রবি সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২৫ (টাকা কাটার সার্ভিস)

রবি সিমের সকল সার্ভিস বন্ধ করার জন্য নির্দিষ্ট USSD কোড ব্যবহার করতে হয়।

অনেক সময় দেখা যায় নিজের অজান্তে কিছু সার্ভিস চালু হয়ে যায় এর ফলে সিম অপারেটিং এ নানা সমস্যার সম্মুখীন হতে হয়।তাই যত দ্রুত সম্ভব এসকল সার্ভিস বন্ধ করা প্রয়োজন হয়। 

তাই রবি গ্রাহকদের জন্য আমাদের আজকের আর্টিকেলে থাকছে Robi All Service Off Code রবি সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২৫ ও  Robi vas all service off code সম্পর্কিত যাবতীয় সব তথ্য।

রবি সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২৫

রবির সকল সার্ভিস বন্ধ করার জন্য গ্রাহকরা নির্দিষ্ট কয়েকটি পদ্ধতি ব্যবহার করতে পারেন। নিচে সংক্ষিপ্ত আকারে তা তুলে ধরা হলো:

USSD কোড ব্যবহার করে

রবি সিম তাদের গ্রাহকদের জন্য  নির্দিষ্ট USSD কোড দিয়ে ভ্যালু-অ্যাডেড সার্ভিস, ডাটা প্যাক ও অন্যান্য সার্ভিসগুলো বন্ধ করার সুযোগ দিয়ে থাকে। আপনি চাইলে *344# ডায়াল করেও বিভিন্ন সার্ভিস বন্ধ করতে পারেন।

রবি সকল সার্ভিস বন্ধ করার USSD কোড হল *344#

কাস্টমার কেয়ারে যোগাযোগ করে

প্রত্যেকটি জেলা শহরে রবি কাস্টমার কেয়ার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে বা ১২৩ নাম্বারে কল করে সরাসরি কথা বলেও আপনি  সব সার্ভিস বন্ধ করতে পারবেন।

My Robi অ্যাপ

My Robi অ্যাপ ব্যবহার করে সেখানে দেওয়া নিয়ময়ানুযায়ী আপনি দ্রুতই  যেকোন সার্ভিস বন্ধ করতে পারেন।

আরও জানুন: বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার

রবি সিমের  গুরুত্বপূর্ণ কোড সমূহ 

রবি সিমের জন্য গুরুত্বপূর্ণ কোড সমূহের তালিকা প্রদান করা হলো, যা বিভিন্ন সার্ভিস বন্ধ করতে ব্যবহার করা যাবে। এই কোডগুলো ডায়াল বা SMS মাধ্যমে সার্ভিসগুলো বন্ধ করার প্রক্রিয়া নির্দেশ করে।

সার্ভিসের নাম বন্ধের পদ্ধতি
Goongoon পরিষেবা “off” লিখে 8466 নাম্বারে এসএমএস করুন
ইন্টারনেট পরিষেবা 899900# ডায়াল করুন
মিসড কল এলার্ট 140212# ডায়াল করুন
ফোন ব্যাকআপ 140226# ডায়াল করুন
কিড-জোন এসএমএস “off” লিখে 8543 নাম্বারে এসএমএস করুন
কল ব্লক 140236# ডায়াল করুন
ফেসবুক সার্ভিস “Stop” লিখে 32665 নাম্বারে এসএমএস করুন
ব্লাস্ট পরিষেবা STOP লিখে 21291 নাম্বারে এসএমএস করুন
ইবাদাত পোর্টাল “off” লিখে 80807 নাম্বারে এসএমএস করুন
দৈনিক WAP বিষয়বস্তু “Off” লিখে 21290 নাম্বারে এসএমএস করুন
ব্রেকিং নিউজ অ্যালার্ট 140812*3# ডায়াল করুন
ফান পোর্টাল “joke off” লিখে 4636 নাম্বারে এসএমএস করুন
মুসলিম জীবন সার্ভিস “OFF” লিখে 21279 নাম্বারে এসএমএস করুন
Women Zone সার্ভিস “STOP WZ” লিখে 8378 নাম্বারে এসএমএস করুন
ভয়েস টিউব ‘UNSUB’ লিখে 808088 নাম্বারে এসএমএস করুন
Circle সার্ভিস “CSTOP” লিখে 8880 নাম্বারে এসএমএস করুন
লোকেটার পরিষেবা “off” লিখে 1818 নাম্বারে এসএমএস করুন
আরও দেখুন: গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার

Robi All Vas Service Stop Code

রবি Vas সার্ভিস চালু থাকার কারনে আমাদের ফোনে অপ্রয়োজনীয় অনেক মেসেজ চলে আসে। তাই এই Vas সার্ভিসটি বন্ধ করার জন্য 123 ডায়াল করতে হবে

বং তারপর 7 প্রেস করতে হবে। এর ফলে রবি সিমের সকল Vas সার্ভিস  ২৪ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে।

১.Goongoon পরিষেবা বন্ধ করতে “off” লিখে 8466 নাম্বারে এসএমএস করুন।

২.ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে *8999*00#   ডায়াল করুন।

৩.মিসড কল এলার্ট সার্ভিস বন্ধ করতে *140*2*1*2# ডায়াল করুন।

৪.ফোন ব্যাকআপ করতে *140*2*2*6# ডায়াল করুন।

৫.কিড-জোন এসএমএস বন্ধ করতে “off” লিখে 8543 নাম্বারে এসএমএস করুন।

৬.কল ব্লক করতে *140*2*3*6# ডায়াল করুন।

৭.ফেসবুক সার্ভিস বন্ধ করতে “Stop” লিখে 32665 নাম্বারে এসএমএস করুন।

৮.ব্লাস্টের জন্য STOP লিখে 21291 নাম্বারে এসএমএস করুন।

৯.ইবাদাত পোর্টাল বন্ধ করতে “off” লিখে 80807 নাম্বারে এসএমএস করুন।

১০.দৈনিক WAP বিষয়বস্তু ১ টাকায়, এই সার্ভিসটি বন্ধ করতে “Off” লিখে 21290 নাম্বারে এসএমএস করুন।

১১.ব্রেকিং নিউজ অ্যালার্ট এর জন্য *140*8*1*2*3# ডায়াল করুন।

১২.ফান পোর্টাল বন্ধ করতে “joke off” লিখে 4636 নাম্বারে এসএমএস করুন।

১৩.রবিতে মুসলিম জীবন সার্ভিসটি বন্ধ করতে “OFF” লিখে ‘21279’ নাম্বারে এসএমএস করুন।

১৪.Women Zone সার্ভিসটি বন্ধ করতে “STOP WZ” লিখে 8378 নাম্বারে এসএমএস করুন।

১৫.ভয়েস টিউব অফ করতে ‘UNSUB’ লিখে 808088 নাম্বারে এসএমএস করুন।

১৬.Circle সার্ভিসটি বন্ধ করতে “CSTOP” লিখে 8880 নাম্বারে এসএমএস করুন।

১৭.লোকেটার পরিষেবা বন্ধ করতে “off” লিখে 1818 নাম্বারে এসএমএস করুন। 

কিভাবে রবি ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নিব

অনেক সময় কথা বলতে গিয়ে ব্যালেন্স শেষ হয়ে গেলে রবি ইমারজেন্সি ব্যালেন্স এর দরকার হয়ে থাকে।তখন আমরা অনেকেই How To Get Robi Emergency Balance লিখে অনলাইনে সার্চ করি।

এক্ষেত্রে  রবি গ্রাহকগণ দশ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স পেতে পারেন এবং রবিতে  ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনাকে *8811*1# ডায়াল করতে হবে।

আর ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে হলে আপনাকে *222*16# ডায়াল করতে হবে। 

Robi Barring Incoming Call/ Incoming Call Off 

আমাদের অনেক সময় রবি ব্যারিং ইনকামিং কল এর সুবিধা নিতে হয়।তাই রবি ব্যারিং ইনকামিং কল অন করতে হলে আপনাকে *35*0000# ডায়াল করতে হবে।

আর  সার্ভিসটি বন্ধ করতে চান তাহলে পুনরায় #35*0000# ডায়াল করতে হবে। 

কার্যকলাপ কোড
ব্যারিং ইনকামিং কল অন 350000# ডায়াল করুন
ব্যারিং ইনকামিং কল বন্ধ #35*0000# ডায়াল করুন

রবি সিমে টাকা কাটার সমস্ত সার্ভিস বন্ধ

রবি সিমে অনেক সময় নানা এসএমএস এসে টাকা কেটে নেয় বা অনেক সময় আমাদের অজান্তে টাকা কেটে নেয়।

টাকা কাটা বন্ধ করতে আপনি চাইলে রবি কাস্টমার কেয়ারে গিয়ে বা কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে সার্ভিসটি অফ করতে পারেন।

তবে এতে প্রচুর সময় ব্যয় হয়।তাই আপনি নিজ মোবাইল ফোন থেকে *৯# ডায়াল করে টাকা কাটার সার্ভিসটি অফ করতে পারেন।

কার্যকলাপ পদ্ধতি
টাকা কাটা সার্ভিস বন্ধ *9# ডায়াল করুন
কাস্টমার কেয়ারে যোগাযোগ রবি কাস্টমার কেয়ারে গিয়ে অথবা প্রতিনিধি সাথে কথা বলুন

What Is Robi Call Waiting Code? (রবি কল ওয়েটিং কোড কত)

রবি কল ওয়েটিং সার্ভিস কোড হল *43#, এই কোডটি ডায়াল করলে আপনার রবি সিমের কল ওয়েটিং সার্ভিসটি অন হয়ে যাবে।  

কার্যকলাপ রবি কল ওয়েটিং সার্ভিস কোড
কল ওয়েটিং সার্ভিস অন *43# ডায়াল করুন

What Is Robi Call Divert On/Off Code

রবি গ্রাহকদের অনেক সময় রবি কল ডাইভার্ট অন/অফ কোড কত তা জানতে চায়।সেক্ষেত্রে আপনি আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে টাইপ করুন *21*ডাইভার্ট করা নাম্বার#।

আপনি যদি সকল কল ডাইভার্ট করতে চান তাহলে আপনাকে *21*8121# কোডটি ডায়াল করতে হবে।

আর আপনি যদি কল ডাইভার্ট বন্ধ করতে চান তাহলে আপনাকে *21# কোডটি ডায়াল করতে হবে।

Robi Outgoing Call Off/ Barring Outgoing Call Code (রবি আউটগোয়িং কল বন্ধ করুন)

আপনি যদি রবি আউটগোয়িং কল বন্ধ করতে চান তাহলে আপনাকে *33*0000# কোডটি ব্যাবহার করতে হবে। পুনরায় আউটগোয়িং কল অন করতে হলেও আপনাকে #33*0000# কোডটি ডায়াল করতে হবে।

আরও দেখুন: এয়ারটেল কাস্টমার কেয়ার নাম্বার

Robi Customer Care Number

রবি সিম ব্যবহারকারি গ্রাহকদের জন্য নিচে  রবি কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া হলো: 

##অভিযোগ করার ক্ষেত্রে আপনি 158 নাম্বারে ডায়াল করতে পারেন (টোল ফ্রি)।

##রবি হেল্প সেন্টারের ডায়াল কোড হল 123

তাছাড়া আপনি যদি অন্য নেটওয়ার্কে থাকেন তবে 01819-400 400 নাম্বারে ডায়াল করে রবি কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন।

কার্যকলাপ নম্বর
অভিযোগ করার জন্য 158 (টোল ফ্রি)
রবি হেল্প সেন্টার 123
অন্য নেটওয়ার্ক থেকে যোগাযোগ 01819-400 400

 

রবি টাকা কাটার সার্ভিস বন্ধ যোগাযোগ

রবি কর্পোরেট অফিস:দ্য ফোরাম, ১৮৭, ১৮৮/বি বীর উত্তম মীর শওকত সড়ক, তেজগাঁও ঢাকা-১২০৮

সেল্ফ সার্ভিস চ্যানেল:মাই রবি অ্যাপ

ইমেইল:[email protected]

হেল্প লাইন:রবি নম্বর থেকে ডায়াল করুন ১৫৮ নম্বরে (কোন চার্জ প্রযোজ্য নয়। এটি একটি আইভিআার-ভিত্তিক সার্ভিস) 

কল সেন্টার:ডায়াল ১২১

ডোর স্টেপ সার্ভিস:ডায়াল *১২১*১০*৫# 

সেবা তথ্য
কর্পোরেট অফিস দ্য ফোরাম, ১৮৭, ১৮৮/বি
বীর উত্তম মীর শওকত সড়ক, তেজগাঁও, ঢাকা-১২০৮
সেল্ফ সার্ভিস চ্যানেল মাই রবি অ্যাপ
ইমেইল [email protected]
হেল্প লাইন ১৫৮ (টোল ফ্রি, আইভিআর-ভিত্তিক সার্ভিস)
কল সেন্টার ১২১
ডোর স্টেপ সার্ভিস ১২১১০*৫# ডায়াল করুন

 

রবি সকল সার্ভিস বন্ধ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: রবি সকল VAS সার্ভিস বন্ধ করার পদ্ধতি:

উত্তর: রবি সকল VAS সার্ভিস বন্ধ করতে 123 ডায়াল করুন এবং তারপর 7 প্রেস করুন। এতে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আপনার সকল VAS সার্ভিস বন্ধ হয়ে যাবে।

প্রশ্ন: রবিতে ইমারজেন্সি ব্যালেন্স নিব কিভাবে?

উত্তর:ব্যালেন্স নিতে ডায়াল করুন *১২৩*০০৭# 

প্রশ্ন: রবি সিমের এমবি কোড কত?

উত্তর:রবি সিমের এমবি কোড *3# 

প্রশ্ন:Goongoon সার্ভিস বন্ধের প্রক্রিয়া

উ র: এই সার্ভিসটি বন্ধ করতে, আপনাকে “off” লিখে 8466 নম্বরে SMS পাঠাতে হবে।

প্রশ্ন: রবি লোন বন্ধ করার উপায়?

উত্তর:STOP লিখে 8811 নম্বরে পাঠাতে হবে।

প্রশ্ন: কিভাবে রবিতে অটো রিনিউ ইন্টারনেট প্যাক বন্ধ করবেন?

উত্তর: 29494 ডায়াল করে

প্রশ্ন: রবি কাস্টমার কেয়ার নম্বর

উত্তর: রবি সিম থেকে সরাসরি 123 নম্বরে ডায়াল করতে পারেন। অন্য নেটওয়ার্ক থেকে যোগাযোগ করতে চাইলে একই নম্বরে ডায়াল করে রবি হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।

প্রশ্ন: রবি সকল সার্ভিস বন্ধ করার কোড:

রবি সকল সার্ভিস বন্ধ করার জন্য কোড হল *9#। এই কোডটি ডায়াল করে আপনি আপনার রবি সিমের অপ্রয়োজনীয় সার্ভিসগুলো বন্ধ করতে পারবেন।

প্রশ্ন: রবি কল ওয়েটিং কোড:

উত্তর: রবি কল ওয়েটিং সার্ভিস অন ও অফ করার জন্য কোড হল *43#।

প্রশ্ন:রবি ইমারজেন্সি ব্যালেন্স পাওয়ার পদ্ধতি:

উ ত্তর: রবি ইমারজেন্সি ব্যালেন্স নিতে 88111# ডায়াল করতে হবে। এবং এই সার্ভিসটি বন্ধ করতে 22216# ডায়াল করতে হবে।

শেষ কথা

আশাকরি  আমাদের আজকের রবি সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২৫ আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে এবং রবি সকল সার্ভিস বন্ধ করার বেপার গুলা আপনি সঠিক ভাবে বুঝতে পেরেছেন।

আমাদের আজকের আলোচনার বাহিরেও রবি সিমের সকল অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ করার জন্য আপনাদের কিছু জানার  থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।

মানুষ আর জানতে চায় : টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করুন, রবি কল ওয়েটিং সার্ভিস, রবি টাকা কাটার সার্ভিস বন্ধ ২০২৫, রবি সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২৫, রবি টাকা কাটার সার্ভিস বন্ধ ২০২৫
রবি টাকা কাটা বন্ধ করার কোড, robi all service off code, robi all service check code, robi all service off code 2024

আরও জানুন:

DISCLAIMER

এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।

 Facebook Group এ আমাদের কে ফলো করুন  Follow Us
 Facebook Page এ লাইক দিয়ে ‍যুক্ত হন  Follow Us
 Twitter এ আমাদের কে ফলো করুন  Follow Us
 WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন  Follow Us
 Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন  Follow Us
 YouTube Channel এ আমাদের কে ফলো করুন  Follow Us 
 Quora তে আমাদের কে ফলো করুন-  Follow Us
 Pinterest এ আমাদের কে ফলো করুন-  Follow Us
 Instagram এ আমাদের কে ফলো করুন  Follow Us
 Web Stories এ আমাদের কে ফলো করুন  Follow Us
 TikTok চ্যানেল ফলো করে রাখুন  Follow Us
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন
 Follow Us

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Share via
Copy link