পলওয়েল মার্কেট সাপ্তাহিক বন্ধ | সময়সূচী | ঠিকানা, ইত্যাদি।

রাজধানী ঢাকার নয়া পল্টনে অবস্থিত একটি অতি পরিচিত ও জনপ্রিয় মার্কেট হলো পলওয়েল সুপার মার্কেট ( Polwel Super Market ) ।এই পলওয়েল মার্কেট পাঁচতলা বিশিষ্ট একটি ভবন।

পাইকারি দামে জামা কাপড় কিনতে পাওয়া যায় বলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা প্রতিদিন এখানে কেনাকাটা করতে আসে। তবে অনেকেই জানেনা পলওয়েল মার্কেট সাপ্তাহিক বন্ধ সম্পর্কে  ।

তাই আজকের আর্টিকেলটিতে নয়া পল্টন এ অবস্থিত পলওয়েল সুপার মার্কেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি।

Polwel Market off day

Table of Contents

পলওয়েল সুপার মার্কেট কবে বন্ধ

বাংলাদেশে যানজট নিরসনের জন্য এবং মার্কেটে গুলোকে একটি নিয়মের আওতাভুক্ত করতে বিভিন্ন মার্কেটের জন্য সাপ্তাহিক ছুটির দিন ঘোষণা করা হয়েছে। তাই ঢাকায় অবস্থিত বিভিন্ন এলাকার মার্কেটগুলো সপ্তাহের বিভিন্ন দিনে বন্ধ থাকে। 

আর এই নিয়ম অনুসারে পলওয়েল মার্কেট প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের অন্যান্য দিনগুলোতে সকাল ১০:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত খোলা থাকে।

পলওয়েল মার্কেট  সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার

পলওয়েল কারনেশন শপিং সেন্টার  উত্তরা বন্ধ থাকে বুধবার

তবে বিশেষ কোনো কারণবশত যদি মার্কেট বন্ধ থাকে সেটি জানার জন্য অবশ্যই তাদের ফেসবুক পেজের চোখ রাখতে হবে । তাই মার্কেটে যাওয়ার আগে তাদের ফেসবুক পেজটি একবার চেক করে নিতে পারেন।

আরও জানুন : বসুন্ধরা শপিং মল বন্ধের দিন

পলওয়েল মার্কেট কয়টি

ঢাকায় দুইটি পলওয়েল মার্কেট রয়েছে । নাম দুটি কাছাকাছি হলেও এই দুইটির মার্কেটের সম্পূর্ণ নাম, অবস্থান ও ধরন সম্পূর্ণ আলাদা।

  • রাজধানী ঢাকার নয়াপল্টনে রয়েছে –পলওয়েল সুপার মার্কেট । অন্যদিকে
  • ঢাকার উত্তরায় রয়েছে –পলওয়েল কারনেশন শপিং সেন্টার
  • পলওয়েল সুপার মার্কেট বন্ধ: বৃহস্পতিবার
  • পলওয়েল কারনেশন শপিং সেন্টার বন্ধ: বুধবার

পলওয়েল সুপার মার্কেট 

লোকসম পূর্ণ পলওয়েল সুপার মার্কেটে প্রতিদিন সকাল থেকে রাত অবধি ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা লক্ষ করা যায়।

পাইকারি মার্কেট: পাইকারি দামে সেরা পোশাক কেনার জন্য পলওয়েল সুপার মার্কেট একটি আদর্শ স্থান। পাইকারি এবং খুচরা উভয় পর্যায়ে বিভিন্ন জামা কাপড় বিক্রি হয় । যারা ব্যবসায়িক উদ্দেশ্যে যার পণ্য নিতে চান তারা এখান থেকে অনায়াসে পাইকারি দামে জামা কাপড় নিতে পারেন।

বাজেট ফ্রেন্ডলি: সব বাজেটের মানুষের জন্য এখানে পণ্য পাওয়া যায় । এখানে অনেক দামি পণ্য থেকে শুরু করে সাধারণ স্বল্প আয়ের মানুষের জন্য কম দামে ভালো মানের পোশাক সরবরাহ করে থাকে।

উচ্চ মানের পণ্য: পলওয়েল সুপার মার্কেটে উচ্চ মানের পণ্য সরবরাহ করে । দেশের বাইরে বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়ে থাকে

পরিষ্কার পরিবেশ: পলওয়েল সুপার মার্কেটে পরিষ্কার এবং সুন্দর পরিবেশ রয়েছে।মার্কেটে ঢোকার জন্য তিন চারটি রাস্তা রয়েছে ।

গাড়ি পার্কিং সুবিধা: এখানে প্রায় ৩৫টি গাড়ি পার্কিং এর সু-ব্যবস্থা রয়েছে।

শিশু থেকে শুরু করে ছেলে -মেয়ে সবার জন্য এখানে বিভিন্ন ধরনের পোশাক রয়েছে। মোটকথা সব বয়সী মানুষের জন্য এখানে জামা কাপড় পাওয়া যায়। এখানে  নিত্য প্রয়োজনীয় প্রায় সকল আইটেম খুজে পাওয়া যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে পাইকারি দামে সব পণ্য ক্রয়-বিক্রয় হয় ।

পলওয়েল সুপার মার্কেটের সময়সূচী

  • সোমবার: ১০:০০ AM – ৯:০০ PM
  • মঙ্গলবার: ১০:০০ AM৯:০০PM
  • বুধবার:  :১০:০০ AM৯:০০PM
  • বৃহস্পতিবার: বন্ধ 
  • শুক্রবার:১০:০০ AM – ৯:০০ PM
  • শনিবার: ১০:০০ AM৯:০০ PM
  • রবিবার: ১০:০০ AM৯:০০ PM

পলওয়েল সুপার মার্কেটের ঠিকানা

ঠিকানাভিআইপি সড়ক, ঢাকা 1000

              69/2, Nayapaltan, Dhaka, Bangladesh

ফেসবুক : https://www.facebook.com/polwelsupermarket/

পলওয়েল মার্কেট কোথায়

  • এটি রাজধানী ঢাকার নয়া পল্টন এর ভিআইপি রোড এ অবস্থিত। 
  • মার্কেটের পাশেই রয়েছে জোনাকি সিনেমা হল । 
  • পল্টন চায়না টাউনের ঠিক উল্টোদিকে এটি অবস্থিত।
  • কাকরাইল থেকে আসতে ৫ মিনিট সময় লাগে

নয়াপল্টনে অবস্থিত পলওয়েল সুপার মার্কেট থেকে কিছু গুরুত্বপূর্ণ স্থান এর দূরত্ব এবং আনুমানিক সময় নিচে দেওয়া হলো:

ঢাকা বিশ্ববিদ্যালয়:

  • দূরত্ব:৩.২ কিলোমিটার 
  • সময়: গাড়িতে ১০ মিনিট, বাসে ২০-২৫ মিনিট, পায়ে হেঁটে ৪৫-৫৫ মিনিট

মতিঝিল:

  • দূরত্ব: ১ কিলোমিটার
  • সময়: গাড়িতে ৪ মিনিট, পায়ে হেঁটে ১০ মিনিট

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স:

  • দূরত্ব: ৩.৫ কিলোমিটার
  • সময়: গাড়িতে ৯ মিনিট, পায়ে হেঁটে ৫০ মিনিট

ঢাকা নিউ মার্কেট:

  • দূরত্ব:৪.৪ কিলোমিটার
  • সময়: গাড়িতে ১১ মিনিট, পায়ে হেঁটে ৬০ মিনিট

আরও জানুন : মাল্টিপ্লান সেন্টার সাপ্তাহিক বন্ধ

পলওয়েল সুপার মার্কেটে যেসব জিনিস পাওয়া যায়

খুব কম দামে সকল ধরনের পণ্য পাইকারি মূল্যে পাওয়া যায়। যেমন-

  • শার্ট-প্যান্ট, পাঞ্জাবি ,ফতুয়া
  • জামা, থ্রি-পিস, ফ্রক
  • শাড়ি
  • গজ কাপড়
  • স্বর্ণ, রূপা, সিটি গোল্ডের বিভিন্ন জুয়েলারি
  • কসমেটিক্স আইটেম
  • মোবাইল ও সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য 
১ম তলাইলেকট্রনিক্স পণ্য এবং সকল লেদার আইটেম যেমন জুতা জ্যাকেট ইত্যাদি।
২য় তলাটি-শার্ট, শার্ট প্যান্ট, পাঞ্জাবি পাজামা, ইত্যাদি
৩য় তলাশাড়ি, কাপড় সহ সকল গার্মেন্টস আইটেম
৪র্থ তলাঘড়ি, মানি ব্যাগ, ছাতা, জুতা, বেল্ট আইটেম।
৫ম তলাকমিউনিটি সেন্টার( বিয়ে, মুসলমানি, জন্মদিন উৎসব পালন

আপনারা যারা সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস পাইকারি বা খুচরা দামে কিনতে চান তারা অবশ্যই একবার   হলেও পলওয়েল মার্কেটে আসবেন। এইখান থেকে আপনি আপনার পছন্দের জিনিস সুলভ মূল্যে পাবেন। এছাড়া এখানকার পণ্যের গুণগত মান অনেক ভালো।

পলওয়েল কারনেশন শপিং সেন্টারের ঠিকানা

ঠিকানা: প্লট নং ৯/বি, সেক্টর: ০৮, উত্তরা, ঢাকা – ময়মনসিংহ হাইওয়ে,

             আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডের কাছে, ঢাকা ১২৩০

ফোন নম্বর: 01913-810910

ফেসবুক : https://www.facebook.com/nabil.polwel/

খোলা ও বন্ধের সময়সূচী

    • সোমবার: ১০:০০AM–৮:০০PM
  • মঙ্গলবার: ১০:০০AM–৮:০০PM
  • বুধবার:  বন্ধ
  • বৃহস্পতিবার: ১০:০০AM–৮:০০PM
  • শুক্রবার: ১০:০০AM–৮:০০PM
  • শনিবার: ১০:০০AM–৮:০০PM
  • রবিবার: ১০:০০AM–৮:০০PM

পলওয়েল মার্কেট বন্ধ সম্পর্কিত প্রশ্নাবলী

পলওয়েল মার্কেট  কবে খুলবে?

প্রতি বৃহস্পতিবার বাদে প্রতিদিন।

পলওয়েল মার্কেট   কি খোলা?

পলওয়েল মার্কেট সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা।

পলওয়েল কারনেশন শপিং সেন্টার সাপ্তাহিক বন্ধ কবে?

পলওয়েল কারনেশন শপিং সেন্টার সাপ্তাহিক বন্ধ বুধবার ।

পলওয়েল মার্কেট  সাপ্তাহিক বন্ধ কবে ?

পলওয়েল মার্কেটের প্তাহিক বন্ধের দিন হলো বৃহস্পতিবার  । 

ঢাকা নিউ মার্কেট সাপ্তাহিক বন্ধ কবে?

ঢাকা নিউ মার্কেট সাপ্তাহিক বন্ধ শুক্রবার।

ঢাকা গাউছিয়া মার্কেট কবে বন্ধ থাকে?

ঢাকা গাউছিয়া মার্কেট প্রতি মঙ্গলবার সারাদিন বন্ধ থাকে।

গুলিস্তান মার্কেট সাপ্তাহিক বন্ধ কবে?

 গুলিস্তান মার্কেট  সাপ্তাহিক বন্ধ শুক্রবার।

শেষ কথা।

আশা করি আর্টিকেল এর মাধ্যমে আপনারা পলওয়েল সুপার মার্কেট  সাপ্তাহিক বন্ধ সম্পর্কিত তথ্য জানতে পেরেছেন । এছাড়া পলওয়েল সুপার মার্কেট সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বুঝতে পেরেছেন । তাই আর দেরি না করে পাইকারি দামে ভালো মানের পণ্য পেতে অবশ্যই পলওয়েল সুপার মার্কেটে ভিজিট করুন।

আরও জানুনঃ

Leave a Comment