এসিআই ওয়াটার পাম্প দাম ২০২৪ (ঘোড়া, হর্স প্রাইস)

এসিআই ওয়াটার পাম্প কিনতে চাচ্ছেন? কিন্তু পাম্প এর দাম জানেন না। তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

এই আর্টিকেলে এসিআই ওয়াটার পাম্পের বিভিন্ন দাম, ফিচার এবং কেন এটি আপনার জন্য উপযুক্ত হতে পারে সে সম্পর্কে আলোচনা করব। 

এসিআই কোম্পানির চার ধরনের পানি পাম্পের কোনটার দাম কেমন এবং ১ ঘোড়া ও ২ ঘোড়া এসিআই ওয়াটার পাম্প এর দাম সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। 

aci water pump price in bangladesh

Table of Contents

বাংলাদেশে এসিআই ওয়াটার পাম্প এর দাম

এসিআই ওয়াটার পাম্প এর দাম এখন হাতের নাগালে। সুলভ মূল্যে  ওয়াটার পাম্প গুলো পাওয়া যাচ্ছে। আপনার বাজেট যদি ৮০০০ থেকে ১৬ হাজারের মধ্যে হয় তাহলে আপনি অনায়াসে ১ ঘোড়া থেকে ২ ঘোড়া পর্যন্ত ওয়াটার পাম্প কিনে নিতে পারবেন।

এসিআই সারফেস ইরিগেশন পাম্পের দাম 

এসিআই সারফেস ইরিগেশন পাম্প এর  দাম ৮০০০ থেকে শুরু করে ৪২ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। ওয়াটার পাম্প গুলো ১ হর্স পাওয়ার থেকে শুরু করে ৫ হর্স পাওয়ার পর্যন্ত হয়। 

মডেল নামহর্স পাওয়ার (HP)ডেলিভারি পাইপ

(ইঞ্চি)

সাকশন পাইপ

(ইঞ্চি)

দাম
ACI.1Agm1.001.5″1.5″8855
ACI.Agm.5B1.002″2″9020
ACI.Agm.5A1.502″2″10100
ACI.Agm.6C1.503″3″15350
ACI.Agm.5AM2.002″2″11660
ACI.Agm.6B2.003″3″16600
ACI.Agm.6AR3.004”4”19550
ACI.Agm.8A4.004”4”30130
ACI.Agm.10A5.004”4”42250

 

সারফেস সেন্ট্রিফিউগাল পাম্প এর দাম

ACI সারফেস সেন্ট্রিফিউগাল পাম্প এর দাম ৮ হাজার টাকা থেকে শুরু করে ৪৯ হাজার টাকা পর্যন্ত হয়। 

Product NamePhaseHPDelivery SizeSuction SizePrice
ACI-CP-1.0Single1.001″1″8360
ACI-2CPm-1.5Single1.501.5″1″15600
ACI-2CPm-2.0Single2.001.5″1.25″18320
ACI-2CPm-3.0Single3.001.51.25”23270
ACI-CP-5.5Three5.502”2”43590
ACI-CP-7.5Three7.502”2”49280

সারফেস পেরিফেরাল পাম্প এর দাম

এসিআই সারফেস পেরিফেরাল পাম্প এর দাম ৩৫০০ টাকা থেকে ৬৫০০ টাকার মধ্যে। এই পাম্পগুলো সিঙ্গেল ফেজে চলে। এ পাম্প গুলোর ক্ষমতা 0.5 HP.

মডেল নামহর্স পাওয়ার ডেলিভারি পাইপ (ইঞ্চি)সাকশন পাইপ (ইঞ্চি)দাম
ACI-PKm-60-CLASSIC0.501″1″3575
ACI-PKm-600.501″1″6570

 

এসিআই ডিজেল সেন্ট্রিফিউগাল পাম্প এর দাম

এসিআই ডিজেল সেন্ট্রিফিউগাল পাম্প এর দাম ৪৬০০ টাকা থেকে ৬৫০০ টাকার মধ্যে।

Product NameDelivery SizeSuction SizePrice
ACI-CP-80-1253″3″4640
ACI-CP-100-1254″4″6570

 

 

আরও জানুন:  এসিআই সাবমারসিবল পাম্প এর দাম

এসিআই ওয়াটার পাম্প দাম

এসিআই ওয়াটার পাম্পের দাম সর্বনিম্ন ৩৫০০ টাকা থেকে শুরু করে ৬৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। 

এসিআই ওয়াটার পাম্প এর দাম পাম্পের ধরন, মডেল এবং ক্ষমতা অনুযায়ী ভিন্ন  ভিন্ন হয়ে থাকে। ACI ওয়াটার পাম্প গুলো ০.৫ হর্স পাওয়ার থেকে শুরু করে ৭.৫ হর্স পাওয়ার পর্যন্ত হয়।

এসিআই ০.৫ ঘোড়া ওয়াটার পাম্প এর দাম

এসিআই ০.৫ ঘোড়া ওয়াটার পাম্প এর দাম ৩৫০০ টাকা থেকে ৬৫০০ টাকার মধ্যে। এসিআই কোম্পানির ওয়াটার পাম্প গুলোর মধ্যে, সারফেস পেরিফেরাল পাম্প গুলো ০.৫ হর্স পাওয়ারের হয়ে থাকে।

এসিআই ১ ঘোড়া ওয়াটার পাম্প এর দাম

এসিআই ১ ঘোড়া ওয়াটার পাম্প এর দাম ৮০০০ থেকে ৯০০০ টাকার মধ্যে। 

আপনি যদি ১ ঘোড়া বিশিষ্ট এসিআই ওয়াটার পাম্প নিতে চান তাহলে আপনাকে এসিআই সারফেস ইরিগেশন পাম্প অথবা সারফেস সেন্ট্রিফিউগাল পাম্প নিতে হবে।

এসিআই ১.৫ ঘোড়া ওয়াটার পাম্প এর দাম

এসিআই ১.৫ ঘোড়া ওয়াটার পাম্প এর দাম ১০ হাজার থেকে ১৫,০০০ টাকার মধ্যে। 

  • 1.5 HP এসিআই সারফেস ইরিগেশন  ওয়াটার পাম্পের দাম ১০,১০০ অথবা ১৫,৩৫০ টাকা।
  • 1.5 HP সারফেস সেন্ট্রিফিউগাল পাম্প এর দাম ১৫,৬০০ টাকা।

এসিআই ২ ঘোড়া ওয়াটার পাম্প এর দাম

এসিআই ২ ঘোড়া ওয়াটার পাম্প এর দাম ১১০০০ থেকে ১৬০০০ টাকার মধ্যে। 

এসিআই ওয়াটার পাম্প গুলোর ক্ষেত্রে,

  • 2 HP এসিআই সারফেস ইরিগেশন  ওয়াটার পাম্পের দাম ১১,৫০০ অথবা ১৬,৫০০ টাকা।
  • তবে 2HP সারফেস সেন্ট্রিফিউগাল পাম্প এর দাম ১৮,৩০০ টাকা।
আরও দেখুন: গাজী সাবমারসিবল পাম্প দাম কত 

এসিআই ৩ ঘোড়া ওয়াটার পাম্প এর দাম

এসিআই ৩ ঘোড়া ওয়াটার পাম্প এর দাম ১৯,০০০ অথবা ২৩ হাজার টাকা। 

  • 3 HP এসিআই সারফেস ইরিগেশন  ওয়াটার পাম্পের দাম ১৯,৫০০ টাকা।
  • 3HP সারফেস সেন্ট্রিফিউগাল পাম্প এর দাম ২৩,২৭০ টাকা

এসিআই ওয়াটার পাম্প প্রকারভেদ

এসিআই  সারফেস ওয়াটার পাম্প গুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন-

  1. সারফেস ইরিগেশন পাম্প 
  2. সারফেস সেন্ট্রিফিউগাল পাম্প 
  3. সারফেস পেরিফেরাল পাম্প 
  4. ডিজেল সেন্ট্রিফিউগাল পাম্প 

এ সি আই পাম্পের বিশেষ বৈশিষ্ট্য

  • সর্বাধুনিক ইটালিয়ান প্রযুক্তিতে তৈরি
  • সঠিক হর্স পাওয়ার তাই কম সময়ে বেশি পানির নিশ্চয়তা
  • ১০০% তামার তার দিয়ে তৈরি কয়েল
  • ১০০% ব্রাসের ইম্পেলার(সারফেস পাম্প)
  • সর্বোচ্চ মানের বিয়ারিং যা নিশ্চিত করে শব্দহীন ও দীর্ঘস্থায়ী পাম্প
  • গ্রাফাইট ও সিলিকনের সমন্বয়ে তৈরি মেকানিক্যাল সিল যা সহজে নষ্ট হয় না
  •  সর্বোচ্চ মানের ক্যাপাসিটর যা অধিক তাপ সহ্য করতে পারে
  •  ১৮০-২২০ ভোল্টে চলার উপযোগী
আরও জানুন: আর এফ এল সাবমারসিবল পাম্পের দাম কত

শেষ কথা

আশা করি এই আর্টিকেল এর মাধ্যমে এসিআই ওয়াটার পাম্প গুলোর দাম ও বিভিন্ন মডেলের বৈশিষ্ট্য জানতে পেরেছেন।

এসিআই ওয়াটার পাম্পের দাম মডেল এবং ক্ষমতার উপর নির্ভর করে ব্যাপকভাবে পরিবর্তিত হয়। সাধারণত, উচ্চ ক্ষমতাসম্পন্ন মডেলের দাম বেশি হয়।

নিজের প্রয়োজন ও বাজেটের সাথে সামঞ্জস্য রেখে সঠিক মডেলটি নির্বাচন করা জরুরী।

আর ও জানুনঃ

DISCLAIMER

এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।

 Facebook Group এ আমাদের কে ফলো করুন Follow Us
 Facebook Page এ লাইক দিয়ে ‍যুক্ত হন Follow Us
 Twitter এ আমাদের কে ফলো করুন Follow Us
 WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন Follow Us
 Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন Follow Us
 YouTube Channel এ আমাদের কে ফলো করুন Follow Us 
 Quora তে আমাদের কে ফলো করুন- Follow Us
 Pinterest এ আমাদের কে ফলো করুন- Follow Us
 Instagram এ আমাদের কে ফলো করুন Follow Us
 Web Stories এ আমাদের কে ফলো করুন Follow Us
 TikTok চ্যানেল ফলো করে রাখুন Follow Us
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন
 Follow Us

 

Leave a Comment