ঢাকার সাভার উপজেলার মধ্যে প্রথম দিকের মার্কেট গুলোর মধ্যে অন্যতম সাভার চৌরঙ্গী মার্কেট।এখানে আসলে হাতের নাগালেই পেয়ে যাবেন সবকিছু।বিভিন্ন ধরনের দোকানপাট ও ব্যাবসা প্রতিষ্ঠান নিয়ে বিশাল জায়গায় জুড়ে এই মার্কেটের অবস্থান।
এখানে ক্রেতারা নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে,বিভিন্ন ধরনের পোশাক,গৃহস্থলী সামগ্রী সহ সকল প্রকার জিনিস পেয়ে যাবেন।এটি মূলত সাভারের সবচেয়ে জনবহুন ও ব্যস্ত মার্কেট হিসেবে পরিচিত।
তাইতো ক্রেতাদের সুবিধার্থে আমাদের আজকের আর্টিকেলে সাভার চৌরঙ্গী মার্কেট সাপ্তাহিক বন্ধ ,সাভার চৌরঙ্গী মার্কেটের অবস্থান, সাভার চৌরঙ্গী মার্কেটে কি কি রয়েছে,কিভাবে যাবেন ইত্যাদি বিষয় সম্পর্কে জানবো।আশাকরি আপনাদের উপকারে আসবে।
সাভার চৌরঙ্গী মার্কেট সাপ্তাহিক বন্ধ
সাভার চৌরঙ্গী মার্কেট সাপ্তাহিক বন্ধ কবে এটা অনেকেই জানেনা। তাই গিয়ে ফিরে আসতে হয়।২০২০ সালে চৌরঙ্গী মার্কেটের দোকান মালিক কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সাপ্তাহিক ছুটির দিন রবিবার। কিন্তু পরবর্তীতে নানা জটিলতার কারনে দোকান মালিকদের সম্মতিতে ২০২৩ সালে সাভার চৌরঙ্গী মার্কেট সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার ধার্য করা হয়।
গুরুত্বপূর্ন তথ্য
সময়:মঙ্গলবার ছাড়া সপ্তাহের যেকোন দিন সকাল ৯ টা থেকে রাত ১০ টা অব্দি খোলা থাকে।
অনান্য ছুটির দিন:ছুটির দিনে যথাযথভাবেই চৌরঙ্গী মার্কেটের কার্যক্রম চলে।
দূর্ঘটনা :যেকোন দূর্ঘটনা ঘটলে দোকান মালিক কতৃপক্ষ মার্কেট বন্ধ রাখেন।
সাভার চৌরঙ্গী মার্কেটের অবস্থান
সাভার চৌরঙ্গী মার্কেটর অবস্থান মূলত সাভারের কেন্দ্রস্থলে ।ঢাকা আরিচা মহাসড়কের পাশে রয়েছে সাভার বাসস্ট্যান্ড। আর এই বাসস্ট্যান্ডের কোলঘেষেই রয়েছে সাভার চৌরঙ্গী মার্কেট।
সাভার চৌরঙ্গী মার্কেটে কি কি রয়েছে
সাভার চৌরঙ্গী মার্কেটে রয়েছে বিভিন্ন ধরনের পন্য
যেমন:
পোশাক:শাড়ি,থ্রি পিচ,ওয়ান পিচ,প্যান্ট,শার্ট সহ ছেলে ও মেয়েদের যাবতীয় পোশাক।
গৃহস্থালি সরঞ্জাম :রান্নার ব্যাবহৃত সামগ্রী, থালা প্লেট,ফার্নিচার চেয়ার,ঘর সাজানোর যাবতীয় সরঞ্জাম
খাদ্য সামগ্রী :কাচা বাজার,মাছ,মাংস,ফলমূল,মুদি আইটেম
কসমেটিকস :সকল প্রকার কসমেটিকস ও রূপচর্চার সরঞ্জাম পাওয়া যায়।
ইলেকট্রিকাল সরঞ্জাম :মোবাইল,টিভি, ফ্রিজ,ল্যাপটপ ইত্যাদি
কিভাবে যাবেন
সাভার চৌরঙ্গী মার্কেট কিভাবে যাবেন তা অনেকেই জানেননা।তাই আপনাদের সুবিধার্তে সংক্ষিপ্ত আকারে যাওয়ার উপায় তুলে ধরা হলো:
মাধ্যম | বর্ণনা |
বাস | ঢাকা থেকে সাভার গামর যেকোন বাসে উঠে সাভার বাসস্ট্যান্ডে নামলে সেখান তেকে কয়েক পা হাটলেই চৌরঙ্গী মার্কেট |
সিএনজি ও রিকশা | সাভারের বিভিন্ন পয়েন্ট থেকে রিকশা বা সিএনজিতে করে সরাসরি চৌরঙ্গী মার্কেট পৌছানো যায়। |
নিজস্ব যানবাহন | ব্যক্তিগত গাড়ি ও মটর সাইকেল নিয়ে ঢাকা শহরের যেকোন প্রান্ত থেকে সাভার চৌরঙ্গী মার্কেট পৌছানো যায়। |
সাভার চৌরঙ্গী মার্কেট সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর
১.প্রশ্ন:সাভার চৌরঙ্গী মার্কেট সাপ্তাহিক বন্ধ কবে?
উত্তর :মঙ্গলবার
২.প্রশ্ন:সরকারি ছুটির দিনে কি সাভার চৌরঙ্গী মার্কেট খোলা থাকে?
উত্তর :হ্যা
৩.প্রশ্ন: সাভার চৌরঙ্গী মার্কেটে কোন পণ্য সবচেয়ে বেশি পাওয়া যায়?
উত্তর: পোশাক ও গৃহস্থালী সামগ্রী
৪.প্রশ্ন: মার্কেটে পার্কিং সুবিধা আছে কি?
উত্তর: হ্যাঁ
৫.প্রশ্ন: মার্কেটে শপিং করার জন্য সবচেয়ে ভালো সময় কোনটি?
উত্তর: সকাল ১০টা থেকে দুপুর ২টা।
শেষ কথা
চৌরঙ্গী সুপার মার্কেটকে সাভার এলাকার বানিজ্যিক কেন্দ্র বলা হয়।জনপ্রিয় এই মার্কেটে আপনি পেয়ে যাবেন দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সকল জিনিসপত্র। তাইতো আপনাদের জন্য তুলে ধরা হয়েছে যাবতীয় সব তথ্য।
আমাদের সবোর্চ্চ প্রচেষ্টা ছিল আজকের আর্টিকেলে সঠিক তথ্য সঠিক ভাবে আপনাদের কাছে পৌছে দেওয়া।এরপরও যদি সাভার চৌরঙ্গী মার্কেট সাপ্তাহিক বন্ধ নিয়ে আপনাদের কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।
আমরা সাধ্যমতো সঠিক তথ্য দিয়ে আপনাদের সহায়তা করবো।ধন্যবাদ সাভার চৌরঙ্গী মার্কেট সাপ্তাহিক বন্ধ নিয়ে আর্টিকেল টি পড়ার জন্য।
আরও জানুনঃ
- ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল সাপ্তাহিক বন্ধ কবে?
- ড্রিম হলিডে পার্ক সাপ্তাহিক বন্ধের দিন
- ঢাকা মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ কবে।
- যমুনা ফিউচার পার্ক বন্ধের দিন
- বসুন্ধরা শপিং মল বন্ধের দিন
- রমনা পার্ক বন্ধের দিন
- মোতালেব প্লাজা সাপ্তাহিক বন্ধ
DISCLAIMER
এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।
Facebook Group এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Facebook Page এ লাইক দিয়ে যুক্ত হন | Follow Us |
Twitter এ আমাদের কে ফলো করুন | Follow Us |
WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
YouTube Channel এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Quora তে আমাদের কে ফলো করুন- | Follow Us |
Pinterest এ আমাদের কে ফলো করুন- | Follow Us |
Instagram এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Web Stories এ আমাদের কে ফলো করুন | Follow Us |
TikTok চ্যানেল ফলো করে রাখুন | Follow Us |
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
আমি শারমিন আক্তার, লিখা লিখির মাধ্যমে মানুষ কে সঠিক তথ্য দেওয়া আমার এক ধরনের শখ বলতে পারেন, তাই আমি নিয়মিত ব্লগ আর্টিকেল শেয়ার করতে পছন্দ করি। আশা করি আমার শেয়ার করা আর্টিকেল আপনাদের কাজে আসবে, এটাই আমার স্বার্থকতা। সবাই কে ধন্যবাদ।