গ্রামীণফোনের সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২৫

গ্রামীনফোন ব্যবহারকারীরা অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভ্যালু অ্যাডেড সার্ভিস (VAS) এর কারণে ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়ার সমস্যায় পড়েন।

তবে নির্দিষ্ট কিছু কোড ডায়াল করে অথবা নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করে সার্ভিসগুলো বন্ধ করা যায়।

তাই আমাদের আজকের আর্টিকেলে গ্রাহকদের সুবিধার জন্য গ্রামীণফোনের সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২৫ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।আশাকরি আপনারা পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন।

গ্রামীণফোনের সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২৫

গ্রামীণফোন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটর, যা গ্রাহকদের তাদের পছন্দমতো সার্ভিস চালু বা বন্ধ করার সুযোগ দেয়।

গ্রামীণফোনের সকল সার্ভিস একসঙ্গে বন্ধ করার জন্য “STOP ALL” কোডটি ব্যবহৃত হয়। এই কোডটি 622 নম্বরে পাঠিয়ে একবারেই সব সার্ভিস বন্ধ করা যায়।

এর পাশাপাশি, গ্রাহকরা যদি নির্দিষ্ট সার্ভিস বন্ধ করতে চান, তবে প্রতিটি সার্ভিসের জন্য আলাদা কোডও রয়েছে।

সার্ভিস বন্ধ করার পর গ্রাহকের ফোনে একটি এসএমএস এসে পৌঁছায়, যা নিশ্চিত করে যে সকল সার্ভিস বন্ধ হয়ে গেছে।

নিচে আমরা গ্রামীণফোনের সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২৫ ও জিপি ইমারজেন্সি ব্যালেন্স বন্ধ করার কোড সহ সব সব সার্ভিস বন্ধ করার কোড নিচে টেবিল থেকে দেখুন

সার্ভিসের নাম বন্ধ করার কোড
সকল সার্ভিস Stop all এবং 2332 নম্বরে পাঠান
ওয়েলকাম টিউন Stop এবং 4000 নম্বরে পাঠান
ইন্টারনেট বন্ধ *500*40# ডায়াল করুন
ফেসবুক Stop এবং 32665 নম্বরে পাঠান
ফেসবুক USSD *325*22# ডায়াল করুন
মোবাইল টুইটিং Stop এবং 9594 নম্বরে পাঠান
কল ব্লক Stop CB এবং 5678 নম্বরে পাঠান
মিসকল এলার্ট STOP MCA এবং 6222 নম্বরে পাঠান
ক্রিকেট এলার্ট সার্ভিস Stop Cric এবং 2002 নম্বরে পাঠান
স্পোর্টস সার্ভিস STOP SN এবং 2002 নম্বরে পাঠান
ক্রিকেট সার্ভিস STOP CR এবং 2002 নম্বরে পাঠান
মোবাইল ব্যাকআপ Stop MB এবং 6000 নম্বরে পাঠান
বন্ধু ট্র্যাকার Stop এবং 3020 নম্বরে পাঠান
মিউজিক নিউজ Stop BD এবং 4001 নম্বরে পাঠান
ভয়েস চ্যাট 2828 ডায়াল করুন এবং 8 চাপুন
বিনোদন বক্স Stop এবং 1234 নম্বরে পাঠান
ই-বিল Ebill cancel এবং 2000 নম্বরে পাঠান
চাকরি সংবাদ STOPJOBCATEGORY এবং 3003 নম্বরে পাঠান
নামাজের সময় SMS “STOP N” এবং 2200 নম্বরে পাঠান
হাদিস শরিফ SMS “STOP H” এবং 2200 নম্বরে পাঠান
ভয়েস মেইল সার্ভিস ##62# বা ##67# বা ##61# বা ##21# ডায়াল করুন
আরও জানুন:  রবি সকল সার্ভিস বন্ধ করার কোড

গ্রামীনফোনে ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ করার উপায়

নিচে গ্রামীণফোন ব্যাবহারকারীদের সুবিধার্থে ভ্যালু অ্যাডেড সার্ভিস বা VAS সার্গিস বন্ধ করার জন্য কয়েকটি মাধ্যম তুলে ধরা হলো:

মাধ্যম  বর্ননা
কোড ডায়াল করে  *121*6*1# ডায়াল করে VAS সার্ভিস বন্ধ করা যায় 
কাস্টমার কেয়ারে যোগাযোগ করে 121 নম্বরে ফোন করে বাংলার জন্য 1 চাপুন পরবর্তীতে 6 চাপুন।এরপর মেসেজে এসে টাকা কাটার সার্ভিস বন্ধ করতে 1 চাপুন 
অভিযোগ প্রদান করে  158 নাম্বারে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন।
আরও দেখুন: গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার

জিপি ইমারজেন্সি ব্যালেন্স বন্ধ করার কোড

এখন আমরা আপনাদের কে জানাবো কিভাবে জিপি ইমারজেন্সি ব্যালেন্স বন্ধ করার কোড ও মেজেস এর মাধ্যমে অফ করবেন।

গ্রামীণফোনের ইমারজেন্সি ব্যালেন্স বন্ধ করতে, মোবাইলের ডায়াল প্যাডে 1216*1# ডায়াল করুন এবং প্রদর্শিত অপশন থেকে ইমারজেন্সি ব্যালেন্স বন্ধ করুন।

alternativel, “STOP” লিখে 1122 নম্বরে এসএমএস পাঠিয়েও সার্ভিসটি বন্ধ করতে পারেন।

পদক্ষেপ বিবরণ
ধাপ ১ মোবাইলের ডায়াল প্যাড খুলুন
ধাপ ২ কোড ডায়াল করুন: 1216*1#
ধাপ ৩ স্ক্রিনে অপশন থেকে ইমারজেন্সি ব্যালেন্স বন্ধ করার অপশন নির্বাচন করুন
এসএমএস বিকল্প “STOP” লিখে 1122 নম্বরে পাঠান
আরও দেখুন: এয়ারটেল কাস্টমার কেয়ার নাম্বার

জিপি ইন্টারনেট প্যাকেজ বন্ধ করার কোড (GP Internet package off code)

আপনি যদি গ্রামীনফোন গ্রাহক হয়ে থাকেন তাহলে জিপি ইন্টারনেট প্যাকেজ বন্ধ করতে আপনাকে 1213041# ডায়াল করতে হবে।ফলে ইন্টারনেট শেষ হয়ে যাওয়ার পরও পুনরায় ইন্টারনেট অটো রিনিউ হবেনা।

জিপি কলারের রিং ব্যাক টোন (CRBT) বন্ধের কোড 

জিপি কলারের রিং ব্যাক টোন বন্ধ করতে হলে ফোনের নম্বর প্যাডে গিয়ে  1211*4# ডায়াল করতে হবপ অথবা এসএমএস-এ STOP লিখে 4000 নম্বরে পাঠাতে হবে।

আরও জানুন: বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার

জিপি নিউজ এলার্ট বন্ধ করার কোড 

জিপি নিউজ এলার্ট বন্ধ করতে হলে ফোনের এসএমএস-এ STOP লিখে পাঠান সংশ্লিষ্ট সাবস্ক্রিপশন নম্বর 2200 বা  2626 পাঠাতে হবে।

জিপি স্পোর্টস আপডেট বন্ধ করার কোড

জিপি স্পোর্টস আপডেট বন্ধ করতে হলে ফোনের মেসেজ অপশনে গিয়ে STOP লিখে   21213 নম্বরে পাঠাতে হবে।

জিপি নম্বর পরিবর্তন নোটিফিকেশন বন্ধ করার কোড

জিপি নম্বর পরিবর্তন নোটিফিকেশন বন্ধ করতে হলে 121561 নাম্বারে ডায়াল করতে হবে।

জিপি রেগুলার বিজ্ঞাপন বা প্রচারণামূলক মেসেজ বন্ধ করার কোড

1211102 নম্বরে ডায়াল করে অথবা STOP লিখে  27676 নম্বরে মেসেজ করলে রেগুলার বিজ্ঞাপন বা প্রচারণামূলক মেসেজ বন্ধ হয়ে যাবে।

জিপি স্বাস্থ্য বা লাইফস্টাইল সার্ভিস বন্ধের কোড

STOP লিখে পাঠান 789 নম্বরে পাঠালে জিপি স্বাস্থ্য বা লাইফস্টাইল সার্ভিস বন্ধ হয়ে যাবে।

জিপি সিমে কিভাবে ইমারজেন্সি ব্যালেন্স নিব

জিপি গ্রাহকরা *১২১*১*২# ডায়াল করে ইমার্জেন্সি ব্যালেন্স অ্যামাউন্ট চেক করতে পারবেন । ইমার্জেন্সি ব্যালেন্স এর বকেয়া চেক করতে ডায়াল করতে হবে *৫৬৬*২৮# নম্বরে।

এছাড়াও *১২১*১০১০*২# ডায়াল করে আপনার জন্য বরাদ্দকৃত ইমার্জেন্সি ব্যালেন্স জানতে পারবেন। 

গ্রামীণফোন কাস্টমার কেয়ারে যোগাযোগ 

গ্রামীণফোন কাস্টমার কেয়ারে যোগাযোগ করার কয়েকটি উপায় রয়েছে:

মাধ্যম বর্ননা
কাস্টমার কেয়ার হটলাইন সরাসরি কথা বলার জন্য আপনার মোবাইল থেকে ডায়াল করুন 121। এটি গ্রামীণফোনের হেল্পলাইন নাম্বার। এখানে ২৪ ঘণ্টা সেবা প্রদান করা হয়।
ই-মেইল [email protected]
গ্রামীণফোন ওয়েবসাইট Grameenphone Website
MyGP অ্যাপ গ্রামীণফোনের “MyGP” অ্যাপ ডাউনলোড করে কাস্টমার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন। অ্যাপে বিভিন্ন সমস্যার সমাধানও পাওয়া যায়।
সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুক ও টুইটারে গ্রামীণফোনের অফিসিয়াল পেজে মেসেজ পাঠিয়েও সহায়তা নিতে পারেন।
কাস্টমার কেয়ার সেন্টারে আপনার নিকটস্থ গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে সরাসরি সাহায্য নিতে পারেন
আরও দেখুন: টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার

গ্রামীণফোনের সকল সার্ভিস বন্ধ করার কোড নিয়ে প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন: গ্রামীণফোনে কিভাবে ব্যালেন্স চেক করে?

উত্তর: প্রধান অ্যাকাউন্ট ব্যালেন্স: আপনার প্রধান অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে *566# ডায়াল করুন । 

মিনিট ব্যালেন্স: আপনার অবশিষ্ট মিনিট ব্যালেন্স চেক করতে *1000*2# বা *121*1*2# ডায়াল করুন।

প্রশ্ন:জিপি ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে ইন্টারনেট কেনা যাবে কি?

উত্তর :হ্যা

শেষকথা

আশাকরি  আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে।

আমাদের আজকের আলোচনার বাহিরেও জিপি সিমের সকল অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ করার জন্য আপনাদের কিছু জানার  থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।

আরও জানুন:

DISCLAIMER

এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।

 Facebook Group এ আমাদের কে ফলো করুন  Follow Us
 Facebook Page এ লাইক দিয়ে ‍যুক্ত হন  Follow Us
 Twitter এ আমাদের কে ফলো করুন  Follow Us
 WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন  Follow Us
 Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন  Follow Us
 YouTube Channel এ আমাদের কে ফলো করুন  Follow Us 
 Quora তে আমাদের কে ফলো করুন-  Follow Us
 Pinterest এ আমাদের কে ফলো করুন-  Follow Us
 Instagram এ আমাদের কে ফলো করুন  Follow Us
 Web Stories এ আমাদের কে ফলো করুন  Follow Us
 TikTok চ্যানেল ফলো করে রাখুন  Follow Us
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন
 Follow Us

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Share via
Copy link