চিনির আজকের বাজার দর ২০২৫[সর্বশেষ বিস্তারিত জানুন]

বর্তমানে চিনির দাম খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চিনি একটি নিত্য প্রয়োজনীয় খাদ্য উপকরণ। চা- কফি, বিভিন্ন ধরনের মুখরোচক খাবার ও মিষ্টি তৈরিতে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। 

আন্তর্জাতিক বাজারে চিনির মূল্য বৃদ্ধি, চিনির বাজার দর পরিবর্তন হওয়ার একটি বড় কারণ। তাই পরিবর্তনশীল চিনির বর্তমান বাজার মূল্য সম্পর্কে সঠিক তথ্য জানা না থাকলে ক্রেতা বা বিক্রেতা হিসেবে আপনি সমস্যায় পড়তে পারেন।

তাই এ আর্টিকেলটিতে আজকের চিনির বাজার দর নিয়ে আলোচনা করছি। ২০২৫ সালের জুলাই মাসের ১৫ তারিখ অনুযায়ী চিনির দাম এ আর্টিকেলটিতে উল্লেখ করছি। পরবর্তীতে চিনির দামে কোন আপডেট আসলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

চিনির বর্তমান বাজার মূল্য 2025

চিনির বর্তমান বাজার দর সর্বনিম্ন ১২৮ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৪০ টাকা পর্যন্ত। 

  • ঢাকায় ১ কেজি চিনির দাম ১৩০ থেকে ১৩৫ টাকা 
  • চট্টগ্রামে ১ কেজি চিনির দাম  ১২৮ থেকে ১৩০ টাকা 
  • খুলনাতে ১ কেজি দেশি-বিদেশি খোলা চিনির দাম ১৩০ থেকে ১৪০ টাকা 
  • রাজশাহীতে ১ কেজি চিনির দাম ১৩০ থেকে ১৪০ টাকা 

 

  • বরিশালে ১ কেজি চিনির দাম  ১২৮ থেকে ১২০ টাকা 
  • রংপুরে ১ কেজি চিনির দাম ১৩০ টাকা থেকে ১৩৫ টাকা
  • সিলেটে ১ কেজি চিনির দাম ১১৫ থেকে ১৪০ টাকা
  • ময়মনসিংহে ১ কেজি চিনির দাম ১২৮ থেকে ১৩০ টাকা 

চিনি কত টাকা কেজি ২০২৫

চিনির মূল্য তালিকা উল্লেখ করা হলো:

চিনির পরিমাণ বর্তমান বাজার মূল্য
১ কেজি ১২৮-১৪০ টাকা
৫ কেজি ৬৪০-৭০০ টাকা
১০ কেজি ১২৮০-১৪০০ টাকা
৫০ কেজি ৬৪০০-৭০০০ টাকা
১০০ কেজি ১২৮০০-১৪০০০ টাকা

 

আজকে চিনির দাম কত

দেশের বিভিন্ন স্থানে আজকের প্রতি কেজি চিনির দাম নিচে উল্লেখ করা হলো :

স্থান ১ কেজি চিনির দাম
ঢাকা ১৩০ থেকে ১৩৫
চট্টগ্রাম ১২৮ থেকে ১৩০ 
খুলনাত ১৩০ থেকে ১৪০
রাজশাহী ১৩০ থেকে ১৪০ 
বরিশাল ১২৮ থেকে ১২০
রংপুর ১৩০ টাকা ১৩৫
সিলেট ১১৫ থেকে ১৪০
ময়মনসিংহ ১২৮ থেকে ১৩০ 

 

১ বস্তা চিনির দাম কত

বর্তমানে ৫০ কেজির এক বস্তা চীনের এর দাম ৬৪০০ টাকা থেকে শুরু করে ৭০০০ হাজার টাকা পর্যন্ত। 

তবে খুচরা ও পাইকারি বাজার অনুসারে দামের কিছুটা তারতম্য হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে  চিনির দামের মধ্যে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যায়।

1 কেজি চিনির দাম কত

১ কেজি চিনির দাম সর্বনিম্ন ১২৮ টাকায় শুরু করে সর্বোচ্চ ১৪০ টাকা। তবে বর্তমানে সিলেটে চিনির দাম সব থেকে কম লক্ষ্য করা যাচ্ছে। সিলেটের চিনি সর্বনিম্ন মূল্য ১১৫ টাকা। 

ফ্রেশ চিনি ১ কেজি দাম 

১ কেজি ফ্রেশ চিনির দাম ১৪০ টাকা থেকে ১৫০ টাকা। ফ্রেশ চিনি প্যাকেটজাত হওয়ায় দাম একটু বেশি। 

লাল চিনির দাম

সাধারণত সাদা চিনি থেকে লাল চিনির দাম একটু বেশি হয়ে থাকে। বর্তমানে বাজারে লাল চিনির দাম ১৩৫ টাকা থেকে ১৪০ টাকা। 

আন্তর্জাতিক বাজারে চিনির দাম

বর্তমানে বাজারে প্যাকেটজাত চিনি প্রতি কেজি চিনি ১২৫ টাকা। আর খোলা চিনি ১২০ টাকা বিক্রি করার জন্য দাম বেঁধে দেয়া আছে। তবে এই নির্ধারিত দাম শুধু নামে মাত্র। কার্যকারীতায় এর দেখা মেলে না।

বাংলাদেশ ব্রাজিল ও ভারত থেকে চিনি আমদানি করে। কিন্তু ভারত থেকে চিনি আমদানি বন্ধ থাকায় বাজারে চিনির যোগানের ঘাটতি দেখা দিয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারেও চীনের সংকট। কেননা যেখানে এক টন চিনির দাম ছিল ৪৫০ ডলার, সেখানে এক টন চিনির দাম বর্তমানে ৭০০ ডলারে গিয়ে ঠেকেছে। 

শেষ কথা।

মূলত আন্তর্জাতিক বাজারে চিনির মূল্যবৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের চিনির দাম বৃদ্ধি পেয়েছে।

এ ওয়েবসাইটে যে সকল বাজার দর তুলে ধরা হয় তা প্রায় শতভাগ নির্ভরযোগ্য ও সঠিক। কেননা সরকারের নির্ধারিত দাম ও দেশের চলমান বিভিন্ন স্থানের বাজার দর সঠিকভাবে অনুসন্ধান করার পরেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়।

চিনির বর্তমান বাজার দর ২০২৫ সম্পর্কে সর্বশ্রেষ্ঠ তথ্য পেতে আমাদের ওয়েব সাইটের সাথেই থাকুন।

আর ও জানুনঃ

DISCLAIMER

এই ব্লগ পোস্ট আর্টিকেল এবং আমাদের স্যোসাল মিডিয়া একাউন্ট এর তথ্য সম্পূর্ন নিরাপদ, যাচাই করা, বিভিন্ন মাধ্যমে থেকে রিসার্স করে সবার উপকারের জন্য নেওয়া হয়েছে। আমরা বন্ধ পরিকর আপনাদের কে নির্ভুল নিতে, তারপর ও যদি আপনাদের কোন অভিযোগ ও কোন বেপার জানার থাকে আমাদের কে মেইল করুন profactsbd@gmail.com, ধন্যবাদ।

 Facebook Group এ আমাদের কে ফলো করুন  Follow Us
 Facebook Page এ লাইক দিয়ে ‍যুক্ত হন  Follow Us
 Twitter এ আমাদের কে ফলো করুন  Follow Us
 YouTube Channel এ আমাদের কে ফলো করুন  Follow Us 
 Quora তে আমাদের কে ফলো করুন-  Follow Us
 Pinterest এ আমাদের কে ফলো করুন-  Follow Us
 Instagram এ আমাদের কে ফলো করুন  Follow Us
 TikTok চ্যানেল ফলো করে রাখুন  Follow Us
Threads চ্যানেল এ আমাদের কে ফলো করুন
 Follow Us

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Share via
Copy link