দোয়েল চত্বর কবে বন্ধ থাকে? (কি কি পাবেন, কিভাবে যাবেন)

বাঙালী জাতির চেতনার অন্যতম নিদর্শন হচ্ছে দোয়েল চত্বর।দোয়েল চত্বর বাঙালীর ইতিহাসকে সমৃদ্ধ করেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে তার মধ্যে দোয়েল চত্বর অন্যতম।

এখানে পাওয়া যায় হাতের তৈরি নানা কারুকার্যের জিনিসপত্র। যারা সৌখিন তারা প্রায়শই দোয়েল চত্বর আসেন নিজেদের পছন্দসই জিনিস পত্র কিনতে।

দোয়েল চত্বরে আসা ক্রেতাদের কেনাকাটাকে স্বাচ্ছন্দ্যবোধ করতে আমাদের আজকের আয়োজনে থাকছে দোয়েল চত্বর কবে বন্ধ থাকে,দোয়েল চত্বরে কি কি পাবেন,দোয়েল চত্বরের অবস্থান, দোয়েল চত্বরে কিভাবে যাবেন,যোগাযোগ ইত্যাদি সম্পর্কে নানা তথ্য।

doel chattar off day

দোয়েল চত্বর কবে বন্ধ থাকে

দোয়েল চত্বর সব সময় সাধারন মানুষের জন্য উন্মুক্ত থাকে। দোয়েল চত্ত্বরে কোন সাপ্তাহিক বন্ধ নেই।সপ্তাহের সাতদিন সকাল ৯ টা থেকে রাত ১০ টা অব্দি দোয়েল চত্বরের দোকানগুলো খোলা থাকে।তাই কেউ চাইলে সপ্তাহের যেকোন দিন এখানে কেনা কাটা করতে চলে আসতে পারেন।

গুরুত্বপূর্ন তথ্য

অনাকাঙ্খিত ঘটনা:অনেক সময় রাষ্ট্রীয় অনুষ্ঠান, মিছিল বা নিরাপত্তাজনিত কারণে দোয়েল চত্বর সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।

উৎসব: বিভিন্ন উৎসব যেমন পহেলা বৈশাখ,ইদ, কুরবানিতে দোয়েল চত্বরে নতুন নতুন জিনিস পাওয়া যায়।যা ক্রেতাদের উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

রাষ্ট্রীয় ছুটি:রাষ্ট্রীয় ছুটির দিনেও দোয়েল চত্বর বন্ধ থাকেনা।

দোয়েল চত্বরে কি কি পাবেন

দোয়েল চত্বরে হরেক রকম জিনিস পাওয়া যায়।এসব জিনিসপত্রের দামও হাতের লাগালে।নিচে দোয়েল চত্বরে কি কি পাওয়া যায় তার একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হলো :

পন্যবর্ননা
হস্তশিল্প দোয়েল চত্বরে পাওয়া হাতে তৈরি পুতুল,শোবিজ,গহনা, ঝারবাতি সহ আরও অনেক কিছু।
মৃৎশিল্প এখানে পাওয়া যায় মাটির তৈরি পাতিল, কলস, সরা, ফুলদানি, বাহারি খেলনা, মাটির সানকি, কাপ-পিরিচ, জগ, থালা, বাটি, পোড়ামাটির ভাস্কর্য, মাটির তৈরি ফলমূল ইত্যাদি।
বাশের তৈরি জিনিসপত্র বাঁশের বাঁশি, কুলো, ডালা, পাখি, নৌকা, একতারা, ডুগডুগি, ঢোল, মাথার মাথাল, সাপের বীণ, পুঁতির মালা, কুড়েঘর ইত্যাদি পাওয়া যায়।
তালপাতার তৈরি জিনিসপত্র তালপাতার তৈরি জিনিসপত্রের মধ্যে পাওয়া যায় পাখা,বাশি,পুতুল, পাখির বাসা ইত্যাদি
কারুশিল্প এখানে কাঠের তৈরি হরেক রকম জিনিস পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হলো কাঠের শোপিস,কাঠের তৈরি ছোট বড় নানা কারুকাজের ওয়ালম্যাট ও শোপিস,মগ ইত্যাদি। কাজের ধরন,ডিজাইন ও সাইজ অনুযায়ী ওয়ালম্যাট বা শোপিসের  দাম ভিন্ন হয়।
পটশিল্প পাট বাংলাদেশের ঐতিহ্য।দোয়েল চত্বরে পাটের শিকা, পুতুল, হ্যান্ডপার্স, সাইডব্যাগ,পাটি,গহনা পাওয়া যায়।
পিতল ও কাঁসার পণ্যপিতল ও কাঁসার তৈরি ছোট বড় নানা ভাস্কর্য, প্লেট,প্রদীপ দানি,মগ, ছোট হাড়ি পাওয়া যায়।

দোয়েল চত্বরের অবস্থান 

দোয়েল চত্বর ঢাকার শাহবাগে অবস্থিত।ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরে কার্জন হলের সামনে আসলেই চোখে পড়বে দোয়েল চত্বর।এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় হয়ে বাংলা একাডেমি পেরিয়ে একটু সামনে এগোলেই দোয়েল চত্বর। দোয়েল চত্বরের উত্তর-পূর্বে রয়েছে শিশু একাডেমি।

দোয়েল চত্বরে কিভাবে যাবেন

দোয়েল চত্বরে যাওয়ার জন্য ঢাকায় কয়েক ধরনপর যানবাহনের ব্যাবহার করা যায়।যেমন :

বাস: ঢাকার বিভিন্ন স্থান থেকে বাসে করে সরাসরি  শাহবাগ মোড়ে নেমে ৫ মিনিট হেঁটে সামনে  আসলেই দোয়েল চত্বর।

রিকশা:ঢাকার যেকোনো জায়গা থেকে সরাসরি রিকশা  নিয়ে দোয়েল চত্বরে পৌঁছাতে পারেন।তবে এক্ষেত্রে ভাড়া তুলনামূলক বেশি পড়ে এবং সময়ও একটু বেশি লাগে।

সিএনজি:সিএনজি করে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল অব্দি আসলেই দেখা মিলবে দোয়েল চত্বরের।

নিজস্ব গাড়ি: ব্যক্তিগত গাড়ি নিয়ে সহজেই দোয়েল চত্বরে যাওয়া সম্ভব।দোয়েল চত্বরের আশে পাশে অনেক গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস:তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে করে দোয়েল চত্বরে আসতে পারে।

দোয়েল চত্বর সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন:দোয়েল চত্বর কবে বন্ধ থাকে?

উত্তর: সপ্তাহের কোন দিন বন্ধ নেই।

প্রশ্ন: দোয়েল চত্বরের স্থপতি কে?

উত্তর: আজিজুল হক পাশা

প্রশ্ন: দোয়েল চত্বর কোথায় অবস্থিত?

উত্তর: শাহবাগ

প্রশ্ন:দোয়েল চত্বরের আশেপাশে  গাড়ি পার্কিং ব্যবস্থা আছে কি?

উত্তর: হ্যা

শেষ কথা

ঘর ও মনকে  নিজের মত করে সাজাতে হলে চলে যেতে হবে দোয়েল চত্বর।এখানে আপনি পাবেন সৌখিন সব জিনিসপত্র।এসব জিনিসপত্র বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে ধরে রেখেছে তাই দেরি না করে আজই চলে আসুন দোয়েল চত্বর।

আর যারা দোয়েল সম্পর্কে বিস্তারিত জানেননা তাদের জন্য রয়েছে আমাদের আজকের আর্টিকেল। 

এখানে আপনাদের জন্য তুলে ধরা হয়েছে যাবতীয় সব তথ্য।আমাদের সবোর্চ্চ প্রচেষ্টা ছিল আজকের আর্টিকেলে সঠিক তথ্য সঠিক ভাবে আপনাদের কাছে পৌছে দেওয়া।

এরপরও যদি দোয়েল চত্বর কবে বন্ধ থাকে নিয়ে আপনাদের কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।আমরা সাধ্যমতো সঠিক তথ্য দিয়ে আপনাদের সহায়তা করবো।ধন্যবাদ দোয়েল চত্বর কবে বন্ধ থাকে আর্টিকেল টি পড়ার জন্য।

আরও জানুনঃ

DISCLAIMER

এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।

 Facebook Group এ আমাদের কে ফলো করুন Follow Us
 Facebook Page এ লাইক দিয়ে ‍যুক্ত হন Follow Us
 Twitter এ আমাদের কে ফলো করুন Follow Us
 WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন Follow Us
 Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন Follow Us
 YouTube Channel এ আমাদের কে ফলো করুন Follow Us 
 Quora তে আমাদের কে ফলো করুন- Follow Us
 Pinterest এ আমাদের কে ফলো করুন- Follow Us
 Instagram এ আমাদের কে ফলো করুন Follow Us
 Web Stories এ আমাদের কে ফলো করুন Follow Us
 TikTok চ্যানেল ফলো করে রাখুন Follow Us
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন
 Follow Us

Leave a Comment