প্রতিটি রান্নায় সবজি হিসেবে আলুর ব্যাপক ব্যবহার হয়ে থাকে। আলুকে বাংলাদেশের প্রধান সবজি বলা যেতে পারে। আলু দামে সস্তা, সহজলভ্য, সুস্বাদু ও পুষ্টিগুণ সম্পন্ন হাওয়ায় সকলের কাছে জনপ্রিয়।
আলুর বাজার দর প্রায় পরিবর্তিত হচ্ছে। তাই আলুর পরিবর্তনশীল বাজার দর সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে রাখা প্রয়োজন।
আজকের এ আর্টিকেলটিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে এক কেজি আলুর দাম কত এবং বিভিন্ন ধরনের আলুর বাজার দর নিয়ে বিস্তারিত আলোচনা করছি।
আজকের আলুর বাজার দর ২০২৫
Contents
1 কেজি আলুর দাম কত
1 কেজি আলুর দাম ৫৪ থেকে ৬০ টাকা। গত সপ্তাহে এ দাম অপরিবর্তিত ছিল । কিন্তু গত মাসে ১ কেজি আলুর দাম ছিল ৫৬ থেকে ৬৫ টাকা।
কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খুচরা পর্যায়ে যেখানে আলুর যৌক্তিক মূল্য ২৮ টাকা। সেখানে কেজি প্রতি প্রায় ২৫ থেকে ৩০ টাকা দাম বাড়িয়ে ৫০ -৬০ টাকা দরে আলু বিক্রি হচ্ছে।
স্থান | ১ কেজি আলুর দাম | গত মাসে আলুর দাম |
ঢাকা | ৫৫ থেকে ৬০ | ৫৫ থেকে ৬০ |
চট্টগ্রাম | ৫৫ থেকে ৫৮ | ৫৫ থেকে ৫৬ |
খুলনাত | ৫৮ থেকে৬০ | ৬০ থেকে ৬৫ |
রাজশাহী | ৫৪ থেকে ৫৫ | ৫৪ থেকে ৫৫ |
বরিশাল | ৫৮ থেকে৬০ | ৫০ থেকে ৫২ |
রংপুর | ৫৪ থেকে ৫৫ | ৫৪ থেকে ৫৫ |
সিলেট | ৫৫ থেকে ৬০ | ৫৫ থেকে ৬০ |
ময়মনসিংহ | ৫৬ থেকে ৫৭ | ৫৮ থেকে ৬০ |
বিভিন্ন বাজারের আলুর দামের তুলনা করলে দেখা যায় সেগুলোর দাম প্রায় সমান কিন্তু সব জায়গায় ন্যায্য মূল্যের থেকে অতিরিক্ত দামে আলু বিক্রি হচ্ছে। আলুর দামের রোলার কোস্টারে সবাই ক্লান্ত হয়ে পড়েছে।
আলুর দাম কি বাড়বে
গত বছর অর্থাৎ ২০২৩ সালের আগস্ট মাসে আলুর দাম ছিল ৩৮ থেকে ৪০ টাকা কেজি। যা বর্তমানে অর্থাৎ ২০২৫ সালের আগস্ট মাসে অনুযায়ী ৫৪ থেকে ৬০ টাকা কেজি।
সুতরাং গত এক বছরে কেজিপ্রতি ২০ টাকা করে আলুর দাম বেড়েছে ।
আলুর দাম বাড়বে কিনা তা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন- আলু উৎপাদনের পরিমাণ, উৎপাদন খরচ, বাজারে সিন্ডিকেট এবং আমদানি ইত্যাদি বিষযয়ের উপর।
আলুর দাম কত আজকের বাজার ২০২৫
ঢাকায় প্রতিদিনের আলুর দাম সঠিকভাবে জানার জন্য ভিজিট করতে পারেন বাংলাদেশ সরকার নির্ধারিত দ্রব্যমূল্যের তালিকা প্রকাশ করার ওয়েবসাইটে।
- বাজার দর : https://tcbbazardor.com/
- বিভাগীয় পর্যায়ে বাজার দর:
https://dam.gov.bd//site/page/5b91ee24-2ea4-4411-8db2-93dd1db77503
এখানে প্রতিটি নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মূল্য তালিকা প্রতিদিন প্রকাশ করা হয়। উপরোক্ত লিংক গুলোতে ক্লিক করলে আলুর সঠিক মূল্যের প্রতিদিন আপডেট জানতে পারবেন।
আলুর দাম 2024
আলুর বর্তমান বাজার দর সর্বনিম্ন ৫৪ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬০ টাকা পর্যন্ত। দেশের বিভিন্ন স্থানে কেজি প্রতি আলুর দাম–
- ঢাকায় ১ কেজি আলুর দাম ৫৫ থেকে ৬০ টাকা
- চট্টগ্রামে ১ কেজি আলুর দাম ৫৫ থেকে ৫৮ টাকা
- খুলনাতে ১ কেজি আলুর দাম ৫৮ থেকে ৬০ টাকা
- রাজশাহীতে ১ কেজি আলুর দাম ৫৪ থেকে ৫৫ টাকা
- বরিশালে ১ কেজি আলুর দাম ৫৮ থেকে ৬০ টাকা
- রংপুরে ১ কেজি আলুর দাম ৫৪ থেকে ৫৫ টাকা
- সিলেটে ১ কেজি আলুর দাম ৫৫ থেকে ৬০ টাকা
- ময়মনসিংহে ১ কেজি আলুর দাম ৫৬ থেকে ৫৭ টাকা
আরো পড়ুন:আজকের তেলের বাজার দর
আজকের আলুর খবর
ভিন্ন জাতের আলু, আলুর গুনগত মান এবং দোকান ভেদে সাধারণত আলুর দামের তারতম্য হয়ে থাকে। কেজি প্রতি আলুর সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম হল-
পরিমাপ | আলুর দাম সর্বনিম্ন | আলুর দাম সর্বোচ্চ |
১ কেজি | 54 | 60 |
২ কেজি | 108 | 120 |
৩ কেজি | 162 | 180 |
৪ কেজি | 216 | 240 |
৫ কেজি | 270 | 300 |
২০২৫ সালের ১১ আগস্ট অনুযায়ী
এক বস্তা আলুর দাম কত
সাধারণত এক বস্তায় চল্লিশ কেজি আলু থাকে। এক কেজি আলুর দাম ৫৪ থেকে ৬০ টাকা। তাহলে এক বস্তা মানে ৪০ কেজি আলুর দাম হল ২১৬০ থেকে ২৪০০ টাকা।
শেষ কথা
আশা করি, আর্টিকেলটি পড়ার মাধ্যমে আজকের আলুর বাজার দর জানতে পেরেছেন। তবে খুচরা ও পাইকারি পর্যায়ে আলুর দামের কিছুটা তারতম্য লক্ষ্য করা যাবে।
এছাড়া আলুর মজুদ ও সরবরাহের ভিত্তিতে পরবর্তীতে দাম কম বেশি হতে পারে। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার দর সম্পর্কে আপডেট তথ্য পেতে আমাদের ওয়েব সাইটের সাথেই থাকুন।
এ ওয়েবসাইটে যে সকল বাজার দর তুলে ধরা হয় তা প্রায় শতভাগ নির্ভরযোগ্য ও সঠিক। কেননা সরকারের নির্ধারিত দাম ও দেশের চলমান বিভিন্ন স্থানের বাজার দর সঠিকভাবে অনুসন্ধান করার পরেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়।
আর ও জানুনঃ
- ব্রয়লার মুরগির আজকের বাজার দর
- আজকের সোনার দাম কত
- আজকের ডিমের পাইকারি বাজার দর
- আজকের মসলার বাজার দর
- আজকের পেঁয়াজের বাজার দর
- চিনির আজকের বাজার দর
- আজকের ডিমের পাইকারি বাজার দর
- আজকের তেলের বাজার দর
DISCLAIMER
এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।
Facebook Group এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Facebook Page এ লাইক দিয়ে যুক্ত হন | Follow Us |
Twitter এ আমাদের কে ফলো করুন | Follow Us |
WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
YouTube Channel এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Quora তে আমাদের কে ফলো করুন- | Follow Us |
Pinterest এ আমাদের কে ফলো করুন- | Follow Us |
Instagram এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Web Stories এ আমাদের কে ফলো করুন | Follow Us |
TikTok চ্যানেল ফলো করে রাখুন | Follow Us |
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন |
Follow Us |