চকবাজার সাপ্তাহিক বন্ধ | পাইকারি মার্কেট বন্ধের দিন | যাওয়ার উপায়, ইত্যাদি।

আপনি কি জানেন বাংলাদেশের সবচাইতে বড় পাইকারি মার্কেট কোনটি? আমাদের প্রতিদিনের ব্যবহারের বিভিন্ন কসমেটিক্স ও বিউটি প্রোডাক্ট এগুলোর পাইকারি বাজার কোথায়। এ সকল কিছুর সবচাইতে বড় পাইকারি মার্কেট হচ্ছে চকবাজার। 

বলতে গেলে চকবাজার থেকেই সারা বাংলাদেশে সকল ধরনের কসমেটিক্স ও বিউটি প্রোডাক্ট পাইকারি মূল্যে বিক্রয় করা হয়।ঢাকার চকবাজার পাইকারি মার্কেট মনিহারী পণ্যের হোলসেল মার্কেট হিসাবে পরিচিত।

এখানে ৭ টাকায় মাঝনি, ১টাকায় কটন বাড, ২২ টাকায় পার্টি স্প্রে সহ নানান ধরনের পণ্য অতি স্বল্প মূল্যে পাওয়া যায়। বাংলাদেশের সকল খুচরা ব্যবসায়ীকে প্রতিমাসে একবার হলেও  চকবাজারে যেতে হয়।ব্যবসাহীরা ছাড়াও সাধারণ মানুষজনও সেখানে কেনাকাটা করতে যায়।  

তাই চকবাজার কোন কোন দিন বন্ধ থাকে সে সম্পর্কে জ্ঞান ধারণা থাকা অত্যন্ত জরুরী। তা না হলে শুধু শুধু আপনার সময় ও শ্রম উভয় নষ্ট হবে। তাই আজকের আর্টিকেলে আমরা আপনাদেরকে জানাবো চকবাজারের সাপ্তাহিক বন্ধের দিনগুলো সম্পর্কে।

তাই চলুন দেরি না করে এখনই আর্টিকেলটি শুরু করা যাক:

chawkbazar market off day
chawkbazar market off day

চকবাজার মার্কেট বন্ধের দিন

চকবাজার পাইকারি মার্কেট প্রতি সপ্তাহে সাধারণত দুই দিন বন্ধ থাকে। শুক্রবার সারাদিন ও শনিবার অর্ধ দিন। তাছাড়া সাপ্তাহের অন্যান্য দিন সকাল থেকে রাত পর্যন্ত এটি জাকজমকের সাথে খোলা থাকে। দেশি ও বিদেশি পণের বিশাল মেলা নিয়ে বিক্রেতাগন পাইকারি রেটে পণ্য ক্রয় বিক্রয় করে থাকে।

চকবাজার বন্ধের দিন হল,শুক্রবার সারাদিন ও শনিবার অর্ধ দিন।

আর ও জানুনঃ টঙ্গী বাজার সাপ্তাহিক বন্ধ

চকবাজার মার্কেট কবে বন্ধ থাকে

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মার্কেটিং নিয়ম অনুসারে যানজট নিরশন ও বিদ্যুৎ সাশ্রয়  এর লক্ষে চকবাজার মার্কেট শুক্রবার ও শনিবার (অর্ধেক বেলা) বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের বাকি ৫ দিন সকাল ৮টা  থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।

চকবাজার পাইকারি মার্কেট কোথায়

আমাদের অনেকেই জানি না যে চকবাজার পাইকারি মার্কেট কোথায়? উত্তরঃ চকবাজার পাইকারি মার্কেট রাজধানী ঢাকার লালবাগ এ অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ও অনেক দরকারি পণ্যের একটি সমাহার কেন্দ্র।

রাজধানী ঢাকা শহরের পুরান ঢাকায় এলাকায় অবস্থিত এই মার্কেট টি সেই মোগল আমল থেকে চলে আসছে। এই মার্কেটে কাপড়, অন্তবাস, মনিহারী পণ্য, গয়না এবং ইলেকট্রনিক্সের মতো পণ্যের একটি বিস্তৃত বিন্যাস রয়েছে।

ঢাকার লালবাগে চকবাজার পাইকারি মার্কেট  অবস্থিত। এর আশেপাশে বেগম বাজার,ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং বড় কাঠারা অবস্থিত। ইসলামপুর মার্কেট থেকে এখানে জেতে পায়ে হেটে প্রায় ২০ মিনিট লাগে। এছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে খুব সহজেই এখানে আসা যায়।

ঢাকার চকবাজার মার্কেট একটি প্রাণবন্ত জায়গা যা অবশ্যই যে কোনো দর্শনার্থীর নজর কাড়বে। এই বাজার টি বিভিন্ন ধরনের উজ্জ্বল স্টল এবং প্রাণবন্ত লোকারণ্যে ভরা।

সমস্ত ধরণের পণ্য বিক্রি এবং কেনাকাটা হয়। বহিরাগত খাবারের গন্ধ বাতাস ও তাজা মশলার গ্রান মন ভরিয়ে দেয় আর মনে করিয়ে দেয় এখানকার হাজার বছরের খাবারের ঐতিহ্যকে। চকবাজার মার্কেটে সর্বস্তরের মানুষের দেখা মেলে, যা ঢাকার বিশেষ করে পুরান ঢাকার বৈচিত্র্যের এক অনন্য উদাহরণ।

আরও জানুন : পলওয়েল মার্কেট সাপ্তাহিক বন্ধ

চকবাজার যাওয়ার উপায়

ঢাকার চকবাজার বাজারে পৌঁছানো তুলনামূলকভাবে সহজ, বেশ কিছু গণপরিবহন রয়েছে যেগুলোর মাধ্যমে সরাসরি এখানে যেতে পারবেন। ঢাকা মেট্রো পরিবহন, যা একটি আধুনিক ও দ্রুত ট্রানজিট সিস্টেম, চকবাজার বাজারে সরাসরি প্রবেশাধিকার প্রদান করে।

অন্যান্য পরিবহন গুলির মধ্যে রয়েছে বাস, রিকশা এবং ট্যাক্সি বা প্রাইবেট কার। যার মাধ্যমে ক্রেতা বিক্রেতা কিংবা দর্শকগন তাদের পছন্দসই গন্তব্যে যেতে পারেন সহজ উপায় এ। ভাড়া সাধারণত খুব সাশ্রয়ী হয় এবং ভ্রমণে সাধারণত ৩০-৪০ মিনিটের বেশি সময় লাগে না।

চকবাজার বাজারের দর্শনার্থীরা ঢাকার যেকোনো স্থান থেকে সহজেই সেখানে যেতে পারেন। ঢাকার পাবলিক ট্রান্সপোর্ট বাস, এবং মোটর সাইকেল, সিএনজি করে। বিকল্পভাবে, চকবাজারে যাওয়ার জন্য পাঠাও বা উবারের মতো অনলাইন পরিষেবা ব্যবহার করতে পারেন।

মিরপুর হতে: মিরপুর থেকে বেশ কয়েকটি বাস চকবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। তাদের মধ্যে মিরপুর মেট্রো লিংক, মিরপুর মেট্রো, আরও বেশ কয়েকটি বাস।

গাবতলি/সাভার হতে: ওয়েল কাম ,সাভার পরিবহন, ঠিকানা ইত্যাদি বাসে করে প্রথমে নিউমার্কেট নামতে হবে।এরপর সেখান থেকে বিকাশ বাসে যাওয়া যাবে।

রামপুরা/বাড্ডা/মালিবাগ হতে: প্রথমে তরঙ্গ প্লাস কিংবা রমজান পরিবহন বাস এ করে সরাসরি সাইন্স ল্যাব আসতে হবে। সেখান থেকে রিক্সা, বাস, মোটর সাইকেল পাবেন।

নারায়ণগঞ্জ হতে: সরাসরি নারায়ণগঞ্জ হতে আসতে হলে মেঘলা পরিবহন বাস এ করে সিটি কলেজ গেট এর সামনে নামতে হবে যেটি ধানমন্ডি তে। এখান থেকে মিরপুর থেকে নিউমার্কেট অভিমুখি সকল বাসে করে আসতে পারবেন।

উত্তরা/এয়ারপোর্ট হতে: বিকাশ, প্রজাপতি ইত্যাদি বাসে সরাসরি এখানে আসতে পারবেন।

ফার্মগেট/খামারবাড়ি হতে: আড়ং হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে   ভেঙ্গে ভেঙে যেতে পারবেন । তবে সরাসরি যেতে চাইলে খামার বারি মোর থেকে মেট্রো লিংক কিংবা বিকাশ  পরিবহনে উঠতে হবে।

চকবাজার পাইকারি মার্কেট প্রশ্ন ও উত্তর

১। প্রশ্নঃ চকবাজার কোথায় কি পাওয়া যায়?

উত্তরঃ চকবাজার মার্কেট এ অতি স্বল্প মূল্যে হোলসেল পণ্য পাওয়া যায়। এসবের মধ্যে শার্ট, প্যান্ট, টি শার্ট, থ্রি পিস, পাঞ্জাবি, পাজামা, দোকানের যাবতীয় মনিহারি পণ্য (এটির জন্যই চকবাজার পরিচিত)। এছাড়াও জুতা, বই থেকে শুরু করে সকল ধরনের পণ্য পাওয়া যায়।

২। প্রশ্নঃ চকবাজার কসমেটিক্স পাইকারি মার্কেট?

উত্তরঃ   সারা বাংলাদেশের কসমেটিক্স পণ্যের জন্য বিখ্যাত চকবাজার পাইকারি মার্কেট। আপনি এখানে সকল ধরনের কসমেটিক পণ্য সামগ্রী পেয়ে যাবেন। এছাড়াও মেয়েদের প্রয়োজনীয় খুঁটিনাটি সকল আইটেম পাইকারি মূল্যে পেয়ে যাবেন।

৩| চকবাজার পাইকারি মার্কেট বন্ধের দিন

অনেকে জানতে চায় চকবাজার পাইকারি মার্কেট কবে বন্ধ, তাদের উদ্দেশ্য বলা ঢাকা চকবাজার পাইকারি মার্কেট বন্ধের দিন হল শুক্রবার সারাদিন ও শনিবার অর্ধ দিন।

সবশেষে 

আপনি যদি পাইকারি ও খরচা মূল্যে সকল প্রকার পণ্য কিনতে চান তাহলে আপনার অবশ্যই চকবাজার যাওয়া উচিত। এটি বাংলাদেশের সবচাইতে বড় পাইকারি মার্কেট। এখানে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস সাবান থেকে শুরু করে সবকিছু সুলভ মূল্যে পেয়ে যাবেন।

আর চকবাজার যাওয়ার আগে অবশ্যই সাপ্তাহিক বন্ধের দিনগুলো ভালোভাবে দেখে যাবেন তা না হলে শুধু শুধুই সময় নষ্ট হবে। আজকের আর্টিকেলে আমরা আপনাদেরকে চকবাজারে সাপ্তাহিক বন্ধের দিনগুলো সম্পর্কে ধারণা দিয়েছি।

আশা করি আর্টিকেলটি  থেকে আপনি কিছুটা হলে উপকৃত হয়েছেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

আরও জানুনঃ

Leave a Comment