ধানের বাজার দর সরকার নির্ধারণ করে থাকে। তবে বিভিন্ন সময় ধানের দাম কম বেশি হয়। তাই কৃষকদের প্রতিদিনের ধানের বাজার দর সম্পর্কে সর্বশেষ তথ্য জানা প্রয়োজন।
আজকের আর্টিকেলটিতে বর্তমানে ধানের দাম কত, কোন ধানের দাম কত, খুচরা বাজারে ধানের দাম, কৃষকরা কত টাকায় ধান বিক্রি করছেন ইত্যাদি তথ্য তুলে ধরবো ।
আজকে ধানের বাজার দর ২০২৫
আজকে ধানের বাজার দর পরিবর্তিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত ঢাকা বিভাগে ধানের দাম নিচে করা হলো-
ধানের জাত | মণ প্রতি দাম (টাকা) | কেজি প্রতি দাম (টাকা) |
মোটা( বি আর- ১১) | ২০০০ থেকে ২২৪০ | ৫০ থেকে ৫৬ |
বাঁশফুল | ৩০০০ থেকে ৩৪০০ | ৭৫ থেকে ৮৫ |
বিরোই, পাইজাম, বালাই | ২৪০০ থেকে ৩১২০ | ৬০ থেকে ৭৮ |
হিরা- ২ | ১৯২০ থেকে ২০০০ | ৪৮ থেকে ৫০ |
ব্রি ধান- ২৮, ব্রি ধান-২৯ | ২২০০ থেকে ২৩২০ | ৫৫ থেকে ৫৮ |
বাংলা জিরাশাইল | ২৬০০ থেকে ৩০০০ | ৬৫ থেকে ৭৫ |
(২৮ জুলাই ২০২৫ অনুযায়ী)
বর্তমানে ধানের দাম কত ২০২৫
- ১ মন মোটা( বি আর- ১১) ধানের দাম ২০০০ থেকে ২২৪০ টাকা
- ১ মন বাশফুল ধানের দাম ৩০০০ থেকে ৩৪০০ টাকা
- ১ মন বিরোই, পাইজাম, বালাই ধানের দাম ২৪০০ থেকে ৩১২০
সরকারি ধানের রেট কত
সরকারি ধানের রেট ৩২ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে।
- বোরো ধানের দাম ৩২ টাকা কেজি।
- ১ মণ ধানের দাম ১২৮০ টাকা।
২০২৫ সালের এপ্রিল মাসে বোরো মৌসুমে ধান এই সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।
তবে বর্তমানে বাজার পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, কৃষকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। যেখানে ১ মণ ধানের দাম ১২৮০ টাকার পাওয়ার কথা। সেখানে তাদের ১ মন ধান ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
১ মণ ধানের দাম কত
- ১ মণ বোরো ধানের দাম ১২৮০ টাকা
- ১ মন ব্রি ধান- ২৮ বা ব্রি ধান-২৯ ধানের দাম ২২০০ থেকে ২৩২০ টাকা
- ১ মন জিরা শাইল ধানের দাম ২৬০০ থেকে ৩০০০ টাকা
আজকের বাজার দর
২৮ জুলাই ২০২৫ খ্রি. তারিখে ঢাকার বাজার দর।
খাদ্যশস্যের নাম | পাইকারি মূল্য (প্রতি কেজি) (টাকা) | খুচরা মূল্য (প্রতি কেজি) (টাকা) |
চাল মধ্যম মান(সিদ্ধ) (ব্রি ধান-২৮, ব্রি ধান-২৯, বিআর-২৩ ইত্যাদি) | ৫১.০০-৫২.০০ | ৫৫.০০-৫৮.০০ |
চালের দাম ২০২৫
বিভিন্ন চালের দামের মূল্য তালিকা দেওয়া হলো-
পণ্যের নাম | মাপের একক
|
চালের আজকের দাম | ১ সপ্তাহ পূর্বের দাম | ||
সর্বনিম্ন | সর্ব্বোচ্চ | সর্বনিম্ন | সর্ব্বোচ্চ | ||
চাল সরু (নাজির/মিনিকেট) | প্রতি কেজি | ৬০ | ৭৮ | ৬০ | ৭৮ |
চাল (মাঝারি)পাইজাম/লতা | প্রতি কেজি | ৫২ | ৫৮ | ৫২ | ৫৮ |
চাল (মোটা)/স্বর্ণা/চায়না ইরি | প্রতি কেজি | ৪৮ | ৫২ | ৪৮ | ৫২ |
(১১ জুলাই ২০২৫ অনুযায়ী)
মিনিকেট চালের দাম
- ১ কেজি মিনিকেট চালের দাম সর্বনিম্ন ৬০ টাকা থেকে সর্বোচ্চ ৭৮ টাকা পর্যন্ত।
- এক মন মিনিকেট চালের দাম সর্বনিম্ন ২৪০০ টাকা থেকে সর্বোচ্চ ৩১২০ টাকা।
শেষ কথা
আশা করি, আর্টিকেলটি পড়ার মাধ্যমে আজকে ধানের বাজার দর জানতে পেরেছেন। তবে খুচরা ও পাইকারি পর্যায়ে ধানের দামের কিছুটা তারতম্য লক্ষ্য করা যাবে।
এছাড়া ধানের মজুদ ও সরবরাহের ভিত্তিতে পরবর্তীতে দাম কম বেশি হতে পারে। ধানের বাজার দর সম্পর্কে আপডেট তথ্য পেতে আমাদের ওয়েব সাইটের সাথেই থাকুন।
আর ও জানুনঃ
- ব্রয়লার মুরগির আজকের বাজার দর
- আজকের সোনার দাম কত
- আজকের ডিমের পাইকারি বাজার দর
- আজকের মসলার বাজার দর
- আজকের পেঁয়াজের বাজার দর
- চিনির আজকের বাজার দর
- আজকের ডিমের পাইকারি বাজার দর
- আজকের তেলের বাজার দর
DISCLAIMER
এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।
Facebook Group এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Facebook Page এ লাইক দিয়ে যুক্ত হন | Follow Us |
Twitter এ আমাদের কে ফলো করুন | Follow Us |
WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
YouTube Channel এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Quora তে আমাদের কে ফলো করুন- | Follow Us |
Pinterest এ আমাদের কে ফলো করুন- | Follow Us |
Instagram এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Web Stories এ আমাদের কে ফলো করুন | Follow Us |
TikTok চ্যানেল ফলো করে রাখুন | Follow Us |
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন |
Follow Us |