চট্টগ্রাম চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ | টিকেট প্রবেশ মূল্য | সময়সূচী ,ইত্যাদি।

চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাংলাদেশের ১০ টি চিড়িয়াখানার মধ্যে এটির স্থান ৪র্থ। ১০.২ একর জমির উপরে চট্টগ্রাম চিড়িয়াখানা নির্মান করা হয়েছে। ৭২ প্রজাতির প্রাণী মোট ৩০০ প্রাণী আছে এখানে।

অনেকে এখানে ভ্রমণের জন্য আসে আবার অনেকে শিশুদের বিনোদনের জন্য  চিড়িয়াখানায় আসেন।কারন এখানে আসলেশিশুরা নানা রকমের অজানা প্রানীর সাথে পরিচয় হতে পারে।তাই ভ্রমন করতে আসার আগে চট্টগ্রাম চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ কবে তা জানা অতীব জরুরী। নইলে ভ্রমন করতে এসে ফিরে যেতে হবে।

তাই ভ্রমনকারীদের সুবিধার্থে আজকের আর্টিকেলে  চট্টগ্রাম চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ,চট্টগ্রাম চিড়িয়াখানার ইতিহাস,চট্টগ্রাম চিড়িয়াখানার অবস্থান,চট্টগ্রাম চিড়িয়াখানায় গেলে কি কি দেখতে পাবেন,কিভাবে যাবেন,যোগাযোগ, চট্টগ্রাম চিড়িয়াখানার সময়সূচী,সুবিধা ও অসুবিধা ইত্যাদি সম্পর্কে জানাবো।

Table of Contents

চট্টগ্রাম চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ

বাংলাদেশের অনান্য চিড়িয়াখানাগুলো সাপ্তাহিক বন্ধ থাকলেও চট্টগ্রাম চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ থাকেনা। প্রতিদিন এটি খোলা থাকে। শনিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত সপ্তাহের ৭ দিন চট্টগ্রাম চিড়িয়াখানা ভ্রমণ করতে পারবেন। চট্টগ্রাম চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ না থাকায় সপ্তাহের সাত দিনই টিকিট কাটা যায়।

chittagong zoo off day

আরো জানুনঃ মিরপুর চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ

গুরুত্বপূর্ণ কিছু তথ্য

টিকিট:কেউ চাইলে চিড়িয়াখানা ভ্রমনের জন্য অগ্রীম টিকিট কাটতে পারে।তাছাড়া সাথে সাথেও টিকিট কাটা যায়।

টিকিট কাটার সময়সূচি :সাধারনত সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা অব্দি যেকোন সময় টিকিট কাটা যায়।

অনলাইন টিকিট :অনলাইন টিকিট কাটার ক্ষেত্রে বিশেষ সুবিধা হলো আপনি ২৪ ঘন্টার যেকোন সময় টিকিট কাটতে পারেন।

অনিবার্যকারন বশত বন্ধ : অনেক সময় সংস্কার কাজ বা রক্ষনাবেক্ষনের কাজে চিড়িয়াখানা বন্ধ ঘোষনা করা হয়।

চট্টগ্রাম চিড়িয়াখানার ইতিহাস

চট্রগ্রামের ফয়স লেকের পাশে  ১৯৮৯ সালে তৈরি করা হয় চট্টগ্রাম চিড়িয়াখানা। ৬ একর জায়গার উপর বানর, সিংহ, হরিণ ও হনুমান এই চার প্রজাতির ১৬টি প্রাণী নিয়ে এ চিড়িয়াখানা যাত্রা শুরু। এরপর ১৯৮৮ সালে, চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক এম এ মান্নান এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত ব্যক্তিরা ফয়েজ লেকে চিত্তবিনোদন, শিক্ষা এবং গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেয়।

পরবর্তিতে ১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি এই চিড়িয়াখানা সাধারণ জনগণের  জন্য উন্মুক্ত করা হয়।

চট্টগ্রাম চিড়িয়াখানার অবস্থান 

চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের চট্টগ্রাম শহরে অবস্থিত। হালিশহর এলাকায় ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কের পাশে অবস্থিত ফয়েস লেক।তার কোল ঘেষেই চট্টগ্রাম চিড়িয়াখানার অবস্থান।

chittagong zoo location

চট্টগ্রাম চিড়িয়াখানায় গেলে কি কি দেখতে পাবেন

চট্রগ্রাম চিড়িয়াখানা ৭২ প্রজাতির মোট ৩০০ জাতের প্রাণী আছে।   বর্তমানে মোট জীবজন্তুর ৬৫৭ টি প্রাণী রয়েছে।যার মধ্যে ৩০ প্রজাতির স্তন্যপায়ী, ৩৮ প্রজাতির পাখি এবং ৪ প্রজাতির সরীসৃপ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্যারা হরিণ, ধনেশ, তিতির, মুখপোড়া হনুমান,হাতি,ময়ূর,বিভিন্ন প্রজাতির পাখি প্রভৃতি। ২০১৫ সালে, এই চিড়িয়াখানায় সর্বমোট প্রাণীর সংখ্যা ছিল ৩২০।ধীরে ধীরে তা বেড়েছে।

কিভাবে যাবেন 

চট্টগ্রাম শহরের যেকোনো স্থান থেকে রিকশা, সিএনজি, বা ব্যক্তিগত গাড়িতে করে সহজেই চিড়িয়াখানায় পৌঁছানো যায়। এছাড়াও, শহরের প্রধান বাসস্ট্যান্ড এবং রেলস্টেশন থেকে সহজে পরিবহন পাওয়া যায়।

চট্টগ্রাম চিড়িয়াখানা যোগাযোগ

চট্টগ্রাম চিড়িয়াখানার অফিসিয়াল যোগাযোগ নম্বর বা  ইমেইল ব্যবহার করে সরাসরি যোগাযোগ করা যায়। তাছাড়া কেউ চাইলে চিড়িয়াখানার ওয়েবসাইট বা স্থানীয় তথ্য কেন্দ্র থেকেও বিস্তারিত তথ্য জানতে পারবে।

  • ঠিকানাঃ  Foy’s Lake, Akbar Shah, Chittagong

  • ইমেইলঃ  [email protected]

  • মোবাইলঃ +880 1793460946

  • অনলাইন টিকিট ওয়েবসাইট:http://www.chittagongzoo.gov.bd/

  • অফিসিয়াল ওয়েবসাইট :https://ctgzoo.sobticket.com/ 

প্রবেশ টিকিটমূল্য

১৯৮৯ সালে চিড়িয়াখানা উদ্বোধনের সময় চট্রগ্রাম চিড়িয়াখানার টিকিটের মূল্য ছিল ১ টাকা। এর পর সময়ের সাথে সাথে টিকিটের মূল্য বৃদ্ধি পেয়ে হয় ২ টাকা। এভাবে পশু-পাখির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে টিকিটের দামও। বর্তমানে প্রতি টিকিটের দাম ২০-৭০ টাকায় দাড়িয়েছে। তবে সাধারণত ইদ, কুরবানি, পহেলা বৈশাখের মত বিশেষ দিনে টিকিটের মূল্য পরিবর্তন হতে পারে।

বয়স

মূল্য

০-৫ বছর 

২০ টাকা

৬-১২ বছর 

৩০ টাকা

১২ বছরের উপরে

৭০ টাকা

প্রতিবন্ধী 

ফ্রী 

চট্টগ্রাম চিড়িয়াখানার সময়সূচী

চট্টগ্রাম চিড়িয়াখানা খোলা ও বন্ধের জন্য নির্দিষ্ট সময়সূচি রয়েছে।সেই অনুযায়ী নিয়মিত খোলা ও বন্ধ করা হয়।রাতে এটি সম্পূর্ণ রূপে বন্ধ থাকে।নিচে সময় সূচি দেওয়া  হলো:

বার

সময়

শনিবার

সকাল ৮ টা থেকে সন্ধ্যা  ৬:৩০ মিনিট

রবিবার

সকাল ৮ টা থেকে সন্ধ্যা  ৬:৩০ মিনিট

সোমবার 

সকাল ৮ টা থেকে সন্ধ্যা  ৬:৩০ মিনিট

মঙ্গলবার 

সকাল ৮ টা থেকে সন্ধ্যা  ৬:৩০ মিনিট

বুধবার 

সকাল ৮ টা থেকে সন্ধ্যা  ৬:৩০ মিনিট

বৃহস্পতিবার 

সকাল ৮ টা থেকে সন্ধ্যা  ৬:৩০ মিনিট

শুক্রবার

সকাল ৯ টা থেকে সন্ধ্যা  ৬:৩০ মিনিট

সুবিধা ও অসুবিধা 

চট্রগ্রাম চিড়িয়াখানায় শিশুদের জন্য খেলার স্থান, বিশ্রামের জায়গা এবং খাবারের স্টল রয়েছে।কিন্তুু দূর থেকে কেউ আসলে এখানে আশে পাশে থাকার সুব্যবস্থা নেই।তাই একটু দূরে হোটেলে থাকার জায়গার ব্যাবস্থা করে নিতে হবে।

চট্টগ্রাম চিড়িয়াখানা সম্পর্কিত কিছু প্রশ্ন ও তার উত্তর

প্রশ্ন: চট্টগ্রাম চিড়িয়াখানার প্রতিষ্ঠা কবে হয়েছিল? 

উত্তর: চট্টগ্রাম চিড়িয়াখানা ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়।

প্রশ্ন: চিড়িয়াখানায় কোন সময় খোলা থাকে?

উত্তর: সাধারণত চিড়িয়াখানাটি প্রতিদিন সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬:৩০ টা পর্যন্ত খোলা থাকে।

প্রশ্ন:চট্টগ্রাম চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ কবে?

উত্তর :চট্টগ্রাম চিড়িয়াখানা সাপ্তাহিক কোন বন্ধ নাই।

শেষ কথা

চট্টগ্রাম চিড়িয়াখানা এমন একটি স্থান যেখানে আপনি চাইলে পরিবার ও আত্মীয় স্বজনসহ প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণী দেখতে এবং সময় কাটাতে পারবেন। এটি শিশুদের জন্য একটি শিক্ষামূলক এবং বিনোদনমূলক স্থান। যেখানে গেলে কোন ক্ষতি নেই। তাই, সময় পেলে একবার চিড়িয়াখানা  ঘুরে আসতে পারেন।

তাই দর্শনার্থীদের সুবিধার্থে আজকের আর্টিকেলে ছিলো চট্টগ্রাম চিড়িয়াখানা  সাপ্তাহিক বন্ধ নিয়ে।এ বিষয়ে আপনাদের কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।আমরা সাধ্যমতো সঠিক তথ্য দিয়ে আপনাদের সহায়তা করবো।ধন্যবাদ চট্টগ্রাম চিড়িয়াখানা   সাপ্তাহিক বন্ধ নিয়ে আর্টিকেল টি পড়ার জন্য।

আরও জানুনঃ

DISCLAIMER

এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।

 Facebook Group এ আমাদের কে ফলো করুন Follow Us
 Facebook Page এ লাইক দিয়ে ‍যুক্ত হন Follow Us
 Twitter এ আমাদের কে ফলো করুন Follow Us
 WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন Follow Us
 Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন Follow Us
 YouTube Channel এ আমাদের কে ফলো করুন Follow Us 
 Quora তে আমাদের কে ফলো করুন- Follow Us
 Pinterest এ আমাদের কে ফলো করুন- Follow Us
 Instagram এ আমাদের কে ফলো করুন Follow Us
 Web Stories এ আমাদের কে ফলো করুন Follow Us
 TikTok চ্যানেল ফলো করে রাখুন Follow Us
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন
 Follow Us

 

Leave a Comment