ফোনের RAM বাড়ানোর উপায় ২০২৪ [ সকল ফোন বিস্তারিত জানুন ]

RAM ফোনকে দ্রুত এবং স্মুথলি চালাতে সাহায্য করে। কিন্তু, একবার ফোন তৈরি হয়ে গেলে এর RAM বাড়ানো সম্ভব না। তবে, ফোনের RAM এর কার্যকারিতা বাড়ানোর জন্য কিছু উপায় রয়েছে।

এই আর্টিকেলে, ভার্চুয়াল ভাবে ফোনের র‍্যাম বাড়ানোর উপায় গুলো সম্পর্কে আলোচনা করব । এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের ফোনের RAM  বাড়ানোর পদ্ধতি গুলো বিস্তারিতভাবে তুলে ধরব।

Ram এর কাজ কি

RAM- Random Access Memory হল ফোন বা কম্পিউটারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র। যখন আপনি ফোনে কোন অ্যাপ খুলেন বা কোনো কাজ করেন, তখন সেই সমস্ত তথ্য অস্থায়ীভাবে র‍্যামে সংরক্ষিত হয়।

এজন্য RAM কে অস্থায়ী মেমোরি বলা হয়। এটা আপনার এই ডাটা গুলো কিছুক্ষণের জন্য ধরে রাখবে। RAM এর কারণে ফোনে দ্রুত কাজ করা যায়, একাধিক অ্যাপ একসাথে চালানো যায়। 

মোবাইলের RAM  কিভাবে দেখে

স্মার্টফোনে slow হয়ে গেলে, বারবার Hang হয়ে গেলে বা বিভিন্ন অ্যাপের কার্যকারিতা কমে গেলে বুঝতে হবে যে Ram এর স্টোরেজ ফুল হয়ে গেছে। কিন্তু কিভাবে বুঝবেন RAM এ ঠিক কতটুকু জায়গা খালি রয়েছে? সেজন্য অবশ্যই মোবাইলের র‍্যাম চেক করতে হবে। 

বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলের ধরন অনুসারে RAM  চেক করার নিয়ম আলাদা আলাদা হয়ে থাকে। তবে Simple System Monitor অ্যাপটি ব্যবহার করে যেকোন মোবাইলের RAM চেক করতে পারবেন।

  • প্লে স্টোরে গিয়ে Simple System Monitor লিখে সার্চ দিন। সার্চ রেজাল্ট থেকে  ইনস্টল করে এটি ওপেন করুন।
  • পপ-আপ উইন্ডোতে দেখুন বিভিন্ন মেন্যু রয়েছে। RAM মেন্যুতে ক্লিক করলে আপনার মোবাইলে কত জিবি Ram রয়েছে এবং কত জিবি খালি রয়েছে তা জানতে পারবেন ।

ফোনের RAM বাড়ানোর উপায়

বর্তমানে ভার্চুয়াল ভাবে ফোনের RAM বাড়ানো যায়। লেটেস্ট ভার্সনের মোবাইল গুলোতে সহজে RAM  বাড়ানো যায়।  সেগুলোতে RAM expansion নামে একটি অপশন থাকে।

মূলত Setting অপশন থেকে প্রায় যেকোন ফোনের RAM বাড়িয়ে নেওয় যায়। যদি ফোনটিতে Updated ও Virtual Ram এর ফিচারস available থাকে।  

তবে সব ধরনের ফোনে এই সুবিধা পাওয়া যায় না। বিশেষ করে কিছুটা পুরাতন ফোনেও এই সুবিধা থাকে না। সেক্ষেত্রে কোন থার্ড পার্টি সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করে ফোনের RAM বৃদ্ধি করা যায়। 

Samsung ফোনের RAM বাড়ানোর পদ্ধতি

Samsung ফোনের র‍্যাম ৬ জিবি পর্যন্ত বাড়ানো যায়। Samsung ফোনের  র‍্যাম বাড়াতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

  1. Samsung ফোনের RAM বাড়াতে প্রথমে Setting অপশনে চলে আসুন। 
  2. নিচে স্ক্রল করে Battery and device care অপশনে ক্লিক করুন। তাহলে অনেক গুলো অপশন দেখতে পাবেন।
  3. এখান থেকে Memory অপশনে ক্লিক করুন। তাহলে আপনার RAM এর স্টোরেজ দেখতে পাবেন।
  4. এখন একটু নিচে স্ক্রোল করলে RAM plus অপশন দেখতে পাবেন। অপশনটিতে ক্লিক করুন। 
  5. এখন ২ জিবি, ৪ জিবি ও ৬ জিবি RAM অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনার প্রয়োজন অনুসারে যেকোন একটি সিলেক্ট করুন।
  6. এরপর Restart অপশন দেখতে পাবেন। এখন রিস্টার্ট এ ক্লিক করে ফোনটি একবার চালু করে নিন। 
  7. তাহলে আপনার কাঙ্খিত RAM পরিবর্তীত হয়ে যাবে।

শাওমি (Xiaomi) ফোনের RAM বাড়ানোর নিয়ম

শাওমি ফোনে ও ভার্চুয়াল RAM বাড়িয়ে নেওয়া যায়। শাওমি ফোনের RAM বাড়ানোর জন্য–

  1. প্রথমে আপনার মোবাইল setting অপশন যেতে হবে। 
  2. তারপর নিচে Additional setting নামক অপশনটিতে করতে হবে। এরপর নতুন একটি অপশন চলে আসবে।
  3. সেখান থেকে নিচে নামলে Memory extension নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এই প্রক্রিয়ায় আপনার ফোনে 3GB RAM বাড়াতে পারবেন।
  4. এখন memory extension অপশন on করে দিন। তাহলে আপনার ফোনের RAM বেড়ে যাবে।

OPPO ফোনের RAM বাড়ানোর নিয়ম

OPPO ফোনের RAM বাড়ানোর জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

  1. প্রথমে OPPO ফোনের setting অপশনে চলে আসুন। 
  2. তারপর উপরের সার্চ বক্সে RAM expansion লিখে সার্চ করুন। অথবা setting  অপশনে প্রবেশ করার পর নিচের দিকে স্ক্রল করে About device অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ফোন সম্পর্কিত অনেক তথ্য দেখতে পাবেন।
  3. সেখান থেকে RAM অপশনে ক্লিক করুন। তারপর RAM expansion অন করে দিন। এবং নিচে থেকে লাইন টেনে আপনার RAM কে ২ জিবি/ ৪ জিবি / ৬ জিবি করে নিতে পারবেন।
  4. RAM বাড়ানোর পর ফোনকে একবার Restart করুন। 
  5. তাহলে আপনার ফোনের সকল সেটিং আপডেট বা পুনরায় চালু হয়ে যাবে। সেই সাথে ফোনের ram ও কাজ করা শুরু করবে। 

Vivo ফোনের RAM বাড়ানোর নিয়ম

Vivo Y22 বা আপডেট Vivo ফোন ব্যবহার করে ফোনের RAM বাড়ানোর নিয়ম নিচে দেওয়া হল–

  1. প্রথমে ফোনের সেটিং অপশনে ক্লিক করুন। তারপর উপরের সার্চ বারে ক্লিক করে RAM লিখে সার্চ করুন। 
  2. এখন আপনি RAM সম্পর্কিত অনেক গুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে Extended RAM অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে Extended RAM ভিতরে নিয়ে যাবে।
  3. এখন Extended RAM অপশন On করে দিন।
  4. এরপর ৫ সেকেন্ড অপেক্ষা করতে বলা হবে। ৫ সেকেন্ড পর Restart Now বাটন পাবেন। সেখানে ক্লিক করুন।
  5. আপনার ফোনটি Restart হবে এবং আপনার ফোনের RAM ৪ জিবি বেড়ে যাবে।

Infinix ফোনের RAM বাড়ানোর উপায়

Infinix ফোনের RAM বাড়ানোর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

  1. প্রথমে মোবাইলের setting অপশনে যেতে হবে। 
  2. তারপর স্ক্রোল করে নিচের দিকে নেমে Special Function নামক অপশনে ক্লিক করুন। 
  3. এখন আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে Mem Fusion নামে একটি অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন।
  4. এখন নিচে Set virtual Ram অপশন ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী RAM সিলেক্ট করে Modify and rested অপশনে ক্লিক করুন। তাহলে 8 GB স্মাট ফোনে 2 GB, 3 GB ও 5 GB RAM বাড়াতে পারবেন। 

আর ও জানুনঃ ড্রাইভিং লাইসেন্স ভুল সংশোধন করার নিয়ম

RAM এর কার্যকারিতা বাড়ানোর কিছু উপায়

  • অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন
  • একসাথে একের অধিক অ্যাপ চালাবেন না
  • নিয়মিতভাবে আপনার ফোনের cache ক্লিয়ার করে দিন।
  • যেসব অ্যাপ ফোন চালু হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়, সেগুলো বন্ধ করে দিন। 
  • যতক্ষণ সম্ভব হালকা ওয়েট অ্যাপ ব্যবহার করার চেষ্টা করুন।
  • নিয়মিতভাবে ফোনটি রিস্টার্ট করে দিন। এতে মেমোরি ফ্রি হবে এবং ফোন দ্রুত চলবে।

আশা করি এই আর্টিকেল এর মাধ্যমে ফোনের  RAM বাড়ানোর উপায় গুলো সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পেরেছেন। মূলত ফোনের ব্র্যান্ডের উপর ভিত্তি করে RAM বাড়ানোর উপায় গুলো ভিন্ন ভিন্ন হতে পারে। তবে যদি ফোন খুব পুরানো হয় এবং এর হার্ডওয়্যার সীমিত হয়, তাহলে নতুন ফোন কিনলে ভালো সমাধান হতে পারে।

আর ও জানুনঃ

DISCLAIMER

এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।

 Facebook Group এ আমাদের কে ফলো করুন Follow Us
 Facebook Page এ লাইক দিয়ে ‍যুক্ত হন Follow Us
 Twitter এ আমাদের কে ফলো করুন Follow Us
 WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন Follow Us
 Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন Follow Us
 YouTube Channel এ আমাদের কে ফলো করুন Follow Us 
 Quora তে আমাদের কে ফলো করুন- Follow Us
 Pinterest এ আমাদের কে ফলো করুন- Follow Us
 Instagram এ আমাদের কে ফলো করুন Follow Us
 Web Stories এ আমাদের কে ফলো করুন Follow Us
 TikTok চ্যানেল ফলো করে রাখুন Follow Us
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন
 Follow Us

Author

  • Nur E Jannat

    আমি শারমিন আক্তার,  লিখা লিখির মাধ্যমে মানুষ কে সঠিক তথ্য দেওয়া আমার এক ধরনের শখ বলতে পারেন, তাই আমি নিয়মিত ব্লগ আর্টিকেল শেয়ার করতে পছন্দ করি। আশা করি আমার শেয়ার করা আর্টিকেল আপনাদের কাজে আসবে, এটাই আমার স্বার্থকতা। সবাই কে ধন্যবাদ।

    View all posts

Leave a Comment