বাংলাদেশের প্রথম বিরতিহীন আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস।১৯৯৮ সালের ১৪ই এপ্রিল সুবর্ণ এক্সপ্রেস ট্রেন নং ৭০১/৭০২ উদ্বোধন করা হয়।ঢাকা টু চট্রগ্রাম রুটে ট্রেনটি চলাচল করে।
আপনারা যারা ঢাকা টু চট্রগ্রাম বা চট্রগ্রাম টু ঢাকা রুটে যাত্রা করতে চান কিন্তুু জানেননা কবে সুবর্ন এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ থাকে তাদের জন্য থাকছে আমাদের আজকে আর্টিকেল।আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।
আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় হচ্ছে সুবর্ন এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ,সুবর্ন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা,সুবর্ন এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির সময়সূচি ,সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার উপায়, সুযোগ সুবিধা, সুবর্ন এক্সপ্রেস ট্রেনে যোগাযোগ ইত্যাদি।
সুবর্ণ এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধের দিন
সুবর্ণ এক্সপ্রেস ট্রেন বিরতিহীনভাবে সপ্তাহের ছয়দিন ঢাকা টু চট্টগ্রাম ও চট্টগ্রাম টু ঢাকা রুটে চলাচল করে থাকে।এটি বিরতিহীন ট্রেন হওয়ার খুব অল্প সময়ে ঢাকা থেকে চট্টগ্রাম ও চট্টগ্রাম থেকে ঢাকা পৌছানো যায়।তবে সুবর্ণ এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধের দিন সোমবার।এদিন ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকে।আগে সুবর্ন এক্সপ্রেস ট্রেন বন্ধের দিন শুক্রবার থাকলেও সার্বিক দিক বিবেচনা করে গতবছর বন্ধের দিন সোমবার ধার্য করা হয়।
সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি মূলত একটি অন্তনগর ট্রেন যা মূলত ঢাকা ও চট্টগ্রাম রুটে চলাচল করে। বাংলাদেশ রেলওয়ের ৫২ তম সময়সূচী অনুযায়ী এই ট্রেন বিরতিহীন চলাচল করে।নিচে ট্রেনের সময়সূচী দেওয়া হলো:
ট্রেনের নাম্বার | উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ |
৭০১ | চট্টগ্রাম | ৭:০০ | ঢাকা কমলাপুর | ১২:২০ |
৭০২ | ঢাকা কমলাপুর | ১৬:৩০ | চট্টগ্রাম | ২১:৫০ |
ভাড়ার তালিকা
সুবর্ন এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা নিম্নরূপ:
সিটের ধরন | টিকিট মূল্য |
স্নিগ্ধা ভাড়া | ৬৭৩ |
শোভন চেয়ার | ৩৫৫ |
সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির সময়সূচি
সুবর্ণ এক্সপ্রেস ট্রেন বিরতিহীন ট্রেন হলেও এটি ঢাকা বিমানবন্দরে বিরতি দেয়।নিচে বিরতির সময়কাল দেওয়া হলো:
স্টেশন নাম | ঢাকা থেকে ৭০২ | চট্টগ্রাম তপকে ৭০১ |
বিমানবন্দর | বিকাল:৪ টা ৫৭ | সকাল ১১:৪৫ |
সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার উপায়
সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট অনলাইন ও অফলাইন দুইভাবে কাটা যায়।নিচে টিকিট কাটার বর্ণনা দেওয়া হলো:
অনলাইন পদ্ধতি
ঘরে বসে অনলাইনে টিকিট কাটার জন্য স্মার্টফোন বা ল্যাপটপে বাংলাদেশ রেলওয়ের ওয়েব সাইটে গিয়ে বা সহজ ডটকম থেকে সুবর্ন এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটা যায়।
অফলাইন পদ্ধতি
সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে ঢাকা কমলাপুর রেলস্টেশনে,বিমানবন্দর রেলস্টেশনে ও চট্টগ্রাম রেলস্টেশনে গিয়ে সরাসরি টিকিট সংগ্রহ করতে হবে।
সুযোগ সুবিধা
***এসি সিট
***নন এসি সিট
***পরিষ্কার পরিচ্ছন্ন
***খাবারের সুব্যাবস্থা
সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে যোগাযোগ
ফোন: ০২৯৩৫৮৬৩৪
মোবাইল নম্বর : ০১৭১১৬৯১৬১২
ওয়েবসাইট: www.railway.gov.bd
শেষ কথা
আমাদের অনেকের নিজেদের প্রয়োজনে ঢাকা টু চট্রগ্রাম এবং চট্রগ্রাম টু ঢাকা ট্রেনে যাতায়াত করতে করতে হয়।কিন্তু আমরা অনেকেই জানিনা ঢাকা – চট্রগ্রাম রুটে চলাচলকারী ট্রেন ৭০১ ও ৭০২ সাপ্তাহের কোন দিন বন্ধ থাকে।এতে অনেক অসুবিধায় পড়তে হয়।
এই অসুবিধা দূর করতেই আমাদের আজকের আর্টিকেল।আমাদের আজকের আর্টিকেলে তুলে ধরা হয়েছে যাবতীয় সব তথ্য।আমাদের সবোর্চ্চ প্রচেষ্টা ছিল সঠিক তথ্য সঠিক ভাবে আপনাদের কাছে পৌছে দেওয়া।এরপরও যদি সুবর্ণ এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধের দিন নিয়ে আপনাদের কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।
আমরা সাধ্যমতো সঠিক তথ্য দিয়ে আপনাদের সহায়তা করবো।ধন্যবাদ।
আরও জানুনঃ
- মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ
- হাওর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ
- সোমবার ঢাকার কোন মার্কেট বন্ধ থাকে
- বুধবার ঢাকার কোন কোন মার্কেট বন্ধ থাকে
- রবিবার ঢাকার কোন কোন মার্কেট বন্ধ থাকে
DISCLAIMER
এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।
Facebook Group এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Facebook Page এ লাইক দিয়ে যুক্ত হন | Follow Us |
Twitter এ আমাদের কে ফলো করুন | Follow Us |
WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
YouTube Channel এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Quora তে আমাদের কে ফলো করুন- | Follow Us |
Pinterest এ আমাদের কে ফলো করুন- | Follow Us |
Instagram এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Web Stories এ আমাদের কে ফলো করুন | Follow Us |
TikTok চ্যানেল ফলো করে রাখুন | Follow Us |
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন |
Follow Us |