন করতে পারবেন। তবে যে কোন সমস্যায় পড়লে অবশ্যই বিকাশের হেল্প লাইনে যোগাযোগ করতে ভুলবেন না। বিকাশের ওয়েবসাইটে গিয়ে লাইভ চ্যাটের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আরেকটি কথা মনে রাখবেন, নতুন নাম্বারে পরিবর্তনের পর আপনার পুরনো নাম্বারটি আর কাজ করবে না। তাই নাম্বার পরিবর্তনের আগে ভালোভাবে চিন্তা-ভাবনা করে নিবেন।
আর ও জানুনঃ
- ব্রয়লার মুরগির আজকের বাজার দর
- আজকের সোনার দাম কত
- আজকের মসলার বাজার দর
- আজকের পেঁয়াজের বাজার দর
- চিনির আজকের বাজার দর
- আজকের ডিমের পাইকারি বাজার দর
- আজকের তেলের বাজার দর
DISCLAIMER
এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।
Facebook Group এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Facebook Page এ লাইক দিয়ে যুক্ত হন | Follow Us |
Twitter এ আমাদের কে ফলো করুন | Follow Us |
WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
YouTube Channel এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Quora তে আমাদের কে ফলো করুন- | Follow Us |
Pinterest এ আমাদের কে ফলো করুন- | Follow Us |
Instagram এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Web Stories এ আমাদের কে ফলো করুন | Follow Us |
TikTok চ্যানেল ফলো করে রাখুন | Follow Us |
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
মোঃ মারুফ হাসান, প্রো ফেক্টস বিডির প্রধান সম্পাদক ও লেখক। প্রযুক্তি বিষয়ে তাঁর গভীর জ্ঞান ও লেখার দক্ষতার কারণে তিনি পাঠকদের কাছে বিশ্বাসযোগ্য একজন উৎস হিসেবে পরিচিত। প্রো ফেক্টস বিডির লক্ষ্য হল সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া। তিনি এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।