আজকের মসলার বাজার দর ২০২৫ ( সর্বশেষ বাজার তথ্য )

রান্নার স্বাদ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের মসলার ব্যবহার হয়ে থাকে। প্রতিদিনের তরকারিতে মসলার ব্যবহার অপরিহার্য।

বাজারে মসলার বাজার দর সব সময় একই থাকে না দাম কম বেশি হয়। আজকের মসলার বাজার দর কত ,মরিচ গুঁড়ার দাম ,হলুদ গুঁড়ার দাম, ধনিয়া গুঁড়ার দাম , গরম মসলার দাম এছাড়া আরো বিভিন্ন ধরনের মসলার দাম নিয়ে এই আর্টিকেলটিতে আলোচনা করব । 

আজকের মসলার বাজার দর

আজকে মসলার বাজার দর অনেকটা অপরিবর্তিত রয়েছে।

আজকে বাজারে শুকনা মরিচের দাম ৩২০ টাকা থেকে ৪০০ টাকা । তবে আমদানি করা মরিচের দাম ৪২০ টাকা থেকে ৫০০ টাকা। হলুদের দাম ৩০০ থেকে ৪০০ টাকা । আদার দাম প্রতি কেজি ৪৫০ থেকে ৫০০ টাকা। আজকে জিরার দাম প্রতি কেজি ৭৫০ থেকে ৮৫০ টাকা।

আজকে মসলার বাজার দর নিজের সারণিতে তুলে ধরা হলো –

মসলার নাম   আজকের মূল্য

    (প্রতি কেজি)

গত সপ্তাহের মূল্য

  (প্রতি কেজি)

সর্বনিম্ন  সর্ব্বোচ্চ  সর্বনিম্ন  সর্ব্বোচ্চ 
শুকনা মরিচ (দেশী)   ৩২০     ৪০০   ৩২০   ৪০০
শুকনা মরিচ (আমদানি)   ৪২০     ৫০০   ৪২০   ৫০০
হলুদ (দেশী)   ৩০০     ৪০০   ৩০০   ৪০০
হলুদ (আমদানি)   ২৮০      ৩৫০   ২৮০   ৩৫০
আদা (দেশী)   ৪৫০     ৫০০   ৪৫০   ৫০০
আদা (আমদানি)   ২২০     ৩০০   ১৮০   ৩০০
জিরা   ৭৫০      ৮৫০   ৭০০   ৮৫০
দারুচিনি   ৫৪০     ৬০০   ৫৪০   ৬০০
লবঙ্গ   ১,৫৫০     ১,৭৫০   ১,৫০০ ১,৭০০
এলাচ(ছোট)   ৩,৩০০    ৩,৮০০   ৩,০০০   ৩,৮০০
ধনে   ২০০    ২৬০   ২০০   ২৬০
তেজপাতা    ১৫০     ২৫০   ২০০   ২৬০
পিঁয়াজ (দেশী)   ১১০     ১২০     ৯০   ১০০
পিঁয়াজ (আমদানি)   ১০০     ১২০     ৯৫   ১০০
রসুন(দেশী)    ২০০     ২২০   ১৮০   ২১০
রসুন (আমদানি)   ১৯০      ২৩০   ১৯০   ২৩০

রাধুনী মসলার দাম

রাধুনী গুড়া মসলার ২০০ গ্রাম প্যাকেট গুলোর মূল্য দেওয়া হলো-

  • রাঁধুনী ধনিয়ার গুঁড়া (২০০ গ্রাম)=১১০ টাকা
  • রাঁধুনী মরিচের গুঁড়া (২০০ গ্রাম)= ১৭০টাকা
  • রাঁধুনী হলুদ গুঁড়া (২০০ গ্রাম) =  ১৪৫ টাকা
  • রাঁধুনী জিরার গুঁড়া (২০০ গ্রাম)=৪৮০টাকা
  • রাঁধুনী জিরার গুঁড়া (১০০ গ্রাম)=২৫০টাকা

৫০০ গ্রাম রাধুনী মসলার দাম হলো –

  • রাধুনী মরিচের গুঁড়া(৫০০ গ্রাম)=৪১০ টাকা
  • রাঁধুনী হলুদ গুঁড়া (৫০০ গ্রাম)=২৪০টাকা
  • রাঁধুনী জিরার গুঁড়া(৫০০ গ্রাম)=৮৩০টাকা
  • রাঁধুনী ধনিয়ার গুঁড়া জার(৫০০ গ্রাম)= ২৪০টাকা

আরো পড়ুন: আজকের সোনার দাম কত ?

রাঁধুনি বিরিয়ানি মসলার দাম

  • রাঁধুনি বিরিয়ানি মসলা ৪০গ্রাম=৫৫ টাকা
  • রাঁধুনি চটপটি মসলা ৫০ গ্রাম =৬০ টাকা

মসলার দাম ২০২৪

১ কেজি আদার দাম কত?

১ কেজি আদার দাম ৪৫০ থেকে ৫০০ টাকা

মরিচ গুঁড়ার দাম?

১০০ গ্রাম মরিচ গুড়ার দাম ৮৫ টাকা।

গরম মসলার দাম

  • আজকে দারুচিনির দাম ৫৪০ থেকে ৬০০ টাকা।
  •  লবঙ্গ ১৫৫০ টাকা থেকে ১৭০০ টাকা কেজি ।
  • এলাচ ৩৩০০ টাকা থেকে ৩৮০০ টাকা কেজি। 
  • তেজপাতা ১৫০ টাকা থেকে ২৫০ টাকা কেজি।
  • ধনে ২০০ থেকে ২৬০ টাকা কেজি।

মসলার বাজার দর

পেঁয়াজের বাজার দর  সম্পর্কে সঠিকভাবে জানার জন্য ভিজিট করতে পারেন বাংলাদেশ সরকারের নির্ধারিত দ্রব্যমূল্যের তালিকা প্রকাশ করার ওয়েবসাইটে।

বাজার দর : https://tcbbazardor.com/

এখানে সবজি থেকে শুরু করে মাছ ,মাংস, ডিম প্রতিটি নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মূল্য তালিকা প্রতিদিন প্রকাশ করা হয়। উপরোক্ত লিংকটিতে ক্লিক করলে আপনার পেঁয়াজের দামের সঠিক মূল্যের প্রতিদিন আপডেট জানতে পারবেন। 

শেষকথা

আশা করি এ আর্টিকেলটি পড়ার মাধ্যমে আজকের মসলার বাজার দর সম্পর্কে ভালোভাবে জানতে ও বুঝতে পেরেছেন । প্রতিদিনের মসলার বাজার দর সম্পর্কে নিয়মিত আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

আর ও জানুনঃ

                 DISCLAIMER

এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে রিসার্স করে সবার উপকারের জন্য নেওয়া হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল নিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ ও কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com, ধন্যবাদ।

Facebook Group এ আমাদের কে ফলো করুন  Follow Us
 Facebook Page এ লাইক দিয়ে ‍যুক্ত হন  Follow Us
 Twitter এ আমাদের কে ফলো করুন  Follow Us
 YouTube Channel এ আমাদের কে ফলো করুন  Follow Us 
 Quora তে আমাদের কে ফলো করুন-  Follow Us
 Pinterest এ আমাদের কে ফলো করুন-  Follow Us
 Instagram এ আমাদের কে ফলো করুন  Follow Us
 TikTok চ্যানেল ফলো করে রাখুন  Follow Us
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন
 Follow Us

Leave a Comment