টঙ্গী বাজার সাপ্তাহিক বন্ধ | অফ ডে | পাইকারি বাজার | আবাসিক হোটেল, ইত্যাদি।

টঙ্গী বাংলাদেশের গাজীপুর জেলার একটি অভিজাত শিল্প নগরী। টঙ্গী থানা গাজীপুর সিটি কর্পোরেশন-এর অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান।ঢাকা শহরের উত্তর সীমান্তে টঙ্গী অবস্থিত। ১৭৮৬ সালে গোড়াপত্তন হয় টঙ্গীর।  মূলত দিনের শুরুতে ঠিক করে থাকি যে আজ আমরা কেতাথায় যাবো।

বাংলাদেশের অন্যান্য বাজারের ন্যায় একটি উল্লেখ যোগ্য বাজার হলো টঙ্গী বাজার। ৩৫০,০০০ জনসংখ্যার টঙ্গী নগরির অন্যতম প্রাণ কেন্দ্র হলো টঙ্গী বাজার।  ঢাকার অন্যতম বৃহত্তর বাজার টঙ্গী বাজার সপ্তাহে একদিন বন্ধ থাকে। 

তাই আজকের এই আর্টিকেলটিতে টঙ্গী বাজার  কখন বন্ধ ও কখন খোলা থাকে এবং টঙ্গী বাজারের অন্যান্য তথ্য নিয়ে আলোচনা করছি।

tongi bazar weekly off day

টঙ্গী বাজার সাপ্তাহিক বন্ধ

বাংলাদেশে টঙ্গী সেতুর পাশে নির্মিত বৃহত্তর বাণিজ্যিক বাজার হলো টঙ্গী বাজার । বাংলাদেশের অন্যতম প্রাৈইকারি বাজার হলো টঙ্গী বাজার। বৃহত্তর বাজার হওয়ার ফলে এখানে হাজার হাজার দোকান ও ব্যাবসায়ীক ভবন রয়েছে।

১৭৮৬ সালে থেকে আজ পর্যন্ত অর্থাৎ২০২৪ সাল টঙ্গী বাজার পরিণত হয়েছে একটি শিল্প এলাকা হিসেবে।  প্রতিদিন টঙ্গী বাজার জমজমাট বেচাকেনা চলে এবং হাজারো মানুষের ভীর দেখা যায়। 

টঙ্গী বাজার সাপ্তাহিক বন্ধ হলো বুধবার

আরও জানুন : পলওয়েল মার্কেট সাপ্তাহিক বন্ধ

টঙ্গী পাইকারি বাজার

ঢাকা ময়মনসিংহ হায়ওয়েতে অবস্থিত হলো  টঙ্গী বাজারের এক অংশ ঢাকা ময়মনসিংহ হায়ওয়ের সাথে এবং এক অংশ টঙ্গী নদীর সাথ অতপ্রত ভাবে জরিত। হায়ওয়ে এর সাথে যুক্ত প্রায় ২ কিলোমিটার এবং নদীর সাথে যুকাত প্রায় ২.৫ কিলোমিটার।

নদী পথে টঙ্গী বাজারের অধিকাংশ পণ্য আমদানি ও রপ্তানি করা হয়ে থাকে। এছাড়াও টঙ্গী বাজারে দোকানের পাশাপাশি আরও রয়েছে– ফুড কোর্ট, সিনেপ্লেক্স, শরীর চর্চাকেন্দ্র, থিম পার্ক, ইত্যাদি। 

খেয়াল রাখবেন :

  • সোনাভান বিপণিবিতান: এই বাজারটি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে এবং ২০১৯ সালে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে, কিছু ব্যবসায়ী এখনও সেখানে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

কিছু তথ্য:

  • টঙ্গী বাজার রোড নং ৪, ঢাকা ১২১৬ এ অবস্থিত।
  • বাজারে পোশাক, ইলেকট্রনিক জিনিসপত্র, আসবাবপত্র, খেলনা এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন ধরণের পণ্য পাওয়া যায়।
  • বাজারটি পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের জন্য জনপ্রিয়।
  • টঙ্গী বাজার ঢাকা থেকে বাস ও ট্রেনে সহজেই যাওয়া যায়।

টঙ্গী বাজার মার্কেট অফ ডে

টঙ্গী বাজার মার্কেট অফ ডে হল বুধবার । সকাল ৯টা থেকে রাত ১০ টা পর্যন্ত দোকান পাট খোলা থাকে। মনে রাখবেন,বাজারটি পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের জন্য জনপ্রিয় ।

টঙ্গী বাজারে কিভাবে যাবেন

টঙ্গী বাজারে  বিভিন্ন ভাবে ঢাকার যেকোনো প্রান্ত থেকে যাওয়া যায়। বাসে আসা তুলনা মুলক সহজ, কিন্তু আপনি চাইলে সিএনজি, প্রাইভেট কার, ট্রেইন বা মেট্র করেও আসতে পারবেন। 

টঙ্গী বাজার প্রায় ৩২ দশমিক ৩৬ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। টঙ্গী বাজার এখন যেন একটি বাণিজ্যর প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।

কেননা অনেক মানুষ  টঙ্গী বাজার থেকে তাদের প্রাইকারী সকল পণ্য কেনা এবংয় উৎপাদিত পণ্য বিক্রি করে থাকে। ফলে এটা বলা বাহুল্য যে টঙ্গী বাজার একটি বাণিজ্য কেন্দ্র।  টঙ্গী বাজার ঢাকা থেকে বাস ও ট্রেনে সহজেই যাওয়া যায়।

টঙ্গী বাজার কবে বন্ধ থাকে

সপ্তাহে ৭ দিনের মধ্যে টঙ্গী বাজারের সকল কার্যক্রম ৬ দিন ধারাবাহিক ভাবে চলে। এবং একদিন এই মার্কেটে সকল প্রকার দোকানন বন্ধ রাখা হয় আর এই দিনটাকে বলা হয়ে থাকে টঙ্গী বাজারের অফ ডে বা ছুটির দিন। 

যেহেতু টঙ্গী বাজার বাণিজ্যর একটি অন্যতম শাখা সেহেতু আমাদের সকেলের জানা উচিত বাজারটি ঠিক কবে নাগাদ বন্ধ থাকে। যানজট নিরসনে ও বাংলাদেশ সরকারের মার্কেটিং নিয়মে বাজর পরিচালনার ক্ষেত্রে টঙ্গী বাজার খোলার এবং বন্ধের একটি নির্দিষ্ট সময় রয়েছে।

১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে রাজধানী ঢাকার বাণিজ্যর প্রাণ কেন্দ্র টঙ্গী বাজার। এবং ৬ দিন সম্পন্ন হওয়ার পরে নির্দিষ্ট একটি দিন অর্থাৎ বুধবারে টঙ্গী বাজারের সকল দোকান বন্ধ থাকে।

আরও জানুন : বসুন্ধরা শপিং মল বন্ধের দিন

টঙ্গী বাজার কবে খুলবে

টঙ্গী বাজার বৃহত্তর এই বাজার এলাকাটি আধুনিক স্থাপত্য নকশা অনুযায়ী নির্মিত হয়েছে। টঙ্গী বাজারটি প্রতিদিন স্থানীয় এবং বহিরাগত ক্রেতা ও পর্যটকদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে । 

অনেকের মনে প্রশ্ন থেকে থাকে যে টঙ্গী বাজার কখন খুলবে এবং কখন বন্ধ হবে? টঙ্গী বাজার সাধারণত সকাল ১০ টায় খোলা হয়ে থাকে এবং রাতের একটি নির্দিষ্ট সময়ে বন্ধ করা হয়ে থাকে।

টঙ্গী মার্কেট কোথায় অবস্থিত

টঙ্গী মার্কেট টঙ্গী উপশহরের এলাকায় অবস্থিত।  টঙ্গী বাজার বাস স্ট্যান্ড থেকে হেঁটে বা রিক্সায়  আসতে ৫ মিনিটের মতো সময় লাগে। ঢাকা ময়মনসিংহ হায়ওয়ে রাস্তার পাশে বিস্তর এলাকা জুরে টঙ্গী মার্কেট অবস্থিত এবং গাজীপুর থেকে বাসে পূর্ব পর্শ্বে গেল টঙ্গী মার্কেট অবস্থিত।

টঙ্গী মার্কেট টঙ্গী নদীর তীরে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে টঙ্গী মার্কেট।

টঙ্গী মার্কেট বন্ধ কবে

টঙ্গী মার্কেট টঙ্গী খালের পশে অবস্থিত আর এই মার্কেটের সাপ্তাহিক বন্ধের দিন বুধবার । তাছাড়া টঙ্গী মার্কেট প্রতিদিনই খোলা থাকে। 

টঙ্গী মার্কেট হাজার হাজার ক্রেতা বিক্রেতা দের পণ্য ক্রয় বিক্রয়ের একটি নিভরযোগ্য প্রতিষ্ঠান। টঙ্গী মার্কেটকে রাজধানী ঢাকার আধুনিকায়নের অন্যতম প্রতীকহিসেবে বিবেচনা করা হয়।

টঙ্গীতে বেশ কয়েকটি পাইকারি বাজার আছে।

  • টঙ্গী বাজার: NextStepBD – ঢাকা – ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী 1710, বাংলাদেশ। বাজারটি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। Google Maps এ ৪.১ রেটিং পেয়েছে।
  • টঙ্গী বাজার: টঙ্গী বাজার, টঙ্গী, বাংলাদেশ। Google Maps এ অবস্থিত।
  • হযরত শাহাজালাল (রাঃ) কাঁচা বাজার: 176(AIM, Taha, 176 কলেজ রোড, টঙ্গী 1711, বাংলাদেশ। বাজারটি সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। Google Maps এ ৪ রেটিং পেয়েছে।
  • সফি মার্কেট: W9PX+WHC, Tongi, বাংলাদেশ। Google Maps এ অবস্থিত। ৫ রেটিং পেয়েছে।
  • খান কাচা বাজার: VCW8+GQ7, টঙ্গী, বাংলাদেশ। Google Maps এ অবস্থিত। ৫ রেটিং পেয়েছে।

টঙ্গী বাজার আবাসিক হোটেল

টঙ্গী বাজারে বেশ কয়েকটি আবাসিক হোটেল আছে।

আশা করি এইগুলা থেকে আপনার পছন্দ অনুযায়ী হোটেল বেছে নিতে এই তথ্য আপনাকে সাহায্য করবে।

টঙ্গী মার্কেট সম্পর্কিত প্রশ্নাবলী

টঙ্গী মার্কেট কবে বন্ধ থাকে?

টঙ্গী মার্কেট এর সাপ্তাহিক বন্ধের দিন হলো প্রতি বুধবার। 

টঙ্গী মার্কেট কি খোলা?

টঙ্গী বাজার সকাল ১০ টা থেকে রাত ১২ টা পর্যন্ত খোলা।

টঙ্গী মার্কেট মালিক কে ?

শিল্প মালিক সমিতি নামে একটি সংগঠন টঙ্গী বাজারের দেখা শোন করে থাকেন। এবং মার্কেটের সকল কার্যক্রম পরিচালনা করা থেকে শুরু করে মার্কেটের সকল সুবিধা অসুবিধা এবং নিয়ম কানুন নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া ও সিটি কর্পোরেশনকে কর প্রদান করে থাকে শিল্প মালিক সমিতি।

মন্তব্য

আশা করি, এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে টঙ্গী বাজার বন্ধের দিন সহ যাবতীয় তথ্য জানতে পেরেছেন । তারপর ও যদি আপনাদের টঙ্গী বাজারে সম্পর্কে আর কিছু জানার থাকে, আমাদের কে নিচে কমেন্ট করে জানাতে পারেন। সকল ধরণের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রাইকারি পণ্য ক্রয় করার ক্ষেত্রে টঙ্গী বাজারে অবশ্যই যেতে হবে। 

আরও জানুনঃ

Leave a Comment