মেট্রোরেলের ভাড়া ২০২৪ | পূর্ণাঙ্গ তালিকা | ভাড়ার PDF

মেট্রোরেলের ভাড়া কত সেটা  মূলত নির্ভর করে যাত্রা শুরুর স্থান থেকে গন্তব্য স্থলের উপর ভিত্তি করে । মেট্রোরেলের ভাড়া জনপ্রতি সর্বনিম্ন ২০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

রাজধানী ঢাকায় নির্মিত ২১.২৬ কি মি দৈর্ঘ্য বিশিষ্ট এমআরটি লাইন-৬ এর মাধ্যমে বাংলাদেশ সফলভাবে মেট্রোরেল যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। এই সম্পূর্ণ লাইনটি জুড়ে রয়েছে ১৭ টি স্টেশন।

বিভিন্ন স্টেশনে ওঠা নামার ভিত্তিতে মেট্রোরেলের ভাড়ার তারতম্য হয়ে থাকে।আজকের এই আর্টিকেলটিতে আমরা জানবো মেট্রোরেলের ভাড়া কত, মেট্রোলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা এবং বিভিন্ন স্টেশনে মেট্রোরেলের ভাড়া সমূহ সম্পর্কে।

metro rail ticket price

Table of Contents

মেট্রোরেলের ভাড়া ২০২৪

মেট্রোরেলের ভাড়া দুই ভাবে দেওয়া যায় । যথা-

  • একক যাত্রার টিকেট (Single Journey Ticket) কিনতে পারেন।
  • অথবা এমআরটি পাস কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে পারেন ।

একক যাত্রার টিকিট কেনার ক্ষেত্রে দুই ভাবে কেনা যায় ।একটি হলো কাউন্টারের টিকিট ম্যানের থেকে অথবা  স্বয়ংক্রিয় সেলফ সার্ভিস মেশিন TVM থেকে।

মেট্রোরেলের ভাড়ার তালিকা

যাত্রীদের প্রতি কিলোমিটারের জন্য ভাড়া ৫ টাকা; সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বয়ংক্রিয় টিকেট ভেন্ডিং মেশিন TVM-এ ১০/-, ২০/-, ৫০/-, ১০০/-, ২০০/-,৫০০/- এবং ১০০০/- টাকার নোট প্রবেশ করিয়ে টিকেট ক্রয় করা যায়। তবে মোট ভাড়ার পরিমাণ ১০০/- টাকার কম হলে ৫০০/- এবং ১০০০/- টাকার নোট TVM- মেশিনে গ্রহণযোগ্য হবে না।

মেট্রোরেলে উত্তরা থেকে বিভিন্ন স্টেশনের ভাড়ার তালিকা নিচে দেয়া হলো–

স্টেশনের নাম ভাড়া
উত্তরা উত্তর০০
উত্তরা-সেন্টার২০
উত্তরা দক্ষিণ২০
পল্লবী৩০
মিরপুর ১১৩০
মিরপুর ১০৪০
কাজীপাড়া ৪০
শেওড়াপাড়া৫০
আগারগাঁও৬০
বিজয় সরণি৬০
ফার্মগেট৭০
কারওয়ান বাজার৮০
শাহবাগ৮০
ঢাকা বিশ্ববিদ্যালয়৯০
বাংলাদেশ সচিবালয়৯০
মতিঝিল ১০০

 

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বিভিন্ন স্টেশনের ভাড়ার তালিকা

আগারগাঁও০০
বিজয় সরণি২০
ফার্মগেট২০
কারওয়ান বাজার২০
শাহবাগ৩০
ঢাকা বিশ্ববিদ্যালয়৩০
বাংলাদেশ সচিবালয়৪০
মতিঝিল ৫০

উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেলের ভাড়া

  • উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেলের ভাড়া ১০০ টাকা
  • উত্তরা সেন্টার থেকে মতিঝিল মেট্রোরেলের ভাড়া ৯০ টাকা
  • উত্তরা দক্ষিণ থেকে মতিঝিল মেট্রোরেলের ভাড়া ৯০ টাকা

মতিঝিল থেকে মিরপুর মেট্রোরেলের ভাড়া

  • মতিঝিল থেকে মিরপুর ১১ মেট্রোরেলের ভাড়া ৭০ টাকা
  • মতিঝিল থেকে মিরপুর ১০ মেট্রোরেলের ভাড়া ৬০ টাকা

উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেলের ভাড়া

  • উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেলের ভাড়া ৬০ টাকা। 
  • উত্তরা সেন্টার থেকে আগারগাঁও মেট্রোরেলের ভাড়া ৫০ টাকা
  • উত্তরা দক্ষিণ থেকে আগারগাঁও মেট্রোরেলের ভাড়া ৪০ টাকা

মিরপুর ১০ থেকে মতিঝিল মেট্রোরেলের ভাড়া

  • মিরপুর ১০ থেকে মতিঝিল মেট্রোরেলের ভাড়া ৬০ টাকা

আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেলের ভাড়া

  • আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেলের ভাড়া ৫০ টাকা

দিয়াবাড়ি টু আগারগাঁও মেট্রোরেলের ভাড়া

  • দিয়াবাড়ি টু আগারগাঁও মেট্রোরেলের ভাড়া ৬০ টাকা

মিরপুর ১০ থেকে উত্তরা মেট্রোরেলের ভাড়া

  • মিরপুর ১০ থেকে উত্তরা মেট্রোরেলের ভাড়া ৪০ টাকা

উত্তরা থেকে মিরপুর মেট্রোরেলের ভাড়া

  • উত্তরা থেকে মিরপুর ১১ এর মেট্রোরেলের ভাড়া ৩০ টাকা এবং 
  • উত্তরা থেকে মিরপুর ১০ এর মেট্রোরেলের ভাড়া ৪০ টাকা।

মতিঝিল থেকে আগারগাঁও মেট্রোরেলের ভাড়া

  • মতিঝিল থেকে আগারগাঁও মেট্রোরেলের ভাড়া ৫০ টাকা

মতিঝিল থেকে উত্তরা মেট্রোরেলের ভাড়া

  • মতিঝিল থেকে উত্তরা উত্তরের মেট্রোরেলের ভাড়া ১০০ টাকা
  • মতিঝিল থেকে উত্তরা সেন্টার মেট্রোরেলের ভাড়া ৯০ টাকা
  • মতিঝিল থেকে উত্তরা দক্ষিণ মেট্রোরেলের ভাড়া ৯০ টাকা

মেট্রোরেলের ভাড়া তালিকা PDF

বাংলাদেশ সরকার মেট্রোরেল ব্যবস্থাপনার অধীনে মেট্রোরেলের ভাড়া তালিকা pdf প্রকাশিত করেছে।                        

মেট্রো রেলের ভাড়া তালিকা pdf

উপরোক্ত লেখাটিতে ক্লিক করে মেট্রোরেলের ভাড়ার তালিকা পিডিএফ ডাউনলোড করুন ।

মেট্রোরেলের ভাড়া ও সময়সূচী

মেট্রোরেলের ভাড়া কোন স্টেশন থেকে কোন স্টেশনে গেলে কত টাকা হবে তা নির্ণয় করার জন্য রয়েছে মেট্রোরেল ক্যালকুলেটর ।

এখানে আপনি যে স্থান থেকে যে স্টেশন থেকে রওনা হতে চাচ্ছেন তা সিলেক্ট করতে হবে এবং আপনার গন্তব্য স্টেশন সিলেক্ট  করতে হবে তাহলে আপনি আপনার ভাড়ার পরিমাণ দেখতে পাবেন ।

 মেট্রোরেলের ভাড়ার ক্যালকুলেটর 

উপরোক্ত মেট্রোরেল ক্যালকুলেটর লেখাটিতে ক্লিক করুন। আপনার সামনে নিচের ছবিটির মতো একটি নতুন পেজ আসবে । সেখানে আপনার শুরু স্টেশন এবং গন্তব্য স্টেশন সিলেক্ট করার পর আপনার যাত্রার জন্য নির্ধারিত ভাড়া দেখতে পাবেন।

মেট্রোরেল বর্তমানে ১২ ঘণ্টারও বেশি চলে । সকাল ৭ টা থেকে শুরু করে রাত সাড়ে নয়টা টা পর্যন্ত মেট্রোরেল চালু থাকে।

Metrorail Fare Calculator

MRT Pass এর সুবিধা সমূহ

সহজলভ্য: MRT Pass  যে কোনো মেট্রোরেল স্টেশনের অতিরিক্ত ভাড়া আদায় অফিস (EFO) থেকে নির্ধারিত ফরম পূরণ করার মাধ্যমে কেনা যায়। MRT Pass এর মূল্য ৫০০ টাকা। এরমধ্যে নিরাপত্তা জামানত ২০০ টাকা এবং যাতায়াত  ভাড়া বাবদ ব্যবহারযোগ্য অর্থের পরিমাণ ৩০০ টাকা। 

সময় সাশ্রয়ী: প্রবেশ ও বহির্গমণ গেইটের উপরে নির্দিষ্ট স্থানে MRT Pass স্পর্শ করে প্রবেশ ও প্রস্থান করা যায়। প্রতিবার ভ্রমণে টিকেট ক্রয়ের জন্য লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই বিধায় সময় সাশ্রয়ী। একাধিকবার ভ্রমণের জন্য ব্যবহার করা যায়।

সহজে রিচার্জ করা: ১০,০০০/- (দশ হাজার) টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থ স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন (TVM) অথবা টিকেট ক্রয় অফিস (TOM) থেকে রিচার্জ করা যায়।

এই কার্ডের মেয়াদ ১০ বছর।

কম খরচ: প্রতিবার ভ্রমণের ভাড়ার উপর ১০% ছাড় পাওয়া যায়

metro rail ticket price Image new

Single Journey Ticket (একক যাত্রার টিকেট) ক্রয় ও ব্যবহারের নিয়ম

  • স্বয়ংক্রিয় টিকেট ভেন্ডিং মেশিন (TVM) ও টিকেট ক্রয় অফিস (TOM) থেকে  একক যাত্রার টিকেট কেনা  যায়;
  • TVM থেকে একবারে সর্বোচ্চ ০৫ টি টিকেট কিনতে পারবেন
  • একক যাত্রার টিকেট শুধুমাত্র ক্রয়ের তারিখে একবার ভ্রমণের জন্য ব্যবহার করা যায়। ক্রয়ের তারিখে একক যাত্রার টিকেট ব্যবহার না করে সঙ্গে নিয়ে যাওয়া দন্ডনীয় অপরাধ।
  • একক যাত্রার টিকেট অগ্রিম কাটা যায়। কিন্তু শুধুমাত্র টিকেট ক্রয়ের দিন রাত ১২:০০ টা পর্যন্ত কার্যকর থাকে। 
  • প্রবেশ গেটের উপরে নির্দিষ্ট স্থানে টিকেটটি স্পর্শ করার পর সর্বোচ্চ ৬০ মিনিট কার্যকর থাকে;
  • অনুমোদিত দূরত্ব বা সময়সীমা অতিক্রম করলে অতিরিক্ত ভাড়া আদায় অফিস (EFO)-এ ইতোমধ্যে পরিশোধিত ভাড়াসহ সর্বমোট ২০০/- (দুইশত) টাকা জরিমনা পরিশোধ করতে হবে;
  • প্রস্থানের সময় টিকেটটি অবশ্যই বহির্গমন গেটের স্লট (Slot) এ প্রবেশ করাতে হবে।
  • ক্রয়ের তারিখে অব্যবহৃত টিকেট কাউন্টারে জমা দিয়ে টাকা ফেরত নেয়া যাবে।

ঢাকা মেট্রোরেলে জরিমানা

  • এমআইটি পাস /একক যাত্রা টিকিট প্রবেশ গেটে স্পর্শ করার পর আপনি উত্তরা থেকে আগারগাঁও মেট্রো রেল স্টেশন সর্বোচ্চ ৪০ মিনিট থাকতে পারবেন।  আর এই সময়ের অতিরিক্ত সময় যদি অবস্থান করেন তাহলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট ভাড়ার দ্বিগুণ পরিমাণ ভাড়া দিতে হবে।
  • একই ভাবে উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল স্টেশন পর্যন্ত ভ্রমণসহ আপনি সর্বোচ্চ ৬০ মিনিট অবস্থান করতে পারবেন। আর এর বেশি সময় অবস্থান করলে আপনাকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়ার দ্বিগুণ টাকা দিতে হবে। অর্থাৎ আপনাকে ২০০ টাকা জরিমানা দেওয়া লাগবে।
  • এমআরটি পাস ব্যবহার করার মাধ্যমে মেট্রোরেল স্টেশনে প্রবেশ করার ৫ মিনিটের মধ্যে যদি আবার আপনি প্রস্থান করেন তাহলে আপনাকে কোন চার্জ দেওয়া লাগবে না।
  • অনেক ক্ষেত্রে দেখা যায় স্টেশনে এসে আবার কোন জরুরী কাজ মনে পড়ে গেছে তখন বাড়ি যেতে হয় ।
  • এক্ষেত্রে আপনি যদি ৬ মিনিট করেন তাহলে কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে। সুতরাং ৫ মিনিটের মধ্যেই চলে যাওয়ার চেষ্টা করবেন যদি জরুরী কোনো কাজ থাকে ।

একটা কথা মনে রাখবেন মেট্রো রেল স্টেশনে দাঁড়িয়ে কারো জন্য বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না ।কারণ এখানে আপনি সময়ের বেশি যেটুকু সময় কাটাবেন তার জন্য আপনাকে জরিমানা করা হবে।

শেষ কথা

মেট্রোরেলের ভাড়া খুবই সীমিত এবং মেট্রোরেলে যেতেও খুব কম সময় লাগে ।তাই দিন দিন এটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ।কিন্তু অতিরিক্ত পরিমাণ ভিড় আরেকটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে ।

আশা করা যায় নিকট ভবিষ্যতে মেট্রোরেলের অন্যান্য লাইনগুলো চালু করে এই ভিড়ের পরিমান অনেকাংশে কমে যাবে।

 আমরা মনে করি, এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে কোন স্টেশন থেকে কোন স্টেশনে মেট্রোরেলের  ভাড়া কত তা ভালোভাবে জানতে পেরেছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ভাল থাকবেন।

Leave a Comment