মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান জানতে চান? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য । কেননা এই আর্টিকেলটিতে মেট্রোরেল সম্পর্কিত সাধারণ জ্ঞান এর অনেক প্রশ্ন ও উত্তর দেওয়া রয়েছে। তাছাড়া এখান থেকে মেট্রোরেল সম্পর্কিত সাধারণ জ্ঞানের pdf ডাউনলোড করতে পারবেন।
স্কুল-কলেজের পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সব ধরনের চাকরি পরীক্ষায় মেট্রোরেল সম্পর্কিত সাধারণ জ্ঞানের mcq অনেক গুরুত্বপূর্ণ । কেননা মেট্রোরেল সম্পর্কে অনেক প্রশ্ন আসে।
বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা পড়াশুনায় এগিয়ে থাকতে হলে মেট্রোরেল সম্পর্কিত সাধারণ জ্ঞান জানা খুবই প্রয়োজন।
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
চলুন নিচে আমরা মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর জেনে নিই। আমাদের পদ্মা সেতু মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান গুলা নতুন তথ্য অনুসারে সাজানো এইছাড়া আপনি মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৪ PDF ও পাবেন, যার মাধ্যমে সহজে মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান MCQ নিয়ে ভাল ধারনা পাবেন।
১. মেট্রোরেলে কয়টি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে?
৬টি। যথা-MRT Line-1, MRT Line-2, MRT Line-3, MRT Line-4, MRT Line-5, MRT Line-6.
২. মেট্রোরেলের এমআরটি লাইন -৬ কোন ধরনের রেলপথ?
উড়াল রেলপথ ।
৩. এমআরটি-৬ লাইনের প্রথম পর্যায়ের উদ্বোধন কোথায় এবং কখন?
দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ ২৮ ডিসেম্বর, ২০২২ জনসাধারণের চলাচলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন ।
৪ .মেট্রোরেলের MRT Line 6 এর প্রথম অংশ উদ্বোধন করা হয় কবে?
২৮ ডিসেম্বর, ২০২২।
৫.মেট্রোরেলের MRT Line 6 এর দ্বিতীয় অংশের উদ্বোধন কত তারিখ?
৪ নভেম্বর ২০২৩।
৬.মেট্রোরেল MRT line-6 প্রকল্পের সমাপ্তি সাল কত?
২০২৫ সাল (সম্ভাব্য)।
চিত্র: MRT line-6 এর কাজের অগ্রগতির তালিকা
৭.মেট্রোরেল বিদ্যুৎ জোগান দেওয়ার জন্য উপকেন্দ্রের সংখ্যা ও নাম?
৫ টি । যথা- তালতলা, বাংলা একাডেমি, পল্লবী, সোনারগাঁও, উত্তরা।
৮.মেট্রোরেল সর্বোচ্চ ভাড়া কত?
১০০ টাকা।
৯.মেট্রোরেল সর্বনিন্ম ভাড়া কত?
২০ টাকা।
১০.মেট্রোরেলের নিয়ন্ত্রক সংস্থার নাম কি?
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান PDF
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞানের pdf অনলাইনে অনেক খুজে থাকেন। তাই আপনাদের কিছু সুবিধার্থে pdf টি নিচে সংযুক্ত করছি। যাদের প্রয়োজন তারা নিজে দেওয়া লিংক থেকে সহজে মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান pdf download টি সংগ্রহ করতে পারেন এবং মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান pdf শেয়ার করতে ভুলবেন না।
ঢাকা মেট্রোরেল সাধারণ জ্ঞান.pdf
১১. MRT LINE-6 মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদিত হয় কখন?
১৮ ডিসেম্বর ২০১২।
১২.মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয় কবে?
২৬ জুন ২০১৬।
১৩. সংশোধিত প্রকল্পে বর্তমানে স্টেশন সংখ্যা কতটি?
১৭টি।
১৪. মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় কবে?
১৯ জুলাই ২০২২।
১৫. সংশোধিত প্রকল্পে (এমআরটি লাইন- ৬) বর্তমান মেট্রোরেল হবে কোন স্টেশন পর্যন্ত?
উত্তরা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত ।
১৬. মেট্রোরেল প্রকল্প প্রথমে কোন পর্যন্ত ছিলো?
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত।
১৭. MRT line-6 প্রকল্পের নতুন করে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কত কিলোমিটার?
১.১৬ কিলোমিটার।
১৮. মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করছে কোন প্রতিষ্ঠান?
জাইকা ও বাংলাদেশ সরকার।
১৯. মেট্রোরেল প্রকল্পের প্রথম ব্যয় ধরা হয়েছিল কত টাকা?
২১ হাজার ৯৬৫ কোটি টাকা।
২০. সংশোধনের পর মেট্রোরেল প্রকল্পের নতুন ব্যয় কত টাকা?
৩৩,৪৭১. ৯৯ কোটি টাকা ।
২১. মেট্রোরেল প্রকল্পে জাইকা কত টাকা দেবে?
১৯,৭১৮. ৪৭ কোটি টাকা ।
২৩. মেট্রোরেলের কোচগুলো কোন দেশ থেকে এসেছে?
জাপান।
২৪. প্রথম ধাপে মেট্রোরেলের কোন এলাকা চালু হয়েছে?
উত্তরা থেকে আগারগাঁও ।
২৫. মিরপুর-১০ স্টেশন পর্যন্ত মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক চলাচল শুরু হয় কত তারিখে?
২৯ নভেম্বর ২০২১।
২৬. মেট্রোরেলের আগারগাঁও স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক চলাচল শুরু হয় কবে?
১২ ডিসেম্বর ২০২১।
২৯. মেট্রোরেলের প্রথম নারী চালকের নাম কী?
মরিয়ম আফিজা।
৩০. মেট্রোরেলের প্রথম যাত্রী কে?
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩১. মেট্রোরেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া কত টাকা?
সর্বনিম্ন ভাড়া ২০ এবং সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা।
৩২ .মেট্রোরেলের প্রতি কিলোমিটার ভাড়া কত টাকা নির্ধারণ করা হয়েছে?
৫ টাকা।
৩৩. মেট্রোরেলের প্রতিটি প্লাটফর্মের দৈর্ঘ্য কত?
১৮০ মিটার।
৩৪. মেট্রোরেলের স্টেশন গুলো কত তলা বিশিষ্ট?
৩ তলা।
৩৫. মেট্রোরেলের প্রতিটি ট্রেন সর্বোচ্চ কত জন যাত্রী নিতে সক্ষম?
২৩০৮ জন।
৩৬. মেট্রোরেল প্রকল্পে জাইকা কত টাকা দেবে?
১৯ হাজার ৭১৮ দশমিক ৪৭ কোটি টাকা ।
৩৭. মেট্রোরেলের সর্বোচ্চ গতিসীমা প্রতি ঘন্টায় কত কিলোমিটার?
১০০ কিলোমিটার।
৩৮. মেট্রোরেলের মোট ট্রেন আছে কতটি?
২৪টি।
৩৯. পৃথিবীর প্রথম মেট্রোরেল চালু হয় কোন শহরে?
লন্ডন (১৮৬৩সালে)।
৪০. মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কত টাকা মূল্যমানের স্মারক নোট চালু করেছে?
৫০ টাকা।
৪১.মেট্রোরেলের প্রকল্প বাস্তবায়নে কোন সংস্থা ঋন প্রদান করেন?
জাইকা।
৪২. মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম কী?
কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম।
৪৩. মেট্রোরেলের সর্বোচ্চ পরিকল্পিত গতি কত?
১১০ কিলোমিটার/ঘন্টা।
৪৪. প্রথম দফায় ঢাকা এমআরটি-৬ লাইনের দৈর্ঘ্য কত ছিল?
২০.১০ কিলোমিটার।
৪৫. ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম কী?
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL.
৪৬. DMTCL বা ঢাকা মেট্রোরেল ট্রানজিড কোম্পানি কবে গঠিত হয়?
২০১৩ সালের ৩ জুন।
৪৭. RSTP এর পূর্ণরূপ কি?
Revised Strategic Transport Plan.
৪৮. ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম কী?
দিল্লি মেট্রোরেল করপোরেশন।
৪৯. ঢাকা মেট্রোরেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য কত?
২১. ২৬ কিলোমিটার।
৫০. মেট্রোরেলের স্টেশন সংখ্যা প্রথমে কত ছিল?
১৬টি।
৫১. মেট্রোরেলের প্রতিটি পিলারের উচ্চতা কত?
১৩ মিটার।
৫২.মেট্রোরেলের প্রতিটি পিলারের ব্যাস কত?
২ মিটার ।
৫৩. প্রতি ঘণ্টায় উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন সক্ষমতা কত?
৬০ হাজার।
৫৪.প্রতি দিন উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন সক্ষমতা কত?
৫ লক্ষ।
৫৫.মেট্রোরেলে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কত ভাড়া দিতে হয়?
তারা ১৫% বিশেষ ছাড়ে টিকেট পায়।
৫৬. সর্বোচ্চ কত উচ্চতা সম্পন্ন শিশুরা বিনা টিকিটে মেট্রোরেলে ভ্রমণ করতে পারবে?
তিন ফুট।
৫৭. Pick Hour এ মেট্রো ট্রেনের পরিকল্পিত Headway সময় কত?
৩ মিনিট ৩০ সেকেন্ড।
৫৮.Pick Hour এ মেট্রো ট্রেনের বর্তমান Headway সময় কত?
৮ মিনিট।
৫৯. বিশ্বে কত তম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রোরেল যুক্ত হয়?
৬০ তম।
৬০.TVM থেকে একবারে সর্বোচ্চ কয়টি টিকেট কিনতে পারবেন?
০৫ টি ।
৬১.TVM কি?
স্বয়ংক্রিয় টিকেট ভেন্ডিং মেশিন।
৬২.SJ T কি?
একক যাত্রার টিকেট (Single Journey Ticket)
৬৩.মেট্রোরেল কোন দিন বন্ধ থাকবে?
শুক্রবার ঢাকা মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ রয়েছে।
৬৪.মেট্রোরেল কি শুক্রবার বন্ধ থাকে?
হ্যাঁ ,মেট্রোরেল কি শুক্রবার বন্ধ থাকে।
৬৫.ঈদের দিন মেট্রোরেল খোলা থাকবে কি?
না, ঈদের দিন মেট্রোরেল খোলা থাকবে না।
৬৬.বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নাম কি?
ঢাকা মেট্রোরেলের প্রথম রেলপথ এমআরটি লাইন-৬।
৬৭.মেট্রোরেলের অর্থায়ন করে কে?
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী মেট্রোরেলের এক চতুর্থাংশ অর্থায়ন করেছে
বাংলাদেশ সরকার এবং বাকি টাকার দিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা
সংস্থা, জাইকা।
৬৮.মেট্রোরেল কিভাবে চলে?
মেট্রোরেল বিদ্যুতের সাহায্যে চলে। ট্রেন চালানোর জন্য ঘণ্টায় প্রয়োজন প্রায় ১৩.৪৭ মেগাওয়াট বিদ্যুৎ যা জাতীয় গ্রিড থেকে নেওয়া হয়।
শেষকথা।
আশা করি এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে বাংলাদেশ মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞানের অনেক প্রশ্ন ও উত্তর জানতে পেরেছেন।
তবে মনে রাখা ভালো যে, যেহেতু মেট্রোরেলের কাজ বর্তমান চলমান রয়েছে তাই উপরে দেওয়া তথ্যগুলোর কিছু তথ্য সময়ের সাথে পরিবর্তন হতে পারে।
আরও জানুনঃ
আমি শারমিন আক্তার, লিখা লিখির মাধ্যমে মানুষ কে সঠিক তথ্য দেওয়া আমার এক ধরনের শখ বলতে পারেন, তাই আমি নিয়মিত ব্লগ আর্টিকেল শেয়ার করতে পছন্দ করি। আশা করি আমার শেয়ার করা আর্টিকেল আপনাদের কাজে আসবে, এটাই আমার স্বার্থকতা। সবাই কে ধন্যবাদ।