• https://dewanarsitek.id/var/index/
  • https://ept.metropolitanland.com/
  • https://data.pramukajabar.or.id/
  • http://103.206.170.246:8080/visi/
  • https://mpp.jambikota.go.id/
  • https://lms.rentas.co.id/
  • https://utbis.ollinsoft.com/
  • https://bppsdmsempaja.kaltimprov.go.id/
  • https://fmipa.unand.ac.id/
  • https://sptjm.lldikti4.id/banner/
  • mbokslot
  • https://e-journal.faperta.universitasmuarabungo.ac.id/
  • https://link.space/@splus777
  • https://sptjm.lldikti4.id/storage/
  • https://apps.ban-pdm.id/simulasi/hoaks/
  • https://editoriales.facultades.unc.edu.ar/cache/assets/
  • https://dewanarsitek.id/dewan/
  • https://dms.smhg.co.id/assets/js/hitam-link/
  • https://smartgov.bulelengkab.go.id/image/
  • https://app.mywork.com.au/
  • slotplus777
  • https://heylink.me/slotplussweet777/
  • https://pastiwin777.uk/
  • Mbokslot
  • http://103.81.246.107:35200/templates/itax/-/mbok/
  • https://rsjdahm.id/vendor/
  • https://pastiwin777.cfd/
  • https://rsjdahm.id/Vault/
  • https://heylink.me/Mbokslot.com/
  • https://www.intersmartsolution.com
  • https://sikapro-fhisip.ut.ac.id/
  • বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৫ আপডেট - Pro Facts BD

    বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৫ আপডেট

    বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার সহজ নিয়ম আর্টিকেলটিতে শেয়ার করলাম। বর্তমানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ৫২ টি দেশ থেকে বিকাশ একাউন্ট খোলা ও ব্যবহার করার সুবিধা পাওয়া যাচ্ছে। যা প্রবাসীদের সাথে দেশের স্বজনদের আর্থিক লেনদেনকে আরও সহজ করে তুলেছে।

    আর্টিকেলটিতে বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র এবং সুবিধা সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই মনোযোগ সহকারে পড়তে থাকুন।

    বিদেশ থেকে বিকাশ একাউন্ট খুলতে প্রয়োজন

    • আপনার বিদেশের মোবাইল নাম্বার
    • পাসপোর্ট
    • বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র

    বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

    বিদেশ থেকে দুইটি উপায়ে বিকাশ একাউন্ট খুলতে পারবেন । যথা-

    1. বিদেশি নাম্বারের নতুন বিকাশ একাউন্ট খোলা
    2. বাংলাদেশী বিকাশ নাম্বারকে বিদেশী বিকাশ নাম্বারে পরিবর্তন

    এখন আমরা প্রথম পদ্ধতি দেখবো অর্থাৎ বিদেশি নাম্বার দিয়ে নতুন বিকাশ একাউন্ট খোলার পদ্ধতি। 

    বিকাশ অ্যাপ ডাউনলোড
    আপনার ফোনের Google Play Store বা App Store থেকে “bKash” অ্যাপ সার্চ করে ডাউনলোড করুন।

    অ্যাপটি ওপেন করুন
    ডাউনলোড করা অ্যাপটি ওপেন করুন।

    রেজিস্ট্রেশন
    লগইন/রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করুন।

    দেশ কোড অপশনটিতে আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশটি সিলেক্ট করুন। এরপর আপনার বিদেশি মোবাইল নাম্বার দিন।

    Bikash-account-from-abroad

    নাম্বার ভেরিফিকেশন

    আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি (One Time Password) আসবে। ওটিপি কোড অ্যাপে দিয়ে আপনার নাম্বার ভেরিফাই করুন।

    এখন কিছু শর্তাবলি-তে সম্মতি চাইবে, সেগুলো পড়ে নিয়ে সম্মতি দিতে নিচের খালি বক্সে ক্লিক করুন। ক্লিক করার পর একটি টিক মার্ক চলে আসবে।

    ডকুমেন্ট আপলোড

    বিদেশে থাকার প্রমাণ হিসেবে পাসপোর্টের দেশ ত্যাগ/ বিদেশে আগমনের স্ট্যাম্পের ছবি আপলোড করুন। এবং পরবর্তী বাটনে ক্লিক করুন।

     Bikash-account-from-abroad2     

    এরপর বাংলাদেশি NID কার্ডের প্রথমে সামনের অংশের ছবি তুলুন। তারপর পেছনের অংশের ছবি তুলুন ছবি তুলুন। এখন submit অপশনে ক্লিক করুন।

    ব্যক্তিগত তথ্য পূরণ

    পরের ধাপে NID কার্ডের কিছু তথ্য  স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। এই তথ্য গুলো ভালো করে দেখে নিয়ে পরের ধাপে চলে যেতে হবে। তারপর আপনার আরো কিছু সাধারণ তথ্য দিতে হবে। যেমন- লিঙ্গ,আয়ের উৎস, পেশা ইত্যাদি।

    ছবি আপলোড

    পরবর্তী ধাপে ছবি তোলার জন্য ছবি তুলন অপশনটিতে ক্লিক করতে হবে। এখন আপনার সামনে বৃত্তাকার একটি ইন্টারফেস আসবে। এখানে এমন ভাবে ফোন ধরেন যাতে আপনার মুখ ফোনের বৃত্তাকার অংশ স্পষ্ট ভাবে দেখা যায়।

    ছবি তোলার জন্য অবশ্যই ধীরে ধীরে তিনবার চোখে পলক ফেলতে হবে। তাহলে অটোমেটিক আপনার ছবি উঠে সাবমিট হয়ে যাবে। 

    বিকাশ পিন নির্ধারণ

    এরপর বিকাশে একটি পিন নাম্বার দিন পিন। পিন নাম্বারটি হবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এই নাম্বারটি পরবর্তী যেকোনো লেনদেন করতে প্রয়োজন হবে। এখন বিকাশ একাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে। 

    login করুন

    এবার নতুন করে বিকাশ অ্যাপে open করুন এবং আপনার ফোন নাম্বার ও সেট করা পিন নাম্বার দিয়ে login করুন।

    এরপর আপনার নাম টাইপ করুন এবং প্রোফাইল পিকচার সেট করে দিন। এখন নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।

    Bikash-account-from-abroad6

     

    বিদেশ থেকে বিকাশ একাউন্ট খুলে বিকাশের সব সুবিধা পাওয়া যায় না। শুধুমাত্র তিনটি কাজ করা যায়।

    •  বিদেশ থেকে রেমিটেন্স আপনার বিকাশ একাউন্টে নিতে পারবেন
    •  বাংলাদেশের সেন্ড মানি করতে পারবেন 
    • মোবাইল রিচার্জ করতে পারবেন

    উপরোক্ত পদ্ধতির মাধ্যমে আপনি বিদেশ থেকে বিকাশে একটি নতুন একাউন্ট খুলতে পারবেন।

    কিন্তু যদি বাংলাদেশি মোবাইল নাম্বার দিয়ে আপনার বিকাশ একাউন্ট থেকে থাকে, তবে নিজ বিদেশি নাম্বারে বিকাশ নাম্বার পরিবর্তন করে নিতে পারবেন।

    কোন কোন দেশে বিকাশ আছে

    বর্তমানে ৫২ টি দেশে বিকাশ রয়েছে। যথা- 

    যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইতালি, কাতার, ওমান, দক্ষিণ কোরিয়া, কুয়েত, বাহরাইন, দক্ষিণ আফ্রিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, ভারত, জাপান, শ্রীলঙ্কা, তুরস্ক, মিশর, মেক্সিকো, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, স্পেন, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অস্ট্রিয়া, বতসোয়ানা, বাহামা দ্বীপপুঞ্জ, বেলজিয়াম, বেলিজ, ব্রাজিল, ব্রুনাই, বুলগেরিয়া, কম্বোডিয়া, ক্যামেরুন, চাদ, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, সুরিনাম, সুইডেন, সুইজারল্যান্ড, উগান্ডা, ভানুয়াতু, জিম্বাবুয়ে, ম্যাকাও, জাম্বিয়া

    এই ৫২ টি দেশে বিকাশ একাউন্ট ব্যবহার করা যায়। এই ৫২টি দেশের মানি ট্রান্সফার প্রতিষ্ঠান থেকে নিজ বিকাশ একাউন্টে টাকা এনে দেশে থাকা আত্নীয়ের নাম্বারে সেন্ড মানি এবং মোবাইল রিচার্জ করতে পারবেন।

    আর ও জানুনঃ ড্রাইভিং লাইসেন্স ভুল সংশোধন করার নিয়ম

    বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

    বিদেশ থেকে বাংলাদেশে বিকাশে টাকা পাঠানোর জন্য বিকাশের অনুমোদিত বিদেশি ব্যাংক/মানি এক্সচেঞ্জ/এমটিও এজেন্টের কাছে গিয়ে, প্রাপকের বিকাশ একাউন্ট নাম্বার ও নাম উল্লেখ করে, টাকা দিলে টাকা দিলে বাংলাদেশের বিকাশ একাউন্টে টাকা চলে আসবে।

    বিদেশ থেকে বাংলাদেশে বিকাশ একাউন্টে টাকা পাঠাতে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন।

    অনুমোদিত এজেন্টের কাছে যান

    বিদেশে যে দেশে আপনি আছেন সেখানকার বিকাশ অনুমোদিত ব্যাংক, মানি এক্সচেঞ্জ বা এমটিও (মানি ট্রান্সফার অর্গানাইজেশন) এজেন্টের কাছে যেতে হবে। (MTO List) এই লিস্টের মাধ্যমে আপনি যে দেশে বর্তমানে রয়েছেন সে দেশ থেকে কোন মাধ্যমে বিকাশে টাকা পাঠাতে পারবেন তা জানতে পারবেন। 

    প্রাপকের তথ্য দিন

    বাংলাদেশে যে ব্যক্তির কাছে টাকা পাঠাতে চান, তার বিকাশ একাউন্ট নাম্বার এবং পুরো নাম সঠিকভাবে দিন। তবে যদি নিজের বিকাশ একাউন্টে টাকা নিতে চান তাহলে নিজের নাম্বার ও নাম দিতে পারেন। 

    টাকা জমা দিন

    নির্ধারিত পরিমাণ টাকা জমা দিন এবং ফি পরিশোধ করুন। টাকা পাঠানোর পর আপনি একটি কনফার্মেশন পাবেন।

    বিদেশ থেকে বাংলাদেশে প্রিয়জনের বিকাশ একাউন্টে টাকা পাঠালে প্রিয়জন পাঠানো টাকার উপর ২.৫% সরকারি প্রণোদনা পাবেন ।

    আশা করি এই আর্টিকেলটি আপনাদের বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার বিষয়ে সম্পূর্ণ ধারণা দিয়েছে। বিকাশ একটি সহজ এবং নিরাপদ পদ্ধতি, যার মাধ্যমে আপনি বিদেশ থেকে আপনার পরিবারের সদস্যদের সাথে আর্থিক লেনদেন করতে পারবেন

    আর ও জানুনঃ

    DISCLAIMER

    এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।

     Facebook Group এ আমাদের কে ফলো করুন  Follow Us
     Facebook Page এ লাইক দিয়ে ‍যুক্ত হন  Follow Us
     Twitter এ আমাদের কে ফলো করুন  Follow Us
     WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন  Follow Us
     Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন  Follow Us
     YouTube Channel এ আমাদের কে ফলো করুন  Follow Us 
     Quora তে আমাদের কে ফলো করুন-  Follow Us
     Pinterest এ আমাদের কে ফলো করুন-  Follow Us
     Instagram এ আমাদের কে ফলো করুন  Follow Us
     Web Stories এ আমাদের কে ফলো করুন  Follow Us
     TikTok চ্যানেল ফলো করে রাখুন  Follow Us
    Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন
     Follow Us

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Scroll to Top
    Share via
    Copy link