Wi-Fi স্পিড বাড়ানোর ১০ টি উপায় ২০২৪

ওয়াইফাই এর স্পিড বাড়ানোর উপায় জানতে চান? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। ওয়াইফাই স্পিড কমে যাওয়া একটি বিরক্তিকর বিষয়। ইন্টারনেট স্পিড বাড়ানোর অনেক উপায় রয়েছে।

Wi Fi স্পিড বাড়ানোর কিছু উপায় এই আর্টিকেলটিতে শেয়ার করছি। ওয়াইফাই সিগন্যাল বাড়ানো মাধ্যমে ইন্টারনেট স্পিড বৃদ্ধি করতে এ উপায় গুলো কার্যকর ভূমিকা পালন করবে।

Wi fi স্পিড বাড়ানোর উপায় 

ওয়াইফাই স্পিড বাড়াতে রাউটারের অবস্থান পরিবর্তন, চ্যানেল পরিবর্তন করা, ডিভাইস সংখ্যা কমানো, ওয়াইফাই এক্সটেন্ডার ব্যবহার, ইন্টারনেট প্যাকেজ আপগ্রেড ইত্যাদি উপায় গুলো খুব ভালো কাজ করে।

1.রাউটার সঠিক জায়গায় রাখুন 

ওয়াইফাই এর রাউটারকে সঠিক জায়গায় রাখতে হবে।

  • দেয়াল, দরজা এবং বড় ধরনের আসবাবপত্র ওয়াইফাই  এর সিগন্যাল ধীর করে দিতে পারে বিভিন্ন।
  • ওয়াইফাই এর রাউটার বাড়ির মধ্যে এমন জায়গায় স্থাপন করতে হবে যেখান থেকে বাড়ির সবগুলো রুম নেটওয়ার্ক পায়।  রাউটার ডাইনিং রুমে রাখলে ভালো কাজ করবে।
  • Wi-Fi সিগন্যাল আরও বেশি দূরে পৌঁছাতে, রাউটারটিকে একটি উঁচু জায়গায় রাখা ভাল। রাউটার খোলা জায়গায় রাখতে হবে, ওপরে ঢাকনা দেয়া যাবে না, রাউটারের আশেপাশে অন্য কোনো ইলেকট্রিকাল ডিভাইস না রাখার চেষ্টা করবেন।

2.নিয়মিত নেটওয়ার্কের নাম ও পাসওয়ার্ড পরিবর্তন 

মাঝে মাঝে আপনার অনুমতি ছাড়া কোন কোন ডিভাইস আপনার Wi-fi নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। তাই আপনার রাউটারের সেটিংসে গিয়ে নেটওয়ার্কের নাম ও পাসওয়ার্ড পরিবর্তন করুন। এতে একদিকে নেটওয়ার্কটি যেমন সুরক্ষিত থাকবে, অন্যদিকে অযাচিত কোন ডিভাইসের কারণে ইন্টারনেটের গতিও ধীর হবে না। 

3.অতিরিক্ত ডিভাইস ডিসকানেক্ট করা

যদি আপনার Wi-Fi  নেটওয়ার্কে অনেক ডিভাইস সংযুক্ত থাকে । তাহলে রাউটারের গতি বাড়াতে অদরকারি ডিভাইসগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা যেতে পারে অর্থাৎ অব্যবহিত ডিভাইস গুলোকে নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট করে দিতে হবে। কেননা অতিরিক্ত ডিভাইস নেটওয়ার্কের গতি বাধাগ্রস্ত করে।

4.Wi fi  সিগন্যাল বাড়াতে Restart router

দীর্ঘদিন একই রাউটার ব্যবহারের ফলে সেখানে বিভিন্ন ধরনের ভার্চুয়াল ডাটা জমা হয়। যার কারনে ইন্টারনেট স্পিড কমে যেতে পারে। রাউটার রিস্টার্ট করলে ক্যাশে ক্লিয়ার হয় এবং ছোটখাটো গ্লিচ বা বাগ সারিয়ে নেওয়া যায়। 

রাউটার রিস্টার্ট করতে রাউটারের পাওয়ার বোতাম চাপ দিয়ে রাউটার বন্ধ করে দিন, কিছুক্ষণ অপেক্ষা করুন এবং তারপর আবার চালু করুন।  রাউটার রিস্টার্ট করলে Wi fi স্পিড অনেকটা বেড়ে যাবে।

router-restart

5.Wi fi এক্সটেন্ডার বা রিপিটার ব্যবহার

যদি মনে হয় আপনার রাউটার পুরো বাসাতে পর্যাপ্ত নেটওয়ার্ক সরবরাহ করতে পারছে না। সে ক্ষেত্রে ওয়াই-ফাই এক্সটেন্ডার বা রিপিটার নামক একটি যন্ত্র কিনতে হবে। Wi fi এক্সটেন্ডার রাউটারের সিগন্যালের সঙ্গে সংযোগ স্থাপন করে নেটওয়ার্কের পরিসর বাড়ানোর জন্য সিগন্যালের পুনরাবৃত্তি ঘটায়। রিপিটারের দাম ১ হাজার থেকে ২৫০০ টাকার মধ্যে। 

ripiter

6.ক্যাবল পরিবর্তন করা

অনেক সময় কম্পানির দেওয়া ফ্রি ক্যাবল গুলো মানসম্মত না হওয়ার করনে কিছু দিনের মধ্যে Wi fi স্পিড কমে যায়। তাই যদি নিজ দায়িত্বে সেটআপ বক্স থেকে বাসা-বাড়িতে আসা Wi fi ক্যাবলটি পরিবর্তন করে একটি ভালো ব্র্যান্ডের মানসম্মত ক্যাবল ব্যবহার করতে পারেন। তাহলে দীর্ঘ দিন ধরে ভালো Wi fi স্পিড পাবেন।

আর ও পড়ুনঃ বিকাশ নাম্বার পরিবর্তন করার নিয়ম ২০২৪

7.ওয়াইফাই স্পিড বাড়াতে রাউটার পরিবর্তন 

রাউটার একটি ইলেকট্রনিক ডিভাইস হওয়ায়  সময়ের সাথে সাথে ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনার রাউটার যদি খুব পুরানো হয়, তাহলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। উপরের সমস্ত টিপস অনুসরণ করার পরেও যদি ইন্টারনেটের গতি না বাড়ে, তাহলে রাউটার পরিবর্তন করে দেখতে পারেন।

8.ইথারনেট তার ব্যবহার করুন

কম্পিউটারে বেশি পরিমাণে ইন্টারনেট প্রয়োজন হওয়ায় অনেক সময় ইন্টারনেটের গতি যথেষ্ট থাকা সত্ত্বেও সঠিক পরিমাণের সিগন্যাল পাওয়া যায় না। যার ফলে কম্পিউটারের ঠিকমতো ইন্টারনেট আসে না। সে ক্ষেত্রে একটি Ethernet কেবল ব্যবহার করতে পারেন। একটি ইথারনেট ক্যাবল দিয়ে রাউটার এবং কম্পিউটারকে সংযুক্ত করতে হবে।

যেহেতু ইথারনেট ক্যাবলের  মাঝখানে কোনো সংকেত হারিয়ে যায় না, তাই ইথারনেট সংযোগ ব্যবহার করলে কম্পিউটারে সর্বাধিক wi-fi স্পিড পাবেন। তবে সরাসরি ইথারনেট ক্যাবল ব্যবহার করলে বজ্রপাতের কারণে পিসির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। 

9.রাউটারের Firmware আপডেট

ওয়াইফাই এর স্পিড বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী উপায় হল রাউটারের ফার্মওয়্যার আপডেট করা। আপনার হাতে থাকা মোবাইল দিয়ে অনলাইনে এই ফার্মওয়্যার আপডেট করে নিতে পারবেন। 

Firmware-update

সাধারণত বিভিন্ন ব্র্যান্ডের রাউটার অনুসারে Firmware আপডেট করার প্রক্রিয়ার তারতম্য হয়ে থাকে। আপনি যে ব্র্যান্ডের রাউটার ব্যবহার করেন, সেই কোম্পানির কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে আপনার রাউটারে firmware আপডেট এর ব্যাপারে জেনে নিন।

10.wi-fi স্পিড বাড়াতে cold drinks  ক্যান  

রাউটারের অ্যান্টেনার পেছনে একটি কোল্ড ড্রিঙ্কসের ক্যান কেটে লাগিয়ে দিলে ওয়াইফাইয়ের গতি বহুগুণে বেড়ে যেতে পারে।

আর ও জানুনঃ ড্রাইভিং লাইসেন্স ভুল সংশোধন করার নিয়ম

11.Dual Brand Router ব্যবহার 

সিঙ্গেল রাউটার থেকে ডুয়েল ব্র্যান্ডের রাউটারের স্পিড অনেক ভালো হয়ে থাকে। তাই রাউটার কেনার সময় ডুয়েল ব্র্যান্ডের রাউটার দেখে নিবেন। তাহলে নিশ্চিন্তে অনেক ভালো Wi fi স্পিড সার্পোট পাবেন।

12.wi-fi  স্পিড বাড়াতে কম্পিউটার চেক 

ইন্টারনেটের ধীর গতির জন্য কম্পিউটার দায়ী হতে পারে। অজান্তে একটি কম্পিউটারে ব্যাকগ্রাউন্ডে ডেটা ব্যবহার করার ফলে ইন্টারনেটের গতি ধীর হতে পারে। তাই কম্পিউটারে ব্যাকগ্রাউন্ডে কোন অ্যাপ ইন্টারনেট ব্যবহার করছে কিনা বা উইন্ডোজ আপডেট নিচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখুন। 

internet-speed

আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনি ওয়াইফাই  স্পিড বাড়ানোর সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। যদি আপনি উপরোক্ত সমাধানগুলো প্রয়োগ করার পরেও wi-fi স্পিডে কোনো উন্নতি না পান, তাহলে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন। তারা আপনাকে আরও ভালো সহায়তা করতে পারবে।

আর ও জানুনঃ

DISCLAIMER

এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।

 Facebook Group এ আমাদের কে ফলো করুন Follow Us
 Facebook Page এ লাইক দিয়ে ‍যুক্ত হন Follow Us
 Twitter এ আমাদের কে ফলো করুন Follow Us
 WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন Follow Us
 Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন Follow Us
 YouTube Channel এ আমাদের কে ফলো করুন Follow Us 
 Quora তে আমাদের কে ফলো করুন- Follow Us
 Pinterest এ আমাদের কে ফলো করুন- Follow Us
 Instagram এ আমাদের কে ফলো করুন Follow Us
 Web Stories এ আমাদের কে ফলো করুন Follow Us
 TikTok চ্যানেল ফলো করে রাখুন Follow Us
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন
 Follow Us

Leave a Comment