অ-পেশাদার ড্রাইভিং লাইসেন্স ভুল সংশোধনের জন্য বর্তমানে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। মাত্র ১৫ থেকে ৩০ দিনের মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড সরবরাহ করা হয়।
যার ফলে আগের তুলনায় খুব দ্রুত সময়ে ঝামেলাহীন ভাবে ড্রাইভিং লাইসেন্স সংশোধন করা সম্ভব হচ্ছে। তবে পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর ভুল সংশোধন করার জন্য BRTA অফিসে গিয়ে আবেদন করতে হবে। এক্ষেত্রে অনলাইন আবেদন গ্রহণযোগ্য নয়।
আজকের এই আর্টিকেলটিতে ড্রাইভিং লাইসেন্স সংশোধনের নিয়ম, লাইসেন্স সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, কোথায় আবেদন করতে হবে এবং ভুল সংশোধন ফি এই সব বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে।
ড্রাইভিং লাইসেন্স সংশোধনের কাগজপত্র
- মোবাইল নম্বর: আপনার নিবন্ধিত মোবাইল নম্বর
- NID নম্বর: জাতীয় পরিচয়পত্রের নম্বর
- বৈধ ইমেল: একটি সক্রিয় ইমেইল আইডি
- ডকুমেন্ট: বর্তমান ড্রাইভিং লাইসেন্স এর স্ক্যান কপি, ইউটিলিটি বিল (গ্যাস/বিদ্যুৎ/ওয়াসা), নতুন ঠিকানার প্রমাণ ইত্যাদি।
BRTA ওয়েবসাইটে ভিজিট
আপনার কম্পিউটার বা মোবাইল ব্রাউজারে bsp.brta.gov.bd লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করলে BRTA এর অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে।
একাউন্টে প্রবেশ অথবা নিবন্ধন
ওয়েবসাইটের উপরের দিকে প্রবেশ এবং নিবন্ধন নামে দুটি অপশন থাকবে।
প্রবেশ
আপনি যদি ইতিমধ্যেই নিবন্ধন করে থাকেন তাহলে প্রবেশ করুন অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে log in পেজে নিয়ে হবে। এখানে আপনার ফোন অথবা ইমেল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে log in করুন।
নিবন্ধন
কিন্তু যদি ওয়েবসাইটে আগে নিবন্ধন না করে থাকেন তাহলে নিবন্ধন অপশনে ক্লিক করুন। এখানে তিনটি তথ্য পূরণের মাধ্যমে সহজে নিবন্ধন করতে পারবেন। যথা-
- জন্ম তারিখ
- জাতীয় পরিচয়পত্রের নম্বর
- মোবাইল নাম্বার
এরপর আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য আপনার ফোনে মেসেজে একটি ওটিপি কোড আসবে। সেই ওটিপি কোড সাবমিট করলেই আপনার নিবন্ধন সম্পন্ন হবে। এরপর আপনার প্রোফাইলে গিয়ে প্রয়োজনীয় তথ্য আপডেট করে নিতে পারেন।
মেনু থেকে ক্যাটাগরি নির্ধারণ
Login অথবা নিবন্ধন করা সম্পূর্ণ হলে আপনি বিআরটিসি এর ওয়েবসাইটের ড্যাশবোর্ড অর্থাৎ হোম পেজ দেখতে পারবেন।
এখন ওয়েবসাইটের বামদিকের মেনু অপশন থেকে ড্রাইভিং লাইসেন্স অপশনটি সিলেক্ট করুন।
এরপর আপনার সামনে অনেক গুলো অপশন চলে আসবে। সেখান থেকে একটু নিচে নামলে ড্রাইভিং লাইসেন্সের তথ্য সংশোধন নামে একটি অপশন পেয়ে যাবেন। সেটিতে ক্লিক করুন।
এখন আপনার পূর্বের লাইসেন্সটি অনুসন্ধান বা খোঁজার জন্য আপনাকে লাইসেন্স নাম্বার বা রেফারেন্স নাম্বার দিতে হবে।
আপনি যে কোন একটি দিতে পারেন কোন সমস্যা নাই। তবে নাম্বার দেওয়ার আগে ক্যাটাগরি নির্ধারণ করে নিন যে আপনি লাইসেন্স নাম্বার দিচ্ছেন নাকি রেফারেন্স নাম্বার দিচ্ছেন।
ব্যক্তিগত তথ্য পরিবর্তন
নাম্বার দেওয়ার পর অনুসন্ধান বাটনে ক্লিক করে করলে আপনার আপনার সকল ব্যক্তিগত তথ্য দেখতে পাবেন। তবে এখান থেকে আপনি সবগুলো তথ্য পরিবর্তন করতে পারবেন না।
আপনি যে তথ্যগুলো পরিবর্তন করতে পারবেন সে তথ্যগুলোর পাশে একটি ফাঁকা ছোট বক্স দেওয়া থাকবে। আপনি যে তথ্যটি সংশোধন করতে চাচ্ছেন সেই বক্সে ক্লিক করলে একটি টিক মার্ক হবে এবং তার পাশে আরেকটি ফাকা ঘর পাবেন। সেখানে আপনি আপনার সংশোধিত তথ্যটি টাইপ করবেন।
আপনার ব্যক্তিগত তথ্য গুলোর মধ্যে থেকে যে তথ্যগুলো পরিবর্তন করা যাবে সেগুলো হল-
- নাম
- পিতার নাম
- মাতার নাম
- আপনার লিঙ্গ
- বৈবাহিক অবস্থা
- রক্তের গ্রুপ
- পেশা
- শিক্ষাগত যোগ্যতা
স্থায়ী ও বর্তমান ঠিকানা পরিবর্তন
এছাড়া আপনি আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানাও পরিবর্তন করতে পারবেন। আপনি যে ঠিকানা পরিবর্তন করতে চান সে ঠিকানার পাশে খালি বক্সে একটি টিক মার্ক দিন এবং আগের নিয়ম অনুসারে ঠিকানা পরিবর্তন করুন।
ডকুমেন্ট আপলোড
ড্রাইভিং লাইসেন্স সংশোধন করার এই ধাপে আপনাকে কিছু কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে অর্থাৎ আপলোড করতে হবে। যথা-
- জাতীয় পরিচয়পত্র
- বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স এর স্ক্যান কপি
- ইউটিলিটি বিল (গ্যাস/বিদ্যুৎ/ওয়াসা)
তবে খেয়াল রাখতে হবে ফাইলগুলোর সাইজ যেন ৬০০ কেবি এর বেশি না হয়।
স্মার্ট কার্ড এর ডেলিভারি ঠিকানা নির্ধারণ
আপনার সংশোধিত ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি যে ঠিকানায় পেতে চান সে ঠিকানা ইংরেজিতে পূরণ করতে হবে এবং ফোন নাম্বার দিতে হবে। এরপর সংরক্ষণ করুন বাটনে ক্লিক করুন। এরপর DL correction request saved successfully মেসেজ দেখাবে।
ভুল সংশোধন ফি প্রদান
এরপর আপনার ড্রাইভিং লাইসেন্স সংশোধন করার জন্য নির্ধারিত ফি দেখতে পাবেন। ফি জমা দিন বাটনে ক্লিক করুন।
এরপর আপনি আপনার মোবাইল নাম্বার দেখতে পারবেন সেখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। এখন জমা দেওয়ার জন্য পেমেন্ট মেথড গুলো চলে আসবে।
এখানে আপনি বিকাশ বা নগদের মাধ্যমে যেমন টাকা দিতে পারবেন তেমন ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়ার সুযোগ রয়েছে।
পেমেন্ট মেথড নির্ধারণ
আপনি যে মাধ্যমে টাকা পে করতে চান সেটির বামপাশে ক্লিক করুন । এরপর নিচের দিকে স্ক্রল করে I agree লেখার পাশের টিক মার্ক দিয়ে দিবেন এবং নিশ্চিত বাটনে ক্লিক করবেন।
আপনি যদি বিকাশ বা নগদে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনার বিকাশ বা নগদের পেমেন্ট ওপেন হবে।
- সেখানে আপনার ফোন নম্বরটি দিতে হবে।
- এরপর Proceed (প্রোসিড) বাটনে ক্লিক করলে আপনার ফোনে একটি OTP নাম্বার আসবে। সেই নাম্বারটি টাইপ করতে হবে।
- এরপর আবারও Proceed বাটনে ক্লিক করে আপনার বিকাশ বা নগদ এর পিন নাম্বার দিলে আপনার একাউন্ট থেকে টাকা কেটে নিয়ে পেমেন্ট সম্পন্ন হবে।
আবেদনের অবস্থা পর্যবেক্ষণ
মোট ৫টি ধাপ পার করে আপনি আপনার সংশোধিত ড্রাইভিং লাইসেন্স হাতে পাবেন। প্রতিটি ধাপ approve হওয়ার পর তার পাশে একটি টিক মার্ক এবং তারিখ দেখা যাবে। আপনি আপনার আবেদনটির অবস্থা যে কোন মুহূর্তে চেক করতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স ভুল সংশোধন ফি পরিশোধের নিয়ম ২০২৪
ড্রাইভিং লাইসেন্সে ভুল সংশোধন করার জন্য আপনাকে বিভিন্ন ফি পরিশোধ করতে হবে। এখানে বিস্তারিতভাবে ফি পরিশোধের প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো:
ড্রাইভিং লাইসেন্স ফি জমা প্রক্রিয়া
- মূল ফি: ৩০০ টাকা
- কার্ড ফি: ৬১০ টাকা
- ভ্যাট ফি: ১৩৭ টাকা
- ডেলিভারি ফি: ৬০ টাকা
মোট সংশোধিত ফি: ১১০৭ টাকা
এরপর, যদি আপনি নগদ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করেন, তাহলে ১.৫% সার্ভিস ফি যোগ হবে, যা হবে ১৬ টাকা।
মোট পেমেন্ট: ১১২৩ টাকা
ফি পরিশোধের প্রক্রিয়া
১. ফি জমা দিন অপশনে ক্লিক করুন:
- প্রথমে আপনার মোবাইল নম্বর প্রদর্শিত হবে।
২. মোবাইল নম্বরের পাশে বক্সে ক্লিক করুন:
- এখানে বিভিন্ন পেমেন্ট মেথডের অপশন দেখতে পাবেন। যেমন: বিকাশ, নগদ, ডাচ বাংলা কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড ইত্যাদি।
৩. আপনার পছন্দমতো পেমেন্ট গেটওয়ে নির্বাচন করুন:
- উদাহরণস্বরূপ, যদি আপনি নগদ পেমেন্ট গেটওয়ে নির্বাচন করেন:
- মোট ফি: ১১০৭ টাকা
- নগদ সার্ভিস ফি: ১৬ টাকা
- মোট পেমেন্ট: ১১২৩ টাকা
৪. ‘I agree’ বক্সে টিক চিহ্ন দিয়ে ‘নিশ্চিত’ ক্লিক করুন:
- এটি নগদের গেটওয়ে ওপেন করবে।
৫. নগদ নম্বর দিয়ে ‘Proceed’ ক্লিক করুন:
- পরবর্তী ধাপে আপনাকে একটি ভেরিফিকেশন কোড প্রদান করা হবে।
- কোডটি সঠিকভাবে প্রবেশ করান এবং নগদের পিন নম্বর দিন।
৬. পেমেন্ট সম্পন্ন করুন:
- আপনার পেমেন্ট সফল হলে একটি কনফার্মেশন বার্তা পাবেন।
BRTA অনুমোদন প্রক্রিয়া
১. BRTA অনুমোদনের জন্য অপেক্ষা করুন:
- BRTA আপনার আবেদন পর্যালোচনা করবে।
- অনুমোদনের পর Draft save অপশনে টিক চিহ্ন ও তারিখ দেখা যাবে এবং একটি টেম্পোরারি লাইসেন্স প্রদান করা হবে।
২. E-paper লাইসেন্স জেনারেশন:
- BRTA অনুমোদন হলে E-paper লাইসেন্স জেনারেট হবে।
- আপনি E-paper লাইসেন্স ডাউনলোড করতে পারবেন এবং প্রয়োজনমতো ব্যবহার করতে পারবেন।
৩. লাইসেন্স ডেলিভারি:
- আপনার ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হওয়ার পরে আপনার উল্লেখিত ঠিকানায় পৌঁছে যাবে।
সময়সীমা
- সাধারণত, ড্রাইভিং লাইসেন্স ভুল সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হতে ১৫ থেকে ৩০ কার্যদিবস লাগতে পারে।
- প্রফেশনাল লাইসেন্সের ক্ষেত্রে, এই প্রক্রিয়া প্রযোজ্য নয় এবং ম্যানুয়ালি আবেদন করতে হয়।
মনে রাখবেন: এই নির্দেশনা নন-প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রযোজ্য।
ড্রাইভিং লাইসেন্স সংশোধন ফি
ড্রাইভিং লাইসেন্স ভুল সংশোধন জন্য মোট ১১০৭ টাকা ফি পরিশোধ করতে হবে।
- মূল ফি ৩০০ টাকা
- স্মার্ট কার্ড ফি ৬১০ টাকা
- ভ্যাট ফি ১৩৭ টাকা এবং
- ডেলিভারি ফি ৬০ টাকা।
শেষ কথা
অনলাইনের মাধ্যমে আবেদন করে বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্স ভুল সংশোধন আমাদের সময় সাশ্রয় করেছে এবং সার্বিকভাবে প্রক্রিয়াকে আরও সহজ করে তুলেছে।
তাই, যদি ড্রাইভিং লাইসেন্সে কোন ভুল থাকে, তাহলে দেরি না করে আজই অনলাইনে আবেদন করে সংশোধন করে নিন।
আর ও জানুনঃ
- ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল সাপ্তাহিক বন্ধ কবে?
- ড্রিম হলিডে পার্ক সাপ্তাহিক বন্ধের দিন
- ঢাকা মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ কবে।
- যমুনা ফিউচার পার্ক বন্ধের দিন
- বসুন্ধরা শপিং মল বন্ধের দিন
- রমনা পার্ক বন্ধের দিন
DISCLAIMER
এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে সংগ্রত করে সবার জানার জন্য শেয়ার করা হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল তথ্য দিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ এবং কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com,ধন্যবাদ।
Facebook Group এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Facebook Page এ লাইক দিয়ে যুক্ত হন | Follow Us |
Twitter এ আমাদের কে ফলো করুন | Follow Us |
WhatsApp চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Telegram চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
YouTube Channel এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Quora তে আমাদের কে ফলো করুন- | Follow Us |
Pinterest এ আমাদের কে ফলো করুন- | Follow Us |
Instagram এ আমাদের কে ফলো করুন | Follow Us |
Web Stories এ আমাদের কে ফলো করুন | Follow Us |
TikTok চ্যানেল ফলো করে রাখুন | Follow Us |
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন | Follow Us |
মোঃ মারুফ হাসান, প্রো ফেক্টস বিডির প্রধান সম্পাদক ও লেখক। প্রযুক্তি বিষয়ে তাঁর গভীর জ্ঞান ও লেখার দক্ষতার কারণে তিনি পাঠকদের কাছে বিশ্বাসযোগ্য একজন উৎস হিসেবে পরিচিত। প্রো ফেক্টস বিডির লক্ষ্য হল সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া। তিনি এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।