বাংলালিংক ব্যবহারকারীদের সিমে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভ্যালু অ্যাডেড সার্ভিস (VAS) চালু কারণে ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হয়।
এছাড়াও সিম অপারেটিং এর ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
তবে নির্দিষ্ট কিছু কোড ডায়াল করে অথবা নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করে সার্ভিসগুলো বন্ধ করা যায়।
তাই আমাদের আজকের আর্টিকেলে গ্রাহকদের সুবিধার জন্য বাংলালিংকের সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২৫ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
আশাকরি আপনারা পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন।
বাংলালিংক সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২৫
বাংলালিংকে সকল ধরনের প্রচারমূলক অফার বা মেসেজ বন্ধ করতে নিচের কোড ও মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন:
সার্ভিস | কোড | বর্ননা |
বাংলালিংক VAS সার্ভিস বন্ধ করার কোড | *121512# ডায়াল করুন
আবার STOP লিখে 3100 নম্বরে পাঠালে বেশিরভাগ VAS সার্ভিস বন্ধ হয়ে যায়। |
নির্দেশনা অনুসরণ করে VAS বন্ধ করে দেওয়া যায়। |
বাংলালিংক টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করার কোড | *121*7*1*2*1# | এই কোড ডায়াল করে বাংলালিংক টাকা কাটার সার্ভিস বন্ধ করতে পারবেন। |
ইন্টারনেট প্যাকেজ বন্ধ | *1218*6# | এই কোড ডায়াল করে ইন্টারনেট প্যাকেজ বন্ধ করতে পারবেন। |
অটো রিনিউয়াল বন্ধ | *1211003# | প্রতিটি ইন্টারনেট প্যাকেজের অটো রিনিউয়াল বা স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ বন্ধ করার জন্য এই কোডটি ডায়াল করতে হবে |
ভ্যালু অ্যাডেড সার্ভিস (VAS) বন্ধ | 1211005 | বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস (VAS), যেমন কলার টিউন, রিংটোন, এবং অন্যান্য সাবস্ক্রিপশন বন্ধ করতে এই কোডটি ডায়াল করতে হবে। |
SMS সাবস্ক্রিপশন বন্ধ | STOP লিখে নির্দিষ্ট সার্ভিস নম্বরে পাঠিয়ে বন্ধ করা যাবে। | সাধারণত যে নম্বর থেকে এসএমএস আসে সেই নম্বরে STOP লিখে পাঠালেই সাবস্ক্রিপশন বন্ধ হয়ে যায়। |
সবধরনের সাবস্ক্রিপশন চেক ও বন্ধ: | *1215*1# | এই কোডটি ব্যবহার করে সকল সাবস্ক্রিপশন চেক করা যায় এবং প্রয়োজন অনুযায়ী বন্ধও করা যায়। |
অপ্রয়োজনীয় বিজ্ঞাপন এসএমএস বন্ধ: | STOP AD লিখে 27676 | STOP AD লিখে 27676 নম্বরে পাঠালে বিভিন্ন প্রমোশনাল মেসেজ বন্ধ করা যাবে। |
রিং ব্যাক টোন বন্ধ | * 4000 | এই কোডটি ডায়াল করে রিং ব্যাক টোন বন্ধ করা যায়। |
ইন্টারন্যাশনাল রোমিং বন্ধ | * 1215*8# | ই কোডটি ডায়াল করে ইন্টারন্যাশনাল রোমিং বন্ধ করতে পারবেন। |
আরও দেখুন: গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার
প্রোমোশনাল মেসেজ বা অফার বন্ধ করার কোড
*1211003# ডায়াল করুন এবং প্রমোশনাল অফার বন্ধ করা যায়।
এক্ষেত্রে ডায়াল করার পর নির্দিষ্ট বাংলালিংক কেয়ারের প্রতিনিধিরা কিছু দিকনির্দেশনা দিবে সেই অনুযায়ী কাজ করলেই প্রোমোশনাল মেসেজ বন্ধ হয়ে যাবে।
এসএমএস
STOP লিখে 6120 নম্বরে এসএমএস পাঠালে বেশিরভাগ প্রচারমূলক এসএমএস বন্ধ করে দেওয়া হয়।
কাস্টমার কেয়ার-এ কল করুন
সরাসরি বাংলালিংক কাস্টমার কেয়ারেট 121 নাম্বরে কল করে বলুন যে আপনি কোনো অফার বা প্রমোশনাল মেসেজ পেতে চান না। তাহলে তারা আপনার জন্য এই সেবা বন্ধ করে দেবে।
আরও জানুন: রবি সকল সার্ভিস বন্ধ করার কোড
বাংলালিংক সিমে টাকা কাটা সকল সার্ভিস বন্ধ করার কোড
বর্তমানে বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের সংখ্যা তুলনামূলক বেশি।মাঝে মাঝে নিজের অজান্তে সিমে কিছু অফার চালু থাকায় টাকা কেটে নেওয়া হয়।
এতে বাংলালিংক গ্রাহকরা ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার হয়। তাই বাংলালিংক সিমে চালু থাকা সকল সার্ভিস বা অজান্তে চালু করা সকল টাকা কাটা সার্ভিস একসাথে বন্ধ *121*7*1*2*1# ডায়াল করতে হবে।
ডায়েল করা মাত্রই একটু পরে একটি ফিরতি ম্যাসেজ আসবে এবং আপনাকে জানিয়ে দিবে আপনার বাংলালিংক সিমে টাকা কাটার সকল সার্ভিস বন্ধ হয়ে গিয়েছে ।
বাংলালিংকে বিভিন্ন সার্ভিস বন্ধের কোড
বাংলালিংক কিছু অনাকাঙ্ক্ষিত সার্ভিস চালু থাকার কারনে সিম অপারেটিং এর ক্ষেত্রে নানা জটিলতার সৃষ্টি হয়।নিচে এসকল সার্ভিস বন্ধ করার কোড দেওয়া হলো:
আরও জানুন: এয়ারটেল কাস্টমার কেয়ার নাম্বার
বাংলালিংকে ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নিব
বাংলালিংকে ইমারজপন্সি ব্যালেন্স বা লোন নিতে *874# ডায়েল করুন।এরপর আপনি এবং কল করুন। কত টাকা লোন নিতে চান তা নির্বাচন করতে হবে।
আপনি চাইলে বাংলালিংকের মাই অ্যাপ ব্যবহার করেও লোন পেতে পারেন। সেখানে লগ ইন করে “Emergency Balance” অপশনটি সিলেক্ট করেন।
আরও জানুন: বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার
বাংলালিংক VAS সার্ভিস বন্ধ করার কোড
বাংলালিংক সিমে অপ্রয়োজনীয় টাকা কাটা বা ভ্যালু অ্যাডেড সার্ভিস (VAS) বন্ধ করতে নিচের পদ্ধতিগুলি অনুসরণ করতে *121512# ডায়াল করুন এবং প্রতিনিধীদের দেওয়া নির্দেশনা অনুসরণ করে VAS বন্ধ করে দেওয়া যায়।
আবার STOP লিখে 3100 নম্বরে পাঠালে বেশিরভাগ VAS সার্ভিস বন্ধ হয়ে যায়।
তবে সেবা বন্ধ হওয়ার পরেও কোনো টাকা কাটা হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজনে বাংলালিংক কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
আরও দেখুন: টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার
বাংলালিংক কাস্টমার কেয়ারে যোগাযোগ
বাংলালিংক কাস্টমার কেয়ারে যোগাযোগ করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন:
ডায়াল: বাংলালিংক নম্বর থেকে সরাসরি কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে *121# অথবা 121 ডায়াল করুন।
ইমেইল:[email protected]।
সোশ্যাল মিডিয়া:বাংলালিংকের ফেসবুক পেজ
বাংলালিংক অ্যাপ: “My Banglalink অ্যাপ“ ব্যবহার করে সরাসরি কাস্টমার কেয়ারের সাথে চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
শেষ কথা
আশাকরি আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে।
আমাদের আজকের আলোচনার বাহিরেও বাংলালিংক সিমের সকল অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ করার জন্য আপনাদের কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।ধন্যবাদ।
আরও জানুন:
- বিকাশ এজেন্ট একাউন্ট খোলার সঠিক নিয়ম ২০২৫
- ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন করার নিয়ম ২০২৫
- বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৫
- Wi-Fi স্পিড বাড়ানোর ১০ টি উপায় ২০২৫
- বিকাশ নাম্বার পরিবর্তন করার নিয়ম ২০২৫
- ফোনের RAM বাড়ানোর উপায় ২০২৫
- গাজী সাবমারসিবল পাম্প দাম কত
- এসিআই সাবমারসিবল পাম্প এর দাম
DISCLAIMER
এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।
Facebook Group এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Facebook Page এ লাইক দিয়ে যুক্ত হন | Follow Us |
Twitter এ আমাদের কে ফলো করুন | Follow Us |
WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
YouTube Channel এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Quora তে আমাদের কে ফলো করুন- | Follow Us |
Pinterest এ আমাদের কে ফলো করুন- | Follow Us |
Instagram এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Web Stories এ আমাদের কে ফলো করুন | Follow Us |
TikTok চ্যানেল ফলো করে রাখুন | Follow Us |
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন |
Follow Us |