বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর সাপ্তাহিক বন্ধ | টিকেট মূল্য | যাবার উপায়, ইত্যাদি।

সাফারি পার্কের অন্যতম আকর্ষণ কোর সাফারি। চারিপাশে বন্যপ্রাণী বাঘ ,সিংহ ,জিরাফ, জেব্রা, হরিন  ও অন্যান্য প্রাণী হেঁটে বেড়াচ্ছে তার মাঝখান দিয়ে আপনি মিনিবাসে ঘুরে বেড়াচ্ছেন। এমনও হতে পারে হঠাৎ করে বাঘ রাস্তা আটকে দিল বা জানালার কাছে এসে সিংহ গর্জন দিল। এমন অভিজ্ঞতা পেতে হলে আপনাকে অবশ্যই বঙ্গবন্ধু সাফারি পার্কে ভ্রমণ করতে হবে। তবে এই পার্ক সপ্তাহে সাত দিন খোলা থাকে না। 

পার্কে নির্দিষ্ট কিছু সময়সূচি রয়েছে যা পার্কে ভ্রমণের পূর্বে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। 

তাইতো আজকের আর্টিকেলে আমরা আপনাদেরকে বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর সাপ্তাহিক বন্ধ সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই চলুন দেরি না করে এখনই আর্টিকেলটি শুরু করা যাক:

Bangabandhu Safari Park Gazipur weekly Off Day

Table of Contents

বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর সাপ্তাহিক বন্ধ

বঙ্গবন্ধু সাফারি পার্ক সপ্তাহে সাত দিনের মধ্যে মঙ্গলবার ছাড়া বাকি ৬ দিন খোলা থাকে। পার্কের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। বাকি ছয় দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর প্রতি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে

বঙ্গবন্ধু সাফারি পার্ক, গাজীপুর প্রবেশ টিকেট মূল্য (২০২৪)

আপনি যদি একজন প্রাপ্ত বয়স্ক মানুষ হয়ে থাকেন। তাহলে আপনার সাফারি পার্কে প্রবেশ মূল্য মাত্র ৫০ টাকা দিতে হবে। 

কিন্তুু যদি আপনার বয়স ১৮ বছর এর কম হয়ে থাকে। তাহলে টিকিটের মূল্য হবে মাত্র ২০ টাকা।

তবে আপনি যদি শিক্ষা সফর কিংবা ছাত্র/ছাত্রী হয়ে থাকেন। তাহলে আপনার প্রবেশ মূল্য হবে মাত্র ১০ টাকা। 

অপরদিকে যারা অন্য কোনো দেশ থেকে উক্ত পার্কে ভ্রমন করার জন্য আসবে। তাদের প্রবেশ মূল্যর পরিমান হবে প্রায় ০৫ ডলার। 

কিন্তুু যদি আপনারা আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসনে। এবং আপনাদের মোট শিক্ষার্থীর সংখ্যা ৪০-১০০ জন হয়। তাহলে আপনাদে প্রবেশ মূল্য হবে মাত্র ৪০০ টাকা। 

অপরদিকে আপনাদের শিক্ষার্থী সংখ্যা যদি এর থেকেও বেশি হয়। তাহলে আপনাদের প্রবেশ মূল্য হবে প্রায় ৮০০ টাকা। 

প্রবেশকারীটিকিট মূল্য (টাকা)
প্রাপ্তবয়স্ক৫০
অপ্রাপ্তবয়স্ক (১২ বছরের নিচে)২০
ছাত্র/ছাত্রী১০
বিদেশী পর্যটক১০০০
শিশু (৩ বছরের নিচে)ফ্রি

অন্যান্য খরচ:

  • গাড়ী পার্কিং
    • বাস/কোচ/ট্রাক: ৪০০
    • মিনিবাস/মাইক্রোবাস: ২০০
    • গাড়ি/জীপ: ১০০
    • অটোরিকশা: ৫০
    • মোটরসাইকেল: ২৫
  • সাফারি বাস
    • প্রাপ্তবয়স্ক: ১০০
    • শিশু (৫ বছরের উপরে): ৫০
  • অন্যান্য রাইড ও ইভেন্ট:
    • মূল্য পরিবর্তিত হতে পারে।

দ্রষ্টব্য:

  • এই টিকিট মূল্য ২০২৪ সালের ২৫ জুন পর্যন্ত প্রযোজ্য।
  • আপডেট তথ্যের জন্য, সর্বদা পার্কের ওয়েবসাইট বা ফোন নম্বরে যোগাযোগ করা উ ।
  • ওয়েবসাইট: https://www.safariparkgazipur.info.bd/
  • ফোন: +880 1713-086245

বঙ্গবন্ধু সাফারি পার্কের বন্ধের দিন

বঙ্গবন্ধু সাফারি পার্ক সপ্তাহে সাত দিনের মধ্যে মঙ্গলবার ছাড়া বাকি ৬ দিন খোলা থাকে। পার্কের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। বাকি ছয় দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।

বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর সাপ্তাহিক বন্ধমঙ্গলবার 

আরও জানুন: মিরপুর চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ

বঙ্গবন্ধু সাফারি পার্ক অবস্থান কোথায়

রাজধানী ঢাকা শহর থেকে প্রায় ৪০ কিমি উত্তরে ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন বাঘের বাজার নামের  স্থান থেকে সোজা পশ্চিমে আরো ০৩ কিলোমিটার গেলেই আপনি সরাসরি বঙ্গবন্ধু সাফারি পার্ক পৌঁছে যেতে পারবেন।

আপনি  যদি অন্য কোনো স্থান থেকে আসেন তাড়লে গাজীপুর জেলার, শ্রীপুর উপজেলা, মাওনা ইউনিয়ন এ আসলেই বঙ্গবন্ধু সাফারি পার্ক দেখতে পাবেন।

ঠিকানা: বড় রাথুরা মৌজা, শ্রীপুর উপজেলা, গাজীপুর

ওয়েবসাইট: https://www.safariparkgazipur.info.bd/

বঙ্গবন্ধু সাফারি পার্ক যাবার উপায়

আপনি যদি দেশের অন্য কোনো স্থান থেকে এই পার্কে আসতে চান, তাহলে আপনি সরাসরি আগে গাজীপুরে আসবেন।

তাহলে আপনাকে সরাসরি গাজীপুর চোরাস্তায় আসতে হবে। তারপর এখান থেকে আপনি বাঘের বাজারে আসবেন।

আপনি বাঘের বাজার এসেই দেখতে পাবেন বঙ্গবন্ধু সাফারি পার্কের বিশাল এক সাইনবোর্ড। তো সেখান থেকে আপনাকে পুনরায় রিকশা কিংবা অটোতে উঠতে হবে।

 সেগুলোর মাধমে আপনি সরাসরি বঙ্গবন্ধু সাফারি পার্ক এর মেইন গেটের সামনে আসতে পারবেন।

ঢাকা থেকে বঙ্গবন্ধু সাফারি পার্ক যাওয়ার বিভিন্ন উপায় রয়েছে। আপনার পছন্দ এবং বাজেট অনুসারে আপনি যেকোনো একটি বেছে নিতে পারেন।

গাড়িযোগে:

  • ঢাকা থেকে বঙ্গবন্ধু সাফারি পার্কের দূরত্ব প্রায় ৩৭ কিলোমিটার।
  • গাড়িতে করে যেতে প্রায় ১ ঘন্টা সময় লাগে।
  • ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে গাজীপুর যান।
  • গাজীপুর থেকে বঙ্গবন্ধু সাফারি পার্কের দিকে সাইনবোর্ড অনুসরণ করুন।
  • পার্কের গাড়ি পার্কিংয়ে আপনার গাড়ি পার্ক করতে পারবেন।

বাসে:

  • ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল থেকে নিয়মিত বাস সার্ভিস রয়েছে যা বঙ্গবন্ধু সাফারি পার্ক যায়।
  • বাস ভাড়া প্রায় ৫০-১০০ টাকা।
  • বাস পার্ক থেকে পার্ক গেট পর্যন্ত রিকশা বা অটোরিকশায় যেতে পারবেন।

ট্রেনে:

  • ঢাকা থেকে ট্রেনে করে বঙ্গবন্ধু সাফারি পার্ক যাওয়া সম্ভব নয়।
  • আপনাকে প্রথমে ট্রেনে করে গাজীপুর যেতে হবে।
  • গাজীপুর থেকে বাস, রিকশা বা অটোরিকশায় পার্ক যেতে পারবেন।

নৌকায়:

  • ঢাকা থেকে নৌকায় করে বঙ্গবন্ধু সাফারি পার্ক যাওয়া সম্ভব নয়।

খরচ:

  • ঢাকা থেকে বঙ্গবন্ধু সাফারি পার্ক যাওয়ার মোট খরচ আপনার ভ্রমণের উপায় এবং আপনি কতজন মানুষ ভ্রমণ করছেন তার উপর নির্ভর করবে।
  • গাড়িতে করে গেলে, জ্বালানি খরচ, টোল এবং পার্কিং ফি মিলিয়ে খরচ হবে প্রায় ১০০০-১৫০০ টাকা।
  • বাসে গেলে খরচ হবে প্রায় 200-300 টাকা।
  • ট্রেনে গেলে খরচ হবে প্রায় 100-200 টাকা।

বঙ্গবন্ধু সাফারি পার্কে যেসব প্রাণী রয়েছে

সাফারি পার্কে আছে জলহস্তী, বাঘ, সিংহ, হাতি, সম্বর হরিণ, মায়া হরিণ, চিত্রা হরিণ, ক্যাংগারু, জেব্রা, বানর, হনুমান, ভাল্লুক, গয়াল, কুমির ও বিচিত্র পাখি। সাফারি পার্ক পরিদর্শন করলে উপরের সবগুলো প্রাণী আপনি দেখতে পাবেন।

এছাড়াও ২০২১ সালে সেপ্টেম্বর মাসে নীল গায়ের দুইটি বাচ্চা জন্ম নেই। এই নীল গাইটিকে কিছু স্বার্থপর মানুষের জবায়ের হাত থেকে বিজিবি উদ্ধার করে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে জমা দেয়। নিচে লিস্ট আকারে বঙ্গবন্ধু সাফারি পার্কে যেসব প্রাণী রয়েছে তা দেওয়া হল

স্তন্যপায়ী:

  • বাঘ (Royal Bengal Tiger)
  • হাতি (Asian Elephant)
  • গন্ডা (Greater One-Horned Rhinoceros)
  • চিতাবাঘ (Leopard)
  • হরিণ (Spotted Deer, Sambar Deer, Hog Deer)
  • বানর (Rhesus Monkey, Macaque Monkey)
  • শিয়াল (Bengal Fox)
  • বনবিড়াল (Jungle Cat)
  • বন্যকুকুর (Dhole)
  • বেজি (Sloth Bear)
  • উল্লুক (Pangolin)
  • খরগোশ (Indian Hare)
  • ইঁদুর (Indian Giant Squirrel)

পাখি:

  • ময়ূর (Indian Peafowl)
  • হাঁস (Duck)
  • পাপিয়া (Common Myna)
  • ধনেশ (Kingfisher)
  • বক (Egret)
  • শালিক (Magpie Robin)
  • টিয়া (Parrot)
  • ঘুঘু (Dove)
  • কোকিল (Cuckoo)
  • হাঁস (Duck)
  • ঈগল (Eagle)

সরীসৃপ:

  • কুমির (Mugger Crocodile)
  • গেছোপোকা (Monitor Lizard)
  • সাপ (Python, Cobra)
  • কচ্ছপ (Turtle)

উভয়চর:

  • টিকটিকি (Gecko)
  • ব্যাঙ (Frog)

মৎস্য:

  • রুই (Rohu)
  • কাতলা (Catla)
  • মৃগেল (Mrigal)
  • বাঁশকুড়ি (Grass Carp)
  • তেলাপিয়া (Tilapia)

কীটপতঙ্গ:

  • প্রজাপতি (Butterfly)
  • মৌমাছি (Bee)
  • পতঙ্গ (Beetle)

জেনে রাখা ভাল এই তালিকা সম্পূর্ণ নয়। বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়মিত নতুন প্রাণী যোগ করা হয় এবং কিছু প্রাণী মারা যায় বা অন্যত্র স্থানান্তরিত হয়।

পর্যটকদের জন্য অনুসরণীয়

১.   পলিথিন ও অপচনশীল পদার্থ যত্র-তত্র না ফেলে ডাস্টবীনে রাখুন।

২.   সিগারেটের প্যাকেট, পরিত্যক্ত কাগজ, নষ্ট ব্যাটারী, লাইটার ও বিস্কুট, চানাচুর প্রভৃতির প্লাস্টিকের মোড়ক যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে ফেলা।

৩.   সিংহ‌ ও বাঘের  বেস্টনীতে গিয়ে চলন্ত গাড়ী হতে নামবেন না।

৪.   কোমল ও বিশুদ্ধ পানীয় বোতল জঙ্গলে না ফেলা।

৫.   মাইক বাজানো, গান-বাজনা ও দলবদ্ধভাবে হৈ-চৈ, বাজি বা পটকা ফোটানো ইত্যাদি না করা।

৬.   বিশ্রামাগার ব্যবহার করতে হলে আপনাকে পূর্ব থেকে বুকিং নিতে হবে।

৭.   পূর্বেই টিকেট কাউন্টার হতে টিকেট ক্রয় বাঞ্চনীয়।

৮.   বন্যপ্রাণীকে কোন ধরনের খাবার প্রদান করবেন না।

৯.   বাইরের কোন খাবার পার্কের ভিতরে না নেওয়া।

যোগাযোগের ঠিকানা

  • বন্য প্রানী ও প্রক্তি সংরক্ষক অঞ্চল, বন ভবন, আগারগাও, ঢাকা
  • মোবাইল: ০১৯৯৯০০০০৪২
  • ভারপ্রাপ্ত কর্মকর্তা ,বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, গাজীপুর
  • মোবাইল: ০১৭১৯২৯১০৭০
  • হোটেল,পিকনিক স্পট বুকিং সহ যেকোনো প্রয়জনে হট লাইনঃ :০১৭৩৯৮৮৪০৬৬, ০১৭২১৫২১৬২৩, ০১৭৭২৫৩৮১৮৫

বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর নিয়ে আরা সচরাচর জানতে চাওয়া।

বঙ্গবন্ধু সাফারি পার্কের টিকেট কত টাকা?

বঙ্গবন্ধু সাফারি পার্কের টিকেট এর দাম ৫০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত।

বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ কবে? 

প্রতি মঙ্গলবার বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ থাকে।

সাফারি পার্ক সাপ্তাহিক ছুটি কবে?

বঙ্গবন্ধু সাফারি এর  সাপ্তাহিক ছুটি মঙ্গলবার 

দেশের প্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত?

দেশের প্রথম সাফারি পার্ক হল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, যা কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় অবস্থিত।

সবশেষে 

আপনিও চাইলে পরিবার নিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্কের মত সুন্দর ও মনোরম পরিবেশে ঘুরে আসতে পারেন। তবে যাওয়ার আগে অবশ্যই পার্কের টাইম সিডিউল দেখে যাবেন এবং পার্ক বন্ধের দিন দেখে যাবেন। তা না হলে অযথা আপনার সময় নষ্ট হবে। 

আজকে আর্টিকেলে আমরা আপনাদেরকে বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর সাপ্তাহিক বন্ধের দিন সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেয়ার চেষ্টা করেছি। আশা করি আর্টিকেলটি থেকে আপনি কিছুটা হলে উপকৃত হয়েছেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

আরও জানুনঃ

Leave a Comment