বিশ্বের যেসব দেশ স্বর্নের খনির জন্য বিখ্যাত তার মধ্যে দুবাই অন্যতম। দুবাই সব সময় ভালো মানের সোনা উত্তোলন করার জন্য নিজেদের অনান্য দেশ থেকে এগিয়ে রেখেছেন।তাই বিশ্ববাজারে দুবাইয়ের সোনার ব্যাপক চাহিদা।তাছাড়া মান অনুযায়ী দুবাই সোনার দাম তুলনা মূলক কম।
আমাদের অনেকেই দুবাইয়ের স্বর্ণ পছন্দ করেন।কারন এটা খাটি স্বর্ন বলে ডিজাইন ভালো হয় এবং স্বর্নের উজ্জ্বলতা বেশি। এজন্যই প্রতিদিন অসংখ্য মানুষ অনলাইনে আজ দুবাই সোনার দাম কত লিখে সার্চ করেন ।
তাই আজকের পোস্টে আমরা আপনাদের জানাবো আজ দুবাই সোনার দাম কত,দুবাই সোনার দাম কত ২০২৫,দুবাই ১ ভরি সোনার দাম কত ২০২৫,22 ক্যারেট গোল্ড রেট দুবাই,দুবাই গোল্ড মার্কেট,দুবাই গোল্ড মার্কেট সম্মন্ধে কিছু তথ্য সহ আরও অনেক কিছু।
আজ দুবাই সোনার দাম কত ২০২৫
দুবাইতে প্রতিনিয়ত স্বর্ণের দাম উঠানামা করে থাকে।তাই আরব আমিরাত সরকার স্বর্নের দাম নির্ধারণ করে দিয়েছেন।স্বর্নের দাম নির্ভর করে আন্তর্জাতিক বুলিয়ান বাজারের উপর।
এর পাশাপাশি মুদ্রাস্ফীতি, সুদের হার, স্থানীয় করনীতি, সোনার চাহিদা এবং সরবরাহ, রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার উপর উপর ভিত্তি করেও স্বর্নের দাম বাড়ে কমে।
দুবাইতে স্বর্ন পরিমাপ করা হয় গ্রাম এককে। সেই হিসেবে বাংলাদেশী ১ ভরি স্বর্ন দুবাইয়ের হিসেবে ১১.৬৬ গ্রাম।বাংলাদেশে ৪ ধরনের ক্যারেটের স্বর্ন যেমন ২৪ ক্যারেট,২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ন পাওয়া যায় কিন্তুু দুবাইতে এই চার ক্যারেটের পাশাপাশি ১৪ ক্যারেট,১০ ক্যারেট এবং ৬ ক্যারেট এর স্বর্ন পাওয়া যায়।
নিচে আজ দুবাই সোনার দাম কত তার সংক্ষিপ্ত তালিকা দেওয়া হলো।যাতে সহজেই আপনারা বুঝতে পারেন :
নিচে ২২ ক্যারেট, ২৪ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম সম্পর্কিত একটি টেবিল তৈরি করা হলো:
সোনার প্রকার | দাম (AED/g) | পরিবর্তন |
---|---|---|
22K Gold | 296.25 | -1.25 |
24K Gold | 319.75 | -1.50 |
18K Gold | 245.75 | -1.00 |
দুবাইয়ের হিসাব অনুযায়ী
দুবাই স্বর্ন | AED |
১ গ্রাম ২৪ ক্যারেট | ২৯৪.৮৫ |
১ গ্রাম ২২ ক্যারেট | ২৭০.৬৭ |
১ গ্রাম ২১ ক্যারেট | ২৫৭.৯৯ |
১ গ্রাম ১৮ ক্যারেট | ২২১.১৩ |
১ গ্রাম ১৪ ক্যারেট | ১৭২.৪৮ |
১ গ্রাম ১০ ক্যারেট | ১২২.৯৫ |
১ গ্রাম ৬ ক্যারেট | ৭৩.৭১ |
বাংলাদেশ হিসাবে দুবাইয়ের স্বর্নের দাম
দুবাই স্বর্ন | মূল্য |
১ ভরি ২৪ ক্যারেট | ৮২০০০ টাকা |
১ ভরি ২২ ক্যারেট | ৭৬০০০ টাকা |
১ ভরি ২১ ক্যারেট | ৭৩৫০০ টাকা |
১ ভরি ১৮ ক্যারেট | ৬৩০০০ টাকা |
আর জানুন: আজকের সোনার দাম কত ২০২৫ বাংলাদেশ
দুবাই স্বর্নের দাম কত ২০২৫
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোনার খনি বেশি।তাই ব্যাপক হারে সোনা উত্তোলন করা হয়।আর এজন্য দাম তুলনামূলকভাবে কম হয়।মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোনার উপর কোন কর আরোপ করা হয়না।ফলে স্বর্নের দাম কম থাকে।
এ কারনে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিনিয়োগকারীরা সোনা কেনার দিকে ঝোঁকে।
আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে স্বর্ণ গ্রাম এককে বিক্রি করা হয়ে থাকে। ২০২৫ সালে এসে পূর্বের তুলনায় স্বর্নের দাম অনেক বেশি।আজ দুবাই শহরে ২৪ ক্যারেটের ১ গ্রাম স্বর্নের দাম ২৪১.৫০ দিরহাম, যা বাংলাদেশি টাকার ৭০২০ টাকা।
এ হিসেবে দুবাই শহরে ২৪ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম বাংলাদেশি প্রায় ৮২ হাজার টাকার সমান।
আরও আর্টিকেল পড়ুন: আজকে এক ভরি সোনার দাম কত ২০২৫
দুবাই ১ ভরি সোনার দাম কত ২০২৫
কেউ যদি দুবাই থেকে ১ ভরি স্বর্ন কিনতে চায় তাহলে তাকে অবশ্যই ১১.৬৬ গ্রাম স্বর্ন ক্রয় করতে হবে।আজ যারা আজ দুবাই ১ ভরি সোনার দাম কত ২০২৫ জানতে চান তাদের জন্য বলছি।দুবাইয়ের ১ ভরি স্বর্ন কিনতে হলে আপনাকে অবশ্যই ৮২ হাজার টাকা খরচ করতে হবে।
আজ দুবাই শহরে 24 ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম ২৪০.৫০ দিরহাম। যা বাংলাদেশি টাকায় প্রায় ৭০২০ টাকা।
22 ক্যারেট গোল্ড রেট দুবাই
আমরা হয়তো অনেকেই মনে করে করি যে ২৪ ক্যারেট স্বর্ন ভালো।কিন্তু গহনা তৈরির জন্য মূলত ২২ ক্যারেট স্বর্ন ভালো। কারন এতে অতি সামান্য পরিমাণ খাদ বা অন্যান্য ধাতু মিশ্রিত থাকে। এজন্য অলংকারের কাজ নিখুঁত হয়।
নিচে বিভিন্ন ওজনের ২২ ক্যারেট গোল্ডের দাম দেওয়া হলো। কারন অনেকেই গোল্ড কেনার সময় 22 ক্যারেট গোল্ড রেট দুবাই সম্পর্কে জানেননা।
**২২ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের দাম ২২৩.৭৫ দিরহাম বা ৬৫০০ টাকা।
**২২ ক্যারেট ১০ গ্রাম স্বর্ণের দাম ২২৩৭.৫ দিরহাম বা ৬৫০০০ টাকা।
**২২ ক্যারেট ১০০ গ্রাম স্বর্ণের দাম ২২৩৭৫ দিরহাম বা ৬৫০০০০ টাকা।
**২২ ক্যারেট ১ ভরি স্বর্ণের দাম ২৬১০ দিরহাম বা ৭৬০০০ টাকা।
দুবাই গোল্ড মার্কেট
আরব আমিরাতের দুবাই শহরে বিশ্বের সবচাইতে বড় স্বর্ণের মার্কেট রয়েছে। দুবাইকে “Golden City “ বলা হয়ে থাকে।যারা দুবাইতে যায় তারা সামর্থ্য থাকলে স্বর্ন ছাড়া খালি হাতে আসেননা।
তবে যারা নতুন নতুন দুবাইতে যায় এবং স্বর্ন কিনতে চায় কিন্তু স্বর্ণের মার্কেট কোথায় তা জানেনা তাদের জন্য দুবাই গোল্ড মার্কেট সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো:
দুবাইয়ের বিখ্যাত গোল্ড মার্কেট মূলত ২ টি
১.গোল্ড সুক
২.বুর্জ খলিফা
তথ্য | গোল্ড সুক | বুর্জ খলিফা |
অবস্থান | বুর দুবাই এলাকায় অবস্থিত, গোল্ড সুক দুবাইয়ের সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহ্যবাহী সোনার বাজার | দুবাই মলের আশেপাশে অবস্থিত বিশ্বের সবচেয়ে উচু বিল্ডিং বুর্জ খলিফায় রয়েছে স্বর্নের মার্কেট। |
কীভাবে পৌঁছতে হয় | মেট্রো: বুর জুবাই মেট্রো স্টেশনে নামুন এবং বাজারটি পায়ে হেঁটে 5 মিনিটের মধ্যে পৌঁছান। বাস: বাস নম্বর 2, 8, 15, 27, 34, 35, 38, 42, C1, C10, C13, C16, C28, C30, C31, N13, N20, X22 গোল্ড সুকের কাছাকাছি বাস স্টপে থামে। ট্যাক্সি: দুবাইয়ের যেকোনো স্থান থেকে ট্যাক্সি করে গোল্ড সুকে যেতে পারেন। |
মেট্রো: বুর্জ খলিফা/দুবাই মল মেট্রো স্টেশনে নামুন এবং মলের ভিতরে দিয়ে হেঁটে যান।
বাস: বাস নম্বর 2, 8, 15, 27, 34, 35, 38, 42, C1, C10, C13, C16, C28, C30, C31, N13, N20, X22 বুর্জ খলিফার কাছাকাছি বাস স্টপে থামে। ট্যাক্সি: দুবাইয়ের যেকোনো স্থান থেকে ট্যাক্সি করে বুর্জ খলিফায় যেতে পারেন। |
আশা করি আপনারা তথ্য অনুসারে আজ দুবাই সোনার দাম কত ও দুবাইতে কোথায় স্বর্ন পাওয়া যাবে তা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
দুবাই গোল্ড মার্কেট সম্মন্ধে কিছু তথ্য
সতর্কতা:দুবাইতে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা ইচ্ছাকৃত ভাবে ভেজাল স্বর্ন কেনা বেচা করে।এধরণের ব্যবসায়ী থেকে স্বর্ন কেনা থেকে বিরত থাকতে হবে।
স্বর্নের দাম যাচাই বাছাই:
মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের দুবাই শহরে স্বর্নের দাম বরাবরই কম।তবে স্বর্ন কেনার আগে আমাদের প্রত্যেকের স্বর্নের দাম ভালোকরে জেনে নিতে হবে।যাতে ঠকতে না হয়।এজন্যই আপনাদের সুবিধার জন্য পূর্বে আজ দুবাই সোনার দাম কত তা জানিয়েছি।
আরও দেখুন : আজ কলকাতায় হলমার্ক সোনার দাম কত
আজ দুবাই সোনার দাম কত সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ম:দুবাইতে স্বর্নের দাম কত?
উত্তর:তুলনামূলক কম
প্রশ্ম:আজ দুবাই সোনার দাম কত?
উত্তর:১ গ্রাম ২৪১.৫০ দিরহাম
প্রশ্ম:দুবাইতে সোনা কেনার উপর কি কোন ট্যাক্স বা শুল্ক আছে?
উত্তর:না
সর্বশেষ কথা
স্বর্ণ পড়তে কে না পছন্দ করে?প্রাচীনকাল থেকেই স্বর্নের ব্যাপক চাহিদা। দুবাই শহরে স্বর্ণের চাহিদা প্রচুর পরিমাণে থাকে। কারন কম দামে দুবাইতে স্বর্ন পাওয়া যায়।
তাই আজকের আর্টিকেলে আমরা আজ দুবাই সোনার দাম কত তা তুলে ধরেছি,সেই সাথে আপনারা জানতে পারবেন ১৮, ২১, ২২ ক্যারেট ১ ভরি স্বর্ণের দাম কত?
আশাকরি আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে।ধন্যবাদ।
আর ও জানুনঃ
- ব্রয়লার মুরগির আজকের বাজার দর
- আজকের সোনার দাম কত
- আজকের ডিমের পাইকারি বাজার দর
- আজকের মসলার বাজার দর
- আজকের পেঁয়াজের বাজার দর
- চিনির আজকের বাজার দর
- আজকের ডিমের পাইকারি বাজার দর
- আজকের তেলের বাজার দর
- আজকে দেশি মুরগির দাম ২০২৫
- আলুর বাজার দর ২০২৫। এক কেজি আলুর দাম কত
- তেলের বাজার দর । সয়াবিন তেলের দাম ২০২৫
- আর এফ এল সাবমারসিবল পাম্পের দাম কত ২০২৫
DISCLAIMER
এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।
Facebook Group এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Facebook Page এ লাইক দিয়ে যুক্ত হন | Follow Us |
Twitter এ আমাদের কে ফলো করুন | Follow Us |
WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
YouTube Channel এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Quora তে আমাদের কে ফলো করুন- | Follow Us |
Pinterest এ আমাদের কে ফলো করুন- | Follow Us |
Instagram এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Web Stories এ আমাদের কে ফলো করুন | Follow Us |
TikTok চ্যানেল ফলো করে রাখুন | Follow Us |
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন |
Follow Us |