আমাদের নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র লাগে এগুলো কিনতে আমরা মার্কেটে যাই। বায়তুল মোকাররম মার্কেট তেমনি একটি মার্কেট এখানে আপনার প্রয়োজনীয় সকল জিনিস পেয়ে যাবেন।
বিশেষ করে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন এর যে বইগুলো আছে সেগুলোই মার্কেটে বিক্রি করা হয়। এছাড়াও যায় জায়নামাজ আতর, বোরকা, হিজাব সহ যত ইসলামিক পণ্য আছে সমস্ত পণ্য এখানে পাইকারি বিক্রি করা হয়।
নানা প্রয়োজনে আমাদের কেনাকাটা করতে হয়। এ জন্য আপনাকে মার্কেটে যেতেই হবে। তবে যদি গিয়ে দেখেন মার্কেট বন্ধ, তখন কেমন লাগবে।
তাই যাওয়ার আগে জেনে নেয়া উচিত যে মার্কেটে যাবেন সেই মার্কেট কবে বন্ধ থাকবে। তাইতো আমরা আজকের আর্টিকেলে আপনাদেরকে জানাবো বাইতুল মোকাররম মার্কেট সাপ্তাহিক বন্ধের দিন সম্পর্কে। তাই চলুন দেরি না করে এখনই আর্টিকেলটি শুরু করা যাক:
বায়তুল মোকাররম মার্কেট বন্ধের দিন
বাইতুল মোকাররম মার্কেট সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিনই খোলা থাকে বাকি একদিন শুক্রবার এই মার্কেট বন্ধ থাকে।
বায়তুল মোকাররম মার্কেট বন্ধের দিন হল শুক্রবার
বায়তুল মোকাররম মার্কেট কবে খোলা থাকে?
বায়তুল মোকাররম মার্কেট সপ্তাহের সব দিন খোলা থাকে, শুধুমাত্র শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত বন্ধ থাকে।
নির্দিষ্ট সময়সূচী:
- শনিবার - সকাল ১০ টা থেকে রাত ৮টা
- রবিবার - সকাল ১০ টা থেকে রাত ৮টা
- সোমবার - সকাল ১০ টা থেকে রাত ৮টা
- মঙ্গলবার - সকাল ১০ টা থেকে রাত ৮টা
- বুধবার - সকাল ১০ টা থেকে রাত ৮টা
- বৃহস্পতিবার - সকাল ১০ টা থেকে রাত ৮টা
- শুক্রবার- বন্ধ
বায়তুল মোকাররম মার্কেটে যাওয়ার উপায়
রাজধানী ঢাকার যে কোন স্থান থেকে সরাসরি গাড়িতে ওঠে নীলক্ষেত গাড়িতে উঠবেন। নীলক্ষেত নামার পর পূর্ব দিকে হাঁটা শুরু করবেন।
পূর্ব দিকে ২ মিনিট হাটলেই বায়তুল মোকাররম মার্কেট পৌঁছে যাবেন। অথবা সরাসরি সিএনজি নিয়ে বায়তুল মোকাররম মার্কেটে আসতে পারবেন।
আর ও জানুনঃ টঙ্গী বাজার সাপ্তাহিক বন্ধ
বায়তুল মোকাররম মার্কেটে কি কি পাওয়া যায়
এ মার্কেটে বিভিন্ন পণ্য পাওয়া যায় বলে কোন বিশেষায়িত মার্কেট বলার সুযোগ নেই। দোতলায় দেশের প্রসিদ্ধ বিভিন্ন জুয়েলারী দোকান রয়েছে।
ক্যামেরা, সিডি, ডিভিডি প্লেয়ার, টিভিসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য পাওয়া যায় এখানে। ব্যাগ, ল্যাগেজ, ঘড়ি, চশমা, ক্রোকারিজ, জামা-কাপড়, জুতা, খেলনা ইত্যাদির দোকানও রয়েছে।
নিচতলায় নেমপ্লেট লেখার ব্যবস্থা রয়েছে। এই মার্কেটে ইসলামী ফাউন্ডেশন এর বই বিক্রয় কেন্দ্রসহ কয়েকটি আতর, টুপি, পাঞ্জাবী, বোরকা, জায়নামাজ প্রভৃতির দোকানও রয়েছে। এছাড়া মসজিদ প্রাঙ্গণে ইসলামী বই, সিডি, ডিভিডি প্রকৃতিও বিক্রি হয়।
কিছু বিশেষ দ্রষ্টব্য
- ঈদের সময় বাজার বন্ধ থাকতে পারে।
- কোন নির্দিষ্ট দোকানের খোলার-বন্ধের সময় এই সাধারণ সময়সূচী থেকে ভিন্ন হতে পারে।
- সর্বশেষ তথ্যের জন্য, আপনি সরাসরি বাজার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।
বাজার কর্তৃপক্ষের যোগাযোগ
- ফোন: +880 2-9354444
- ওয়েবসাইট: https://www.facebook.com/groups/BaitulMukarrambd/
বায়তুল মোকাররম মার্কেট তৈরির ইতিহাস
রাজধানী ঢাকায় একটি বড় মসজিদ নির্মাণ এবং এর মাধ্যমে সারাদেশে ইসলামী দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসার,মুসলিম বেকারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, ইসলামী প্রস্তক ও সাময়িকী প্রকাশ,দারুল উমুল ও দারুল ইফতা প্রতিষ্ঠা-ইত্যাদি ব্যাপক কর্মসূচিকে সামনে রেখে
তঃকালীন পূর্ব পাকিস্থানের সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল ওমরাও খঅন-এর পৃষ্ঠপোষকতায় এবং আলহ্বাজ আবদুল লতিফ ইবরাহীম বাওয়ানী প্রমুখ শিল্পপতির উদ্যেগে ১৯৫৯ সালে ‘বায়তুল মুকাররম সোসাইটি’ নামক একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়।
মসজিদ নির্মাণ ও উল্লেখিত কার্যসমূহের ব্যয়ভার নির্বাহের জন্য মসজিদ সংলগ্ন একটি মার্কেটও প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়অ হয়। ১৯৬০ সালের ফেব্র্রুয়ারি মাসে এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন পাকিস্থানের প্রেসিডেন্ট মুহাম্মদ আইয়ুব খান। বায়তুল মুকাররম কমপ্লেক্স –এর নকশা প্রণয়ণ করের প্রখ্যাত স্থপতি জনাব আবুল হোসেন থারিয়ানী।
মসজিদটি সাত তলা বিশিষ্ট। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র্রে অবস্থিত মসজিদটি দর্শনীয় স্থান হিসেবে দেশি-বিদেশি পর্যটকদের নিকট অত্যন্ত আকর্ষনীয়।
সরকারী উন্নয়ন প্রকলে।পর আওতায় এবং সৌদি সরকারের অর্থায়নে ৮.৩০ একর জমির উপর এ মসজিদের শোভা বর্ধন এবং উন্নয়নের কাজ এখনও অব্যাহত রয়েছে। বর্তমানে মূল মসজিদে এবং দক্ষিণ ও পূর্ব সাহান মিলিয়ে সর্বমোট পয়ঁত্রিশ সহস্রাধিক মুসল্লী একত্রে নামায আদায় করতে পারেন। মসজিদের অভ্যন্তরে ওযুর ব্যবস্থাসহ মহিলাদের জন্য পৃথক নামায কক্ষ ও পাঠাগার রয়েছে।
প্রায় পাচঁ হাজার মহিলা মুসল্লীর নামাযের সুন্দর ব্যবস্থা রয়েছে বায়তুল মোকাররম মসজিদে। মসজিদের নিচতলায় রয়েছে একটি বৃহত্তর ও অত্যাধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স।
রাজধানী ঢাকার খ্যাতনামা জুয়েলারী,ইলেকট্রনিক্স,লেদার ইসলামী পুস্তক ও টুপী,আতর,তসবিহর বিশাল মার্কেট বায়তুল মুকাররম অবস্থিত। এই মার্কেটে প্রায় এক হাজারের বেশি দোকান রয়েছে। একজন পরিচালককে এ বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়।
আরও জানুন : পলওয়েল মার্কেট সাপ্তাহিক বন্ধ
সবশেষে
আপনি যদি পাইকারি ও সুলভ মূল্যে আপনার ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে চান তাহলে অবশ্যই বায়তুল মোকাররম মার্কেটে আসতে পারেন। এখানে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস বাদেও বিভিন্ন ইসলামিক পন্য পাইকারি মূল্যে পেয়ে যাবেন।
তবে এই মার্কেটে আসার আগে অবশ্যই মার্কেটের বন্ধের দিন ও দোকানপাট কখন খোলে কখন বন্ধ করে এ সম্পর্কে ভালোভাবে জেনে আসবেন। আজকে আর্টিকেলে আমরা আপনাদেরকে বাইতুল মোকাররম মার্কেট সাপ্তাহিক বন্ধ সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি।
আশা করি আর্টিকেলটি থেকে আপনি কিছুটা হলে উপকৃত হয়েছেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ
আরও জানুনঃ
- ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল সাপ্তাহিক বন্ধ কবে?
- চকবাজার পাইকারি মার্কেট সাপ্তাহিক বন্ধের দিন
- সোনারগাঁও লোকশিল্প জাদুঘর সাপ্তাহিক বন্ধ
- বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর সাপ্তাহিক বন্ধ
- ড্রিম হলিডে পার্ক সাপ্তাহিক বন্ধের দিন
- ঢাকা মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ কবে।
- যমুনা ফিউচার পার্ক বন্ধের দিন
- পাসপোর্ট অফিস সাপ্তাহিক বন্ধ
- রমনা পার্ক বন্ধের দিন
- মোতালেব প্লাজা সাপ্তাহিক বন্ধ